Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    অকস্মা, অপ্রত্যাশিত পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবে

    যখন যীশু মনুষ্যের নিমিত্ত ওকালতি বন্ধ করেন তখন সকল মামলা চিরকালের নিমিত্ত সিদ্ধান্ত কৃত হয়। পরিত্রাণের দ্বার রুদ্ধ হয়; স্বর্গের মধ্যস্থতা কার্য্য বন্ধ হয়। অবশেষে এই সময় হঠা সকলের উপরে আসিয়া পড়ে এবং যাহারা তাহাদের হৃদয় সত্য পালন দ্বারা বিশুদ্ধ করে নাই তাহাদিগকে ঘুমন্ত পাওয়া যাইবে। —2 191 (1868).LDEBeng 163.1

    পরিত্রাণের দ্বার এমন সময় হঠাৎ ও অপ্রত্যাশিত ভাবে রুদ্ধ হইবে যখন আমরা আশাই করিব না। কিন্তু আমরা অদ্যই স্বর্গে আমাদের দলিল/বিবরণ গুচ্ছ রাখিতে পারি এবং জানিতে পারি যে ঈশ্বর আমাদিগকে গ্রহণ করিতেছেন। —7BC 989 (1906).LDEBeng 163.2

    যখন অনুসন্ধান সূচক বিচার শেষ হইবে তখন সকলের গন্তব্য হয়ত জীবন নয়ত মৃত্যুর নিমিত্ত সিদ্ধান্ত কৃত হইবে। প্রভূকে আকাশীয় মেঘরথে দেখা যাইবার অল্প কিছুক্ষণ পূর্বে পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবে।LDEBeng 163.3

    জল প্লাবনের পূর্বে, মোহ জাহাজে প্রবেশের পরে, ঈশ্বর তাহাকে ভিতরে বন্ধ করিলেন এবং অধার্মিক দিগকে বাহিরে বন্ধ করিলেন; কিন্তু সাতদিন ব্যাপীয়া লোকেরা তাহাদের নির্ধারিত ধ্বংশের কথা না জানিয়া তাহাদের অসতর্ক; আমোদপ্রিয় জীবন যাপন ও আসন্ন বিচারের/ দন্ডাজ্ঞার সতর্কবাণীর প্রতি উপহাস করিতে থাকিল । ত্রাণকর্তা বলেন, “তদ্রুপ মনুষ্যপুত্রের আগমন হইবে” [মথি ২৪:৩৯]। নিঃশ্বব্দে, অলক্ষ্যে মধ্যরাত্রির চোরের ন্যায় প্রত্যেক মনুষ্যের নিয়তি নির্ধারণে নির্ধারিত সময় ও অপরাধী মনুষ্যদের নিকট হইতে অনুগ্রহের অন্তিম প্রত্যাহার করিবার সময় আসিয়া পড়িবে । --LDEBeng 163.4

    যখন ব্যবসায়ীগণ লাভের আশায় ছুটিবে, স্ফুর্তি প্রিয়গণ সন্তোষ সাধনে মগ্ন থাকিবে, যখন ফ্যাসানকন্যা সাজগোজে ব্যস্ত ঠিক সেই সময় হয়ত সমগ্র পৃথিবীর বিচারপতি রায় ঘোষণা করিবেন; “আপনি তুলাতে পরিমিত হইয়া লঘুরূপে নির্ণীত হইয়াছেন” (দানিয়েল ৫:27) — GC490, 491 (1911).LDEBeng 163.5