Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আরও একটি অবেক্ষা / দুষ্টদিগের প্রত্যয় উৎপাদন করিতে পারিবে না

    আমাদিগকে আমাদের বর্তমান সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করিতে হইবে স্বর্গের নিমিত্ত প্রস্তুত হইতে আমাদিগকে অন্য কোন সুযোগ প্রদত্ত হইবে না। সকলে যাহারা তাঁহার আজ্ঞার বাধ্য, তাহাদের নিমিত্ত সদাপ্রভূ কর্তৃক প্রস্তুত ভাবী গৃহের নিমিত্ত যোগ্য করিবার চরিত্র গঠনের ইহাই একমাত্র এবং শেষ সুযোগ। ——-Letter 20, 1899.LDEBeng 167.3

    প্রভূর আসিবার পরে আর কোন অবেক্ষা থাকিবে না । যাহারা বলে থাকিবে, তাহারা প্রতারিত ও বিপথগামী জলপ্লাবনের পূর্বে যেরূপ অবস্থা বিদ্যমান ছিল, খ্রীষ্টের আগমনের পূর্বে তদ্রুপ হইবে। ত্রাণকর্তা আকাশীয় মেঘে প্রকাশিত হইবার পরে পরিত্রাণ পাইবার নিমিত্ত আর কাহাকেও কোন সুযোগ দেওয়া হইবে না। সকলেই তাহাদের সিদ্ধান্ত লইয়া থাকিবে। Letter 45, 1891.LDEBeng 167.4

    প্রত্যেককে তাহাদের আলোক প্রাপ্তি অনুযায়ী পরীক্ষা এবং বিচার করা হইবে। যাহারা সত্য হইতে ফিরিয়া রূপকথায় গিয়াছে তাহারা দ্বিতীয় সুযোগের দিকে চাহিয়া থাকিতে পারে না। পার্থিব কোন বর্ষ সহস্র হইবে না। যদি, পবিত্র আত্মা তাহাদের অন্তরে বিশ্বাস আনয়ন করিবার পরে তাহারা সত্যকে প্রতিরোধ করে, এবং অন্যেরা যাহাতে পাইতে না পারে ইহার নিমিত্ত পথ বন্ধ করিতে তাহাদের প্রভাব বিস্তার করে ।LDEBeng 167.5

    তাহারা কখনই বিশ্বাস করিবে না। চরিত্র পরিবর্তনের সুযোগ দত্ত হইলেও তাহারা গ্রহণ করে নাই এবং খ্রীষ্ট তাহাদিগকে সেই স্থান দিয়া পুনরায় যাইবার সুযোগ প্রদান করিবেন না। সিদ্ধান্ত টি চূড়ান্ত। Letter 25, 1900.LDEBeng 168.1