Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শয়তান সাধুগণের প্রার্থনার উত্তর দিবার ভান করে

    শয়তান দেখিতেছে যে সে তাহার মামলায় প্রায় হারিয়া যাইতেছে। সে সমগ্র পৃথিবীকে জয় করিতে পারে না। সে বিশ্বস্ত দিগকে পরাস্ত করিতে একটি শেষ প্রাণপণ চেষ্টা করিতেছে। সে খ্রীষ্টের বেশ ধারণ করিয়া ইহা করিতেছে। যোহনের দর্শনের বর্ণনানুযায়ী সে নিজেকে নিখুঁত ভাবে রাজকীয় বেশে ভূষিত করিল। তাহার ইহা করার ক্ষমতা রহিয়াছে। খ্রীষ্টীয়ান জগ যাহারা সত্যের প্রেম গ্রহণ না করিয়া অধার্মিকতায় (আজ্ঞা লংঘন) আমোদ করিয়াছে, সেই সকল প্রতারিত পশ্চাদগামীদিগের নিকট যেন খ্রীষ্ট দ্বিতীয়বার আসিতেছেন, এই রূপে আবির্ভূত হইবে।LDEBeng 117.1

    সে নিজেকে খ্রীষ্ট বলিয়া ঘোষণা দিবে এবং তাহাকে খ্রীষ্ট বলিয়া বিশ্বাস করাইবে, সুন্দর রাজ পোশাকে রাজা মৃদুস্বরে, মধুর ভাষায় যে গৌরব এখনও মনুষ্য চক্ষু দেখিবার অপেক্ষায় রহিয়াছে তাহা অপেক্ষাও অতুলনীয় তাহার রূপ। তখন তাহার প্রতারিত প্রবঞ্চিত পশ্চাদগামীগণ বিজয় ধ্বনি করিয়া বলিবে, খ্রীষ্ট দ্বিতীয়বার আসিয়াছেন । খ্রীষ্ট আসিয়াছেন। তিনি তাহার হস্ত বিস্তার করিয়াছিলেন যেমন তিনি এই পৃথিবীতে থাকিতে করিতেন ও আমাদের আশীর্ব্বাদ করিতেন।”LDEBeng 117.2

    সাধুগণ অবাক বিস্ময়ে চাহিয়া রহিল। তাহারাও কি প্রতারিত হইবে? তাহারা কি শয়তানকে পুজা করিবে? ঈশ্বরের দূতগণ তাহাদের চতুর্দিকে রহিয়াছেন। একটি স্পষ্ট, দৃঢ়, মধুর স্বর শোনা গেল। “উর্দ্ধদৃষ্টি কর।”LDEBeng 117.3

    প্রার্থনারতদিগের একটি মাত্র বিষয় ছিল তাহাদের আত্মার অন্তিম ও অনন্ত পরিত্রাণ। যাহারা শেষ পর্য্যন্ত সহ্য করিয়া থাকিবে তাহারা অনন্ত জীবন পাইবে এই বিষয়টি তাহাদের সম্মুখে অবিরত ছিল। আহা! তাহাদের বাসনা কতইনা একাগ্র ও ঐকান্তিক ছিল। বিচার ও অনন্তকাল দৃষ্টির মধ্যে ছিল। যে জ্বলন্ত সিংহাসনের সম্মুখে শুভ্র বস্ত্র পরিহিতেরা দন্ডায়মান হইবে, সেই সিংহাসনের দিকে বিশ্বাসে তাহাদের দৃষ্টি নিবদ্ধ ছিল । ইহা তাহাদিগকে পাপকে প্রশয় দান হইতে বিরত রাখিয়াছে।--LDEBeng 117.4

    আর একটি প্রচেষ্টা; অতঃপর শয়তানের শেষ কৌশল প্রয়োগ। সে, খ্রীষ্টকে আসিতে এবং খ্রীষ্টকে তাহাদের উদ্ধার করিতে এই অবিরাম চিৎকার ধ্বনি শ্রবণ করিতেছে। এই শেষ কৌশল হইল খ্রীষ্টের রূপ ধারণ এবং তাহাদিগকে বিশ্বাস করানো যে তাহাদের প্রার্থনার উত্তর প্রদত্ত হইয়াছে। —2MS 1.1884.LDEBeng 117.5