Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    স্বর্গ হইতে অগ্নি

    আমরা অবশ্যই মনুষ্যদের দাবীতে বিশ্বাস করিব না। তাহারা খ্রীষ্টের ন্যায় রোগীদের সুস্থকরণ আশ্চর্য্য কার্য্যের দাবী করে। তাহাদের পশ্চাতে মহা প্রতারক দন্ডায়মান, সে মনুষ্যদের সাক্ষাতে স্বর্গ হইতে অগ্নি নামাইবে, ইহা কী বিস্ময়কর। -2SM 49(1887).LDEBeng 119.2

    দিয়াবলের মিথ্যা আশ্চর্য্য কার্য্য দ্বারা জগকে বন্দি করিবে এবং সে মনুষ্যদের সাক্ষাতে স্বর্গ হইতে অগ্নি নামাইবে। সে আশ্চর্য্য কার্য্য করিবে। এই চমকার আশ্চর্য্য কার্য্য করিবার শক্তি দ্বারা সে সমগ্র জগৎকে জয় করিয়া লইবে। —2SM 51 ( 1890)LDEBeng 119.3

    যদি সম্ভব হয় শয়তান এমনকি মনোনীত দিগকে ভুলাইতে আগমন করিবে। সে নিজেকে খ্রীষ্ট বলিয়া দাবী করিবে এবং সে মহা চিকিসা প্রচারকরূপে আসিবে। সে নিজেকে ঈশ্বর প্রমাণ করিবার নিমিত্ত মনুষ্যদের সাক্ষাতে স্বর্গ হইতে অগ্নি নামাইবে । -MM07, 88 (1903).LDEBeng 119.4

    বাক্যে ইহা ব্যক্ত করা হইয়াছে যে, যাহারা বিশ্বাস হইতে সরিয়া গিয়াছে শত্রু তাহার সেই সকল প্রতিনিধির মাধ্যমে কার্য্য করিবে এবং তাহারা দৃশ্যত আশ্চর্য্য কাৰ্য করিবে এমন কি মনুষ্যদের সাক্ষাতে স্বর্গ হইতে অগ্নি নামাইবে। — 2SM 54 (1907).LDEBeng 119.5

    “আর সে মহৎ মহৎ চিহ্ন-কার্য্য করে; এমন কি মনুষ্যদের সাক্ষাতে স্বর্গ হইতে পৃথিবীতে অগ্নি নামায় । এইরূপে সেই পশুর সাক্ষাতে যে সকল চিহ্ন-কার্য্য করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইয়াছে; তদ্দারা সে পৃথিবী নিবাসীদের ভ্রান্তি জন্মায় “(প্রকা ১৩: ১৩,১৪)। এই স্থানে কোন নিছক ভন্ডতাপসের প্রতারণার কথা বলা হয় নাই। শয়তানের প্রতিনিধিদের ভান করা কোন কার্য্য দ্বারা নহে কিন্তু তাহাদিগকে যে সকল চিহ্ন-কার্য্য করিবার শক্তি দত্ত হইয়াছে তদ্বারা মনুষ্যগণ প্রতারিত হইবে। -GC 553 (1911).LDEBeng 119.6