Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বরের লোকেরা সকল শহর ছাড়িয়া পলায়ন করে; অনেকে কারারূদ্ধ

    আজ্ঞা পালনকারীগণের বিরূদ্ধে খ্রীষ্টিয়ান জগতের বিভিন্ন শাসকবর্গের আদেশ জারি হইলে সরকারী নিরাপত্তা প্রত্যাহৃত হইবে এবং যাহারা তাহাদিগকে ধ্বংস করিতে চাহে তাহাদের নিকট ছাড়িয়া দেওয়া হইবে। ঈশ্বরের লোকেরা শহর এবং গ্রামসমূহ ছাড়িয়া পলাইবে এবং দলে দলে সম্মিলিত হইয়া পরিত্যক্ত নির্জন স্থানে বাস করিবে। অনেকে পর্বতে গুহাসমূহে আশ্রয় লইবে।---সমস্ত জাতি এবং শ্রেণীর অনেককে, উচ্চ-নীচ, ধনী-দরিদ্র সাদা-কালো, ভীষণ অবিচার ও নিষ্ঠুর বন্দিত্বে নিক্ষিপ্ত হইবে ঈশ্বরের প্রিয়পাত্রেরা, শৃঙ্খলাবস্থায়, কারান্তরালে, মৃত্যুদন্ডাজ্ঞায়, কাহাকেও দুঃখজনক আন্ধকার গুহায় অনাহারে মৃত্যুর অপেক্ষায় ফেলিয়া রাখা হইবে। —GC 626 (1911)LDEBeng 183.3

    যদিও একটি সাধারণ অধ্যাদেশ আজ্ঞা পালনকারীদিগকে হত্যা করিবার সময় নির্ধারণ করিয়া দিয়াছে, তাহাদের শত্রু কোন কোন ক্ষেত্রে অধ্যাদেশের পূর্বাভাস পাইয়া সময় হইবার পূর্বে তাহাদের প্রাণ হনন করিবার চেষ্টা করিবে। কিন্তু প্রত্যেক বিশ্বস্ত ব্যক্তির নিকটে স্থাপিত শক্তিশালী রক্ষককে অতিক্রম করিয়া কেহই যাইতে পারিবে না । কেহ কেহ শহর হইতে গ্রামে যাইবার কালে আক্রান্ত হইবে; কিন্তু তাহাদের বিরূদ্ধে উদ্যত খড়গ খড়ের ন্যায় ভাঙ্গিয়া পতিত হইবে। অন্যেরা যোদ্ধা বেশী দূতগণ দ্বারা সুরক্ষিত হইবে। —GC 631 ( 1911).LDEBeng 183.4

    এই সময়ে ঈশ্বরের লোকেরা সকলে এক স্থানে থাকিবে না। তাহারা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দলে থাকিবে; এবং তাহারা এক একজন করিয়া পরীক্ষিত হইবে দলগতভাবে নহে। প্রত্যেককে নিজের নিমিত্ত পরীক্ষায় দাড়াইতে হইবে। — 4 BC 1143 (1908).LDEBeng 184.1

    যেন পৃথিবীতে আর কেহ নাই এরূপভাবে মন্ডলীর সদস্যদিগকে এক একজন করিয়া তাহাদের বিশ্বাসের পরীক্ষা করা হইবে। —7 BC 983 (1890).LDEBeng 184.2