Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পঞ্চাশত্তমীর দিনের ন্যায়

    আমি গভীর আকাঙ্খা লইয়া সেই সময়ের অপেক্ষা করিতেছিলাম, যখন পঞ্চাশত্তমীর দিন অপেক্ষা আরও অধিক শক্তিতে সেই ঘটনা পুনর্ঘটিত হইবে, যোহন বলে”এই সকলের পরে আমি স্বর্গ হইতে আর এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তিনি মহা ক্ষমতাপন্ন এবং তাঁহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল ‘প্রিকা ১৮:১]। পরে পঞ্চাশত্তমীর দিনের ন্যায় প্রত্যেক লোক তাহার নিজের ভাষায় তাহাদের নিকটে সত্য বলিতে শুনিবে। —6BC 1055 (1886).LDEBeng 144.8

    রাত্রির দর্শনে, ঈশ্বরের লোকদের মধ্যে মহা সংস্কার আন্দোলনের দৃশ্য আমার সম্মুখ দিয়া চলিয়া গেল। অনেকে ঈশ্বরের প্রশংসা করিতে ছিল। অসুস্থেরা সুস্থ হইল, এবং অন্যান্য আশ্চর্য্য কাৰ্য্য সংঘটিত হইল। পঞ্চাশত্তমীর মহা দিনের পূর্বের ন্যায়; এক অনুযাচনার আত্মা দৃষ্ট হইল। —9T 126 (1909).LDEBeng 144.9

    সুসমাচারের মহা কার্য্য আরম্ভের সময় ঈশ্বরের শক্তি প্রদর্শিত হইয়াছিল, তাহা অপেক্ষা কম শক্তি দ্বারা ইহা সমাপ্ত হইবে না। সুসমাচার উদ্ধোধনের সময় অগ্রিম বর্ষার বর্ষণে যে সকল ভবিষ্যদ্বাণী পূর্ণ হইয়াছিল ইহার সমাপ্তির কালে শেষ বর্ষায় পুনরায় তাহা পূর্ণ হইবে । -----LDEBeng 145.1

    ঈশ্বরের দাসগণ আলোকিত মুখে, পবিত্র উৎসর্গীকরণে উদ্ভাসিত হইয়া স্থান হইতে স্থানান্তরে গিয়া স্বর্গীয় বার্তা ঘোষণা করিবে সমগ্র পৃথিবীতে, সহস্র সহস্র কণ্ঠে সতর্ক বানী দত্ত হইবে। আশ্চর্য্য কাৰ্য সংঘটিত হইবে, অসুস্থেরা সুস্থ হইবে। চিহ্ন সমূহ ও আশ্চর্য্য বিষয় সকল বিশ্বাসীগণের অনুগমন করিবে। - GC611, 612 (1911). LDEBeng 145.2