Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    একটি খাঁটি এবং বাস্তব স্থান

    স্বর্গে তাহাদের পক্ষে অনুরোধ করিবার নিমিত্ত তাহাদের একজন বন্ধু রহিয়াছেন, ইহা জানিয়া শিষ্যগণের কতই না আনন্দের কারণ হইয়াছিল। খ্রীষ্টের প্রত্যক্ষ স্বর্গারোহন দ্বারা তাহাদের স্বর্গ সম্পর্কে সকল ধ্যান ধারনা পরিবর্তিত হইয়াছিল। পূর্বে তাহাদের মনে এই ধারণা ছিল যে ইহা একটি সীমাহীন মহা শূন্য, অশরীরীগণের আবাস। এখন স্বর্গ সম্পর্কে তাহাদের চিন্তা যীশুর সহিত সংযুক্ত, যাঁহাকে তাহারা ভালবাসিয়াছে এবং সকল কিছুর উর্দ্ধে সম্মান প্রদর্শন করিয়াছে; যাঁহার সহিত তাহারা আলাপ করিয়াছে ও যাতায়াত করিয়াছে, যাহাকে তাহারা স্পর্শ করিয়াছে এমন কি তাঁহার পুনরুত্থিত দেহ পর্য্যন্ত স্পর্শ করিয়াছে ।---LDEBeng 202.1

    স্বর্গ তাহাদের নিকট এখন একটি অনির্দিষ্ট অবোধগম্য অশরীরী আত্মাপূর্ণ মহাশূন্য নহে। এখন তাহারা উহাকে তাহাদের ভাবী আবাস রূপে দেখিতেছে; যেস্থানে তাহাদের প্রিয় ত্রাণকর্তা তাহাদের নিমিত্ত গৃহ নির্মাণ করিতেছেন। —3SP 262 (1878).LDEBeng 202.2

    ভবিষ্যৎ উত্তরাধিকার অতিবাস্তব মনে করিয়া তোলার ভয়ে যে সত্য ইহাকে আমাদের ভাবী গৃহ রূপে দেখিতে পরিচালিত করিয়াছে; তাহা অনেককে ইহাকে আত্মিকতায় পরিপূর্ণ করিতে পরিচালিত করিয়াছে। যীশু তাহার শিষ্যগণকে আশ্বাস দিয়াছিলেন, যে তিনি পিতার বাটিতে তাহাদের নিমিত্ত স্থান প্রস্তত করিতে গিয়াছেন। -GC C74, 675 (1911).LDEBeng 202.3

    আদিকালে আদম এবং হবাকে যে কার্য্য আনন্দ এবং সুখ প্রদান করিত, নূতন পৃথিবীতে মুক্তিপ্রাপ্তগণ সেই কার্য্যে নিয়োজিত থাকিবে। বাগান এবং সমৃদ্ধ এদনের জীবন যাপিত হইবে PK 730,731 (C. 1914).LDEBeng 202.4