Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার পরে মনুষ্যদের কার্য্যকলাপ

    ধার্মিক ও অধার্মিকেরা এখনও পৃথিবীতে তাহাদের মরণ শীল অবস্থায় বাস করিতেছে —মনুষ্যেরা বপন করিতেছে, নির্মাণ করিতেছে, খাদ্য পানীয় গ্রহণ করিতেছে, উপরস্থ ধর্মধাম হইতে যে চূড়ান্ত ও অপরিবর্তনীয় সিদ্ধান্ত ঘোষিত হইয়াছে সে সম্পর্কে সকলে অচৈতন্য/ বেহুঁশ। —GC 491 (1911).LDEBeng 163.6

    যখন ধর্মধামের অপরিবর্তনীয় সিদ্ধান্ত ঘোষণা করা হইয়াছে; পৃথিবীর নিয়তি চিরকালের নিমিত্ত স্থির করা হইয়াছে, তখন জগতের অধিবাসীগণ তাহার কিছুই জানিবে না। যাহাদের নিকট হইতে ঈশ্বরের আত্মা অবশেষে প্রত্যাহার করা হইবে, সেই লোকদের দ্বারা ধর্মীয় রূপ চলিতে থাকিবে, এবং মন্দের অধিপতি যে শয়তানী উদ্যমে তাহার ক্ষতিকারক পরিকল্পনা সাধন করিবার নিমিত্ত তাহাদিগকে অনুপ্রাণিত করিবে, তাহাতে ঈশ্বরের নিমিত্ত উদ্যম মনে হইবে। - GC615 (1911)LDEBeng 163.7

    গম ও শ্যামাঘাস “শস্যচ্ছেদনের সময় পর্য্যন্ত ---একত্রে বাড়িতে” থাকে। জীবনের সকল দায়িত্ব পালন কালে ধার্মিকগণকে শেষ পর্যন্ত অধার্মিকগণের সহিত যোগাযোগ রাখিতে আনা হইবে। দীপ্তির সন্তানগণ অন্ধকারের সন্তানগণের মধ্যে হুড়াইয়া রহিয়াছে, যেন সকলের নিকট পার্থক্য দৃষ্ট হয়। — ST100 ( 1882)LDEBeng 164.1

    খ্রীষ্ট বলিয়াছেন যে যখন তিনি আসিবেন, তাঁহার কিছু সংখ্যক অপেক্ষমান লোক ব্যবসায়িক লেন দেন করিতে থাকিবে। কেহ ক্ষেত্রে বীজ বপন করিতে থাকিবে, কেহ শস্য ছেদন ও আহরণ করিতেছেন, এবং অন্যান্যরা যাঁতা পিষিতেছে। —MS 26, 1901.LDEBeng 164.2