Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পিতা এবং পুত্রের সহিত যোগাযোগ / আলাপ

    ঈশ্বরের লোকেরা পিতার এবং পুত্রের সহিত সরাসরি আলাপ করিবার সুযোগ লাভ করিবে। --আমরা তাঁহাকে সম্মুখাসন্মূখী দেখিব, মাঝে আবছা কোন পর্দা থাকিবে না । —GC 676, 677 (1911).LDEBeng 210.1

    আমরা তাঁহার মুখ মন্ডলের অমূল্য আলোকে বাস করিব এবং উপভোগ করিব। এই খুশীর সম্ভাবনার আনন্দে আমার হৃদয় আন্দোলিত। — HP 352 (1856).LDEBeng 210.2

    খ্রীষ্ট যেখানে স্বর্গ সেখানে। তিনি সেখানে না থাকিলে, যাহারা তাঁহাকে ভালবাসে তাহাদের নিকট স্বর্গ, স্বৰ্গ বলিয়া মনে হইবে না। — Ms 41, 1897.LDEBeng 210.3

    ঈশ্বর এবং উত্থিত সাধুগণের মধ্যে একটি নিবিড় সম্পর্ক থাকিবে। —DA 606 (1898).LDEBeng 210.4

    তিনি আমাদের মস্তকে যে মুকুট স্থাপন করিয়াছেন তাহা মুক্তিদাতার চরণে ফেলিয়া আমাদের স্বর্ণময় বীণা বাজাইয়া যিনি সিংহাসনে বসিয়া আছেন তাঁহার প্রশংসায় সমগ্ৰ স্বর্গ পূর্ণ করিব।—2T8T 254 (1904)LDEBeng 210.5

    এই জীবনে তাহারা ঈশ্বরের অনুগত থাকে। অবশেষে তাহারা “তাঁহার মুখ দর্শন করিবে, এবং তাঁহার নাম, তাহাদের ললাটে থাকিবে” (প্রকা ২২:৪)। এবং ঈশ্বরকে দর্শন ব্যতিরেকে স্বর্গে আর কী সুখ থাকিতে পারে? খ্রীষ্টের অনুগ্রহে উদ্ধার প্রাপ্ত পাপীর ঈশ্বরের মুখ দর্শন এবং তাঁহাকে পিতা বলিয়া জানা অপেক্ষা অধিকতর আর কী আনন্দ থাকিতে পারে? —ST 268 (1904).LDEBeng 210.6