Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ভূমিকা

    মিসেস ঈলেন জি. হোয়াইটের উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে Christ’s Object Lessons (COL) অন্যতম। উক্ত শিরোনামে ১৯২৩ সালে প্রমবারের মত এ-বইটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। বাংলাদেশ ইউনিয়ন মিশনের প্রকাশনা পরিচর্যা বিভাগ ২০১৪ সালে সিদ্ধান্ত নেয় এ-বইটি বাংলায় অনুবাদ করার জন্য; এবং পরবর্তি বছর, অর্থাৎ ২০১৫ সালে অনুবাদের কাজ শেষ হয়। সম্পাদক ম-লী এ-বইটির বাংলায় নামকরণ করেছেন “খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা” যেহেতু লেখিকা সবকয়টি অধ্যায়ে যীশু খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষামালার ওপর ভিত্তি করে, বিস্তারিতভাবে আলোকপাত ও ব্যাখ্যা করেছেন, যা বাইবেলের চারটি সুসমাচার পুস্তকে লিপিবদ্ধ আছে।COLBen 5.1

    বইটির বাংলা সংস্করণের ছাপার সব খরচাদির জন্য অনুদান দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একজন দাতা, এল্ডার কিয়ং শিন চো (Kyeong Shin Cho). এ-বছর থেকে শুরু করে তিনি আগামী কয়েক বছরে মিসেস হোয়াইটের আরও অনেকগুলো বই বাংলায় অনুবাদ ও ছাপার জন্য অর্থ যোগান দিবেন বলে অঙ্গিকার করেছেন। বাংলাদেশ ইউনিয়ন ও বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সমাজের পক্ষ থেকে আমি তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।COLBen 5.2

    বইটি বাংলায় অনুবাদ করেছেন মি. যোয়াস নিটোল বাড়ৈ। তিনি যথা সময়ে অনুবাদের কাজটি শেষ করতে সক্ষম হয়েছেন। তার জন্য আমি তাকে অভিনন্দন জানাই ও ধন্যবাদ জ্ঞাপন করি। এছাড়াও এ-বই তৈরীর পিছনে অনেক লোকের শ্রম দিতে হয়েছে, তাদের নাম বলা বাহুল্য। এ-কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত ছিলেন, এবং কঠোর শ্রম দিয়েছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সম্মানিত পাঠক, এ-বইটি পড়ে আপনি উপকৃত হবেন এবং আপনার জ্ঞান-ভাণ্ডার সমৃদ্ধিশালী করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।COLBen 5.3

    ধন্যবাদান্তে,
    বেনজামিন রাকসাম, পাব্লিশিং ডিরেক্টর
    বাংলাদেশ ইউয়িন মিশন, ঢাকা
    ২৬ সেপ্টেম্বর ২০১৬

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents