Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বরের বিচারের নিশ্চয়তা

    বর্তমানে ঈশ্বরের প্রেমকে এমন এক চরিত্রে প্রকাশ করা হয় যাহা তাঁহাকে পাপীকে ধ্বংস করিতে বারণ করে। মনুষ্যগণ তাহাদের নিম্নমানের অধিকার ও বিচার দ্বারা যুক্তি প্রদর্শন করে। “তুমি মনে করিয়াছ, আমি তোমারই মতন”(গীত৫০:২১)। তাহারা নিজেদিগকে দিয়া ঈশ্বর কে পরিমাপ করে। কোন পরিস্থিতিতে তাহারা কিরূপ আচরণ করিবে তদ্বারা তাহারা সিদ্ধান্ত করিয়া চিন্তা করে যে ঈশ্বরও তাহাদের ন্যায় তদুপ আচরণ করিবেন। --LDEBeng 170.7

    কোন রাজ্য বা কোন সরকার আইন অমান্য কারীগণকে শাস্তি দিবার নিমিত্ত, আইন অমান্যকারীগণকেই শাস্তি বিধান করিতে বলে না। আমাদের যাহা কিছু আছে, তাঁহার অনুগ্রহের যতকিছু উত্তম বস্তু আমরা অধিকার করিয়াছি, সকল বস্তুর নিমিত্ত আমরা ঈশ্বরের নিকট ঋনী । বিঘৎ দ্বারা যেরূপ আকাশ মন্ডল মাপা যায় না, সেইরূপ পাপের ইতর চরিত্রের দ্বারা এরূপ এক ঈশ্বরের পরিমাপ করা যায় না। ঈশ্বর যেমন একজন নৈতিক প্রশাসক তেমনি একজন পিতা। তিনি একজন ব্যবস্থাদাতা। তিনি তাঁহার ব্যবস্থা প্রণয়ন করেন ও নির্বাহ করেন। যে ব্যবস্থায় দন্ডাবিধান নাই তাহা নিস্ক্রিয় ।LDEBeng 171.1

    এই অজুহাত দেওয়া যাইতে পারে যে, যখন তাঁহারা স্বস্তিদান করিবার ক্ষমতা রহিয়াছে তখন একজন প্রেমময় পিতা তাঁহার সন্তান কে ঈশ্বরের দন্ড, অগ্নি দ্বারা যাতনা পাইতে দেখিতে পারে না। কিন্তু তাঁহার প্রজাগণের মঙ্গল নিরাপত্তা এবং আইন অমান্য কারীর শাস্তি বিধানের নিমিত্ত ঈশ্বর তাহা করিবেন। ঈশ্বর মনুষ্যের পরিকল্পনা অনুযায়ী কার্য্য করেন না। ঈশ্বর যে অসীম ন্যায় বিচার করিতে পারেন মানুষের তাহার সহমানবের প্রতি তাহা করিবার কোন অধিকার নাই। যে সকল উপহাস ও বিদ্রুপ কারীগণ নোহকে জ্বালাতন করিত তাহাদের একজনকে ডুবাইয়া মারিয়া সে ঈশ্বর কে অসন্তুস্ট করিতে পারিত। কিন্তু ঈশ্বর সমগ্র পৃথিবীকে ডুবাইয়া দিলেন। তাহার জামাতাগণের উপরে শাস্তি বিধান করিতে লোটের কোন অধিকার ছিল না, কিন্তু ঈশ্বর কঠোর ন্যায় বিচারের মাধ্যমে তাহা করিলেন ।LDEBeng 171.2

    কে বলে যে ঈশ্বর যাহা বলেন তিনি করিবেন তাহা তিনি করেন না? -12MR207-209; 10 MR265 (1876).LDEBeng 171.3