Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সর্বনাশগ্রন্তদিগের আতঙ্ক

    পৃথিবী যখন মদ্যপের ন্যায় হেলিয়া দুলিয়া পড়িতেছে, যখন আকাশমন্ডল প্রকম্পিত এবং সদাপ্রভুর মহাদিন আসিয়া পড়িয়াছে, তখন কে দাঁড়াইতে পারিবে? কম্পিত যন্ত্রণায় তাহারা একটি বস্তু দেখিবে যাহা হইতে তাহারা পলাইতে বৃথা চেষ্টা করিবে। “দেখ, তিনি ‘মেঘ সহকারে আসিতেছেন,’ আর প্রত্যেক চুক্ষু তাঁহাকে দেখিবে “(প্রকা ১৪৭)। অমুক্তি প্রাপ্তরা বন্য অভিসম্পাতে তাহাদের দেবতা মূক প্রকৃতির নিকটে বলিতে লাগিল, “পর্বত ও শৈল সকল..........আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার সম্মুখ হইতে........... আমাদিগকে লুকাইয়া রাখ (প্রকা ৬:১৬)। -(TMK 356 (1896).LDEBeng 192.4

    ঈশ্বরের রব যখন তাঁহার লোকদের বন্দিত্ব মোচন করে তখন যাহারা মহা জীবনযুদ্ধে সর্বস্য হারাইয়াছে তাহাদের মধ্যে মহাজাগরণ সৃষ্টি হইল ।......জীবন ব্যাপী সঞ্চয় মহূর্তের মধ্যে ভাসিয়া গেল । ধনবানেরা তাহাদের ধ্বংসপ্রাপ্ত সুরম্য প্রাসাদ এবং ও বিক্ষিপ্ত স্বর্ণ রৌপ্যের নিমিত্ত শোক প্রকাশ করিল ........দুষ্টেরা ঈশ্বরকে এবং তাহাদের সহমানবদিগকে পাপপূর্ণ অবহেলা করিবার নিমিত্ত নহে, কিন্তু ঈশ্বর জয় করিয়াছেন, এই কারণে আফসোস করিতে লাগিল। তাহারা পরিণতির নিমিত্ত বিলাপ করিতে লাগিল, কিন্তু তাহারা তাহাদের দুষ্টতার নিমিত্ত অনুতাপ করে না। - GC 654 (1911). LDEBeng 193.1