Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বর যখন তাঁহার সংরক্ষণ ব্যবস্থা তুলিয়া ফেলেন তখন দন্ডাজ্ঞা সমূহ আইসে

    আমাকে দেখান হইয়াছে যে ঈশ্বরের দন্ডাজ্ঞা সরাসরি সদাপ্রভূর নিকট হইতে তাহাদের উপরে আসিবে না, কিন্তু এই প্রকারে আসিবে: তাহারা নিজেদিগকে তাঁহার সংরক্ষণের বাহিরে নিজেদিগকে স্থাপন করে। তিনি তাহাদিগকে সতর্ক করেন, সংশোধন করেন, তিরস্কার করেন, এবং একমাত্র নিরাপদ পথ দেখাইয়া দেন; অত:পর, যাহারা তাহার বিশেষ যত্নের বস্তু তাহারা যদি নিজেদের ইচ্ছা মত বলে, ঈশ্বরের আত্মার নিয়ন্ত্রণ হইতে স্বাধীনভাবে চলে, বারংবার সতর্ক করিবার পর তাহারা যদি তাহাদের নিজ পথে চলিতে মনস্থ করে, তাহা হইলে, তাহাদের উপরে শয়তানের স্থিরিকৃত আক্রমণ বাধা দিতে ঈশ্বর তাঁহার দূতগণকে আদেশ দিবেন না। তাহার শিকার নিশ্চিত করনার্থে শয়তানের শক্তি জলে, স্থলে, দুর্যোগ, কষ্ট আনয়ন করে এবং লোকদিগকে ভাসাইয়া লইয়া যায়। - 14MR3 (1883).LDEBeng 171.4

    যাহারা তাহাদের নিজেদের ধ্বংসকর পথে চলিয়াছে এবং তদ্দারা ঈশ্বরের সত্যকে ভুল উপস্থাপন, ভুল ধারণা দান ও অবমাননা করিয়াছে তাহাদের শাস্তি দিবার নিমিত্ত ঈশ্বর তাঁহার শত্রুগণকে যন্ত্ররূপে ব্যবহার করিবেন। -PC 136 (1864) .LDEBeng 172.1

    ইতিমধ্যে ঈশ্বরের আত্মাকে, অপমানিত, প্রত্যাখ্যাত, কটূক্তি করা হইয়াছে; এবং পৃথিবী হইতে প্রত্যাহৃত হইতে যাইতেছেন। দ্রুত ঈশ্বরের আত্মা পৃথিবী হইতে লইয়া যাওয়া হইলেই শয়তানের নিষ্ঠুর কার্য্য জলে ও স্থলে সাধিত হইবে। - Ms 134, 1898.LDEBeng 172.2

    দুষ্টগণ তাহাদের পরিত্রাণের সুযোগের সীমা অতিক্রম করিয়াছে; ঈশ্বরের আত্মা, ক্রমাগত (নাছোড়বান্দা ভাবে) প্রতিরোধিত, অবশেষে প্রত্যাহৃত। ঐশ্বরিক অনুগ্রহের আশ্রয়ে না থাকায় দুষ্টগণ হইতে তাহাদের কোন নিরাপত্তা নাই । - GC 614 (1911). LDEBeng 172.3