Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    হারানো রৌপ্য সিকি

    হারানো মেষের দৃষ্টান্ত বলার পর খ্রীষ্ট আরেকটি দৃষ্টান্তমূলক গল্প বললেন, “কোন স্ত্রীলোক, যাহার দশটি সিকি আছে, সে যদি একটি হারাইয়া ফেলে, তবে প্রদীপ জ্বালিয়া ঘর ঝাঁটি দিয়া যে পর্যন্ত তাহা না পায়, ভাল করিয়া খুঁজিয়া দেখে না?” COLBen 173.1

    প্রাচ্যে দরিদ্র লোকদের ঘরগুলো সাধারণত এক কক্ষ বিশিষ্ট হত। ঘরগুলো প্রায়ই জানালাবিহীন এবং অন্ধকারাচ্ছন্ন থাকত। কক্ষগুলো কদাচিৎ ঝাড়— দেয়া হত এবং একটি মুদ্রা মেঝেতে পড়ে গেলে অতি দ্রুত তা ধুলা এবং ময়লায় ঢাকা পড়ে যেত। এই কারণে মুদ্রাটি খুঁজে পাওয়ার জন্য কেবল রাতের বেলায় নয়, কিন্তু দিনেও প্রদীপ জ্বালাতে হত, এবং খুব ভালো করে ঝাড়— দিতে হত।COLBen 173.2

    স্ত্রীরা তাদের বিবাহের পণ হিসেবে বেশ কিছু মুদ্রা পেত, যা তারা অতি আদরের সম্পত্তি হিসেবে সাবধানে রক্ষা করত, যাতে পরে তার নিজ কন্যার কাছে সে তা হস্তান্তর করতে পারে। এই মুদ্রাগুলোর মধ্যে একটি মুদ্রা হারিয়ে গেলে তা অত্যন্ত দুঃখের বিষয় বলে মনে করা হত এবং এটি যদি পাওয়া যেত তাহলে তা মহা আনন্দের কারণ হত, যা তাৎক্ষণিক ভাবে প্রতিবেশী মহিলাদের কাছে জানানো হত। COLBen 173.3

    “আর পাইলে পর,” খ্রীষ্ট বললেন, “সে বন্ধু বান্ধব ও প্রতিবাসিনীগণকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ কর, কারণ আমি যে সিকিটি হারাইয়া ফেলিয়াছিলাম, তাহা পাইয়াছি। তদ্রুপ, আমি তোমাদিগকে বলিতেছি, এক জন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়।” COLBen 173.4

    এই দৃষ্টান্তটি পূর্বে বর্ণিত দৃষ্টান্তের মত। এতে ব্যাখ্যা করা হয়েছে যে, কোন কিছু হারিয়ে গেলে তা যথাযথ ভাবে অনুসন্ধান করলে আবার ফিরে পাওয়া যেতে পারে এবং এই ফিরে পাওয়া খুব আনন্দের বিষয় হবে। হারানো মেষ জানতো যে সে হারিয়ে গেছে। মেষ পালক ও মেষ পাল থেকে সে দূরে সরে গেছে এবং সে নিজে আর ফিরে আসতে পারবে না। এই দৃষ্টান্তটি তাদের সম্পর্কে বলা হয়েছে, যারা উপলব্ধি করে যে, তারা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও যে হতাশার ঘন অন্ধকারে নিমজ্জিত হয়েছে, এবং খুব অবমাননাকর এবং পীড়াদায়ক পরীক্ষার মধ্যে পড়েছে। হারানো মুদ্রা বা হারানো সিকি তাদের সম্পর্কে বলা হয়েছে, যারা অন্যায় ভাবে সীমা লঙ্ঘন করেছে এবং পাপ করেছে। কিন্তু তাদের নিজেদের অবস্থা সম্পর্কে কোন উপলব্ধি নেই। তারা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তারা মনে করে যে, তারা বিচ্ছিন্ন হয় নি। তাদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, কিন্তু তারা এই ব্যাপারে অচেতন এবং উদাসীন। এই দৃষ্টান্তমূলক গল্পের মধ্য দিয়ে খ্রীষ্ট শিক্ষা দিয়েছেন যে, যারা ঈশ্বরের দাবীর প্রতি উদাসীন তারাও তাঁর দয়াপূর্ণ ভালবাসা পেতে পারে। তাদের খোঁজা হবে যেন তারা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে। COLBen 173.5

    মেষটি পাল থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গিয়েছিল। এটি মরুভূমি কিংবা পাহাড়ের উপরে হারিয়ে গিয়েছিল। রূপার সিকিটি ঘরের মধ্যে হারিয়ে গিয়েছিল। এটি হাতের কাছেই ছিল। তবুও এই হারানো সিকিটি পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়েছিল। COLBen 174.1

    এই দৃষ্টান্ত মূলক গল্পে পরিবারের জন্য একটি শিক্ষা রয়েছে। পরিবারে এর সদস্যদের জীবন সম্পর্কে প্রায়ই অনেক বড় অসাবধানতা দেখা যায়। তাদের সদস্যদের মধ্যে কোন একজন হয়তো ঈশ্বরের সহভাগিতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বিপথে চলে গেছে। কিন্তু এর জন্য কত সামান্যই না দুশ্চিন্তা করা হয়, পাছে ঈশ্বরের দেয়া দানের ঐ একজনের সঙ্গে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়। COLBen 174.2

    -------------------------------

    “আমার প্রজারা হারান মেষ হইয়া পড়িয়াছে, তাহাদের পালকগণ তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে, নানা পর্বতে পথহারা করিয়া ফেলিয়াছে; উহারা পর্বত হইতে উপপর্বতে গমন করিয়াছে, আপনাদের শয়নস্থান ভুলিয়া গিয়াছে।” যিরমিয় ৫০:৬। “আমি হারানো মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছি; নিজ দাসের অন্বেষণ কর; কেননা আমি তোমার আজ্ঞাকলাপ ভুলিয়া যাই নাই।” গীতসংহিতা ১১৯:১৭৬।

    সিকিটি যদিও ধুলা ও ময়লার মধ্যে পড়ে ছিল, তবুও সেটি তখনও একটি রূপার সিকিই ছিল। এর মালিক সিকিটি খুঁজছিল কারণ এটির মূল্য ছিল। একই ভাবে প্রত্যেকটি প্রাণ পাপের মধ্যে যতই নিমজ্জিত হোক না কেন, ঈশ্বরের দৃষ্টিতে সে মূল্যবান হিসেবে গণ্য। এই সিকিতে রাজার ছবি খোদাই করা থাকার কারণে এটি রাজার প্রতিমূর্তি এবং ক্ষমতা বহন করছিল। একই ভাবে ঈশ্বর মানুষ সৃষ্টির মধ্য দিয়ে তার মাঝে ঈশ্বর তাঁর নিজের সদৃশ ও প্রতিমূর্তি স্থাপন করেছেন। আর যদিও এখন পাপের প্রভাবের মধ্য দিয়ে অকার্যকর এবং অনুজ্জ্বল অবস্থায় রয়েছে, তবুও প্রত্যেক মানুষের উপর ঈশ্বরের প্রতিমূর্তির ছাপ থেকে যায়। ঈশ্বর সেই প্রাণগুলো ফিরে পেতে চান এবং তাদের উপর নিজ ধার্মিকতা ও পবিত্রতার প্রতিমূর্তি ফিরিয়ে আনতে চান। COLBen 175.1

    দৃষ্টান্ত মূলক গল্পের মধ্যে দেখতে পাওয়া যায় যে, স্ত্রী লোকটি তার হারিয়ে যাওয়া সিকিটি খোঁজার জন্য অনেক পরিশ্রম করেছিল। সে প্রদীপ জ্বালিয়েছিল এবং ঘর ঝাড়— দিয়েছিল। সিকিটি খোঁজার জন্য ঘরের যে জিনিস বাধা হয়ে দাঁড়িয়েছিল, সব কিছুই সে সরিয়ে ফেলেছিল। যদিও একটি মাত্র সিকি হারিয়ে গিয়েছিল, তবুও তা না পাওয়া পর্যন্ত খোঁজ করা থেকে সে বিরত হয় নি । একই ভাবে যদি পরিবারের কোন সদস্য হারিয়ে যায় তাহলে ঈশ্বর তাকে খুঁজে পাওয়ার জন্য যত রকম উপায় আছে, সবই ব্যবহার করেন। সর্বোপরি অন্যদের পরিশ্রমী হতে হবে এবং সতর্কতার সাথে নিজেকে পরীক্ষা করে দেখতে হবে। অভ্যস্ত জীবন ভাল করে অনুসন্ধান করে দেখা প্রয়োজন। দেখতে হবে সেখানে কোন ভুল আছে কি না, পরিচালনায় কোন অন্যায় আছে কি না, যার দ্বারা ঐ মানুষটির অনুতাপ শূন্যতাকে নিশ্চিত করে। COLBen 175.2

    যদি পরিবারের মধ্যে একজন সন্তান তার পাপপূর্ণ অবস্থার মধ্যে অচেতন থাকে, তাহলে পিতামাতার নিশ্চিন্তে থাকা উচিত নয়। তাদের প্রদীপ জ্বালতে হবে। ঈশ্বরের বাক্য অনুসন্ধান করতে হবে, এবং এর আলোর দ্বারা বাড়ির সমস্ত কিছু পরিশ্রম ও অধ্যবসায়ের সঙ্গে পরীক্ষা করে দেখতে হবে, দেখতে হবে কেন তাদের সন্তান হারিয়ে গেছে। পিতা মাতাকে তাদের নিজ হৃদয় অন্বেষণ করে দেখতে হবে। তাদের অভ্যাস এবং নিত্য দিনকার কাজগুলো পরীক্ষা করে দেখতে হবে। সন্তানেরা সদাপ্রভু ঈশ্বরের সম্পত্তি এবং তাঁর সম্পদ ও সম্পত্তি আমাদের পরিচালনার জন্য তাঁর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। COLBen 175.3

    বাবা এবং মায়েদের মধ্যে অনেকেই আছে যারা দীর্ঘ সময় বিদেশী কোন মিশনের পক্ষে কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই ঘরের বাইরে খ্রীষ্টিয় কাজে খুব তৎপর রয়েছে। অথচ দেখা যায় যে, তার নিজের সন্তান ত্রাণকর্তা ও তাঁর প্রেমের সঙ্গে অপরিচিত। খ্রীষ্টের জন্য তাদের সন্তানদের আত্মা জয়ের কাজটি অনেক পিতা মাতা মণ্ডলীর পালক কিংবা শাব্বাথ স্কুলের শিক্ষক শিক্ষিকার উপরে ন্যাস্ত করেন। কিন্তু এই কাজের ফলে তারা ঈশ্বরের দেয়া তাদের নিজেদের দায়কে অবহেলা ও উপেক্ষা করে। প্রকৃত খ্রীষ্টান হওয়ার জন্য তাদের সন্তানদের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে পিতা মাতা ঈশ্বরের কাছে প্রতিদান দিতে পারে। COLBen 176.1

    এটি এমন একটি কাজ যা ধৈর্যশীল পরিশ্রম দাবি করে, জীবনব্যাপী অধ্যবসায়, এবং রক্ষা করার প্রচেষ্টাকেও দাবি করে। এই দায়িত্বে অবহেলা কিংবা উপেক্ষা করার মাধ্যমে আমরা নিজেদের অবিশ্বস্ত ধনাধ্যক্ষ হিসেবে প্রমাণ করব। এই অবহেলার জন্য কোন প্রকার অজুহাত ঈশ্বরের কাছে গ্রাহ্য হবে না।COLBen 176.2

    কিন্তু যারা অবহেলার জন্য দোষী তাদের হতাশ হওয়ার কোন কারণ নেই। স্ত্রীলোকটি, যার সিকি হারিয়ে গিয়েছিল, সে সেটি না পাওয়া পর্যন্ত খুঁজেছিল। ঠিক সেই ভাবে ভালবাসায়, বিশ্বাসে, ও প্রার্থনায় পিতা মাতাকে তাদের পারিবারিক দায়িত্ব পালন করে যেতে হবে, যে পর্যন্ত তারা ঈশ্বরের কাছে এসে বলতে পারে, “এই দেখ, আমি ও সেই সন্তানগণ, যাহাদিগকে সদাপ্রভু আমাকে দিয়াছেন।” যিশাইয় ৮:১৮। COLBen 176.3

    -------------------------------

    “কিন্তু যীশু তাহাদিগকে নিকটে ডাকিলেন, বলিলেন, শিশুগণকে আমার নিকটে আসিতে দেও, উহাদিগকে বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মত লোকদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে কেহ শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোন মতে তাহাতে প্রবেশ করিতে পারিবে না।” লূক ১৮:১৬, ১৭।

    এটি হল প্রকৃত গৃহ প্রচারের কাজ, এবং এটি যারা করে তাদের জন্য যেমন উপকারী, তেমনি যাদের জন্য এই কাজ করা হয় তাদেরও উপকার হয়। গৃহের পরিমণ্ডলের জন্য আমাদের বিশ্বস্ত আগ্রহের দ্বারা আমরা প্রভুর পরিবারের সদস্যদের জন্য কাজ করতে নিজেদের যোগ্য করতে সক্ষম হব, যারা খ্রীষ্টের অনুগত, তাদের সঙ্গে ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে বাস করতে পারব। খ্রীষ্টেতে আমাদের ভাইদের ও বোনদের প্রতি একই রকম আগ্রহ ও মনোভাব দেখাতে হবে যাতে আমাদের নিজেদের পরিবারের একজনের মত তারাও আমাদের আপনজন হতে পারে। COLBen 177.1

    ঈশ্বর পরিকল্পনা করেছেন যেন অন্যদের যারা এখনো সুসমাচার পায়নি তাদের অব্যাহত সাহায্য করার জন্য সব কিছুতে আমরা উপযুক্ত হই। আমাদের সহানুভূতি প্রসারিত হলে এবং আমাদের ভালবাসা বৃদ্ধি পেলে আমরা সর্বত্র করবার জন্য কাজ খুঁজে পাব। ঈশ্বরের বৃহৎ মানব পরিবার এই পৃথিবীকে বেষ্টন করে রেখেছে, এর একজন সদস্যও যেন অবহেলার জন্য উপেক্ষিত না হয়। COLBen 177.2

    আমরা যেখানেই থাকব, সেখানেই রূপার সিকি আমাদের অনুসন্ধানের জন্য অপেক্ষায় থাকবে। আমরা কি এই হারিয়ে যাওয়া সিকি খুজছি? দিনের পর দিন আমাদের সঙ্গে এমন সব লোকদের সাক্ষাৎ ঘটে যাদের ধর্মীয় বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। আমরা তাদের সঙ্গে কথা বলি, তাদের সাথে সাক্ষাৎ করি। তাদের আত্মিক মঙ্গলের জন্য কি আমরা কখনো আগ্রহ দেখাই? আমরা কি খ্রীষ্টকে তাদের কাছে পাপ ক্ষমাকারী মুক্তিদাতা রূপে তুলে ধরি? খ্রীষ্টের ভালবাসা দিয়ে আমাদের হৃদয়ের উষ্ণতায় কি আমরা তাদের কাছে তাঁর অনুপম ভালবাসার কথা বলেছি? যদি আমরা তা না করি তাহলে যখন আমরা ঈশ্বরের সিংহাসনের সামনে তাদের সঙ্গে দাঁড়াব, তখন আমরা কি করে ঐ সকল হারিয়ে যাওয়া - চিরকালের জন্য হারিয়ে যাওয়া প্রাণগুলোর সম্মুখীন হব? COLBen 177.3

    একটি প্রাণের মূল্য কে নিরূপণ করতে পারে? আপনি কি এর মূল্য জানেন? তাহলে গেৎশিমানী বাগানে যান, সেখানে খুব ভাল করে লক্ষ করুন, যখন খ্রীষ্ট তীব্র মানসিক ও দৈহিক যন্ত্রণার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন, তখন কীভাবে তাঁর ঘাম রক্তে ঘনীভূত হয়ে বড় বড় ফোঁটায় ঝরে পড়ছিল। ক্রুশের উপরে মুক্তিদাতার দিকে তাকিয়ে দেখুন। হতাশার সেই চিৎকার শুনুন: “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?” মার্ক ১৫:৩৪। তাঁর ক্ষত বিক্ষত মাথার দিকে তাকান, বর্শা দ্বারা বিদ্ধ কুক্ষিদেশের দিকে দেখুন, ক্ষত হওয়া পা দুটো ভালো করে দেখুন। মনে রাখুন, খ্রীষ্ট এই সমস্ত কষ্ট আর এই যন্ত্রণা বহন করেছেন। আমাদের পাপের জন্য স্বয়ং স্বর্গ যাতনা ভোগ করেছে। ক্রুশের পাদদেশে এসে স্মরণ করতে হবে যে, একজন পাপীর জন্যও তিনি নিজের জীবন উৎসর্গ করতে পারেন। আপনি এখন একটি প্রাণের মূল্য নিরূপণ করতে পারবেন। COLBen 177.4

    যদি আপনি খ্রীষ্টের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি তাঁর মত মানুষের খুব কাছাকাছি যেতে পারবেন। খ্রীষ্ট যে গভীর ভালবাসা আপনার জন্য অনুভব করেন, সেই একই ভালবাসা আপনি অন্যদের জন্য অনুভব করতে পারবেন। তখন আপনি তাদের সহজে জয় করতে পারবেন। তাদের তাড়িয়ে দেবেন না, তাদের আকর্ষণ করবে না, তিরস্কার করবেন না কিংবা অবজ্ঞা করবেন না, যাদের জন্য খ্রীষ্ট নিজ জীবন উৎসর্গ করেছেন। কাউকে ঈশ্বরের কাছে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হত না, যদি খ্রীষ্ট তাদের জন্য ব্যক্তিগত ভাবে প্রচেষ্টা না করতেন; এটি হল ব্যক্তিগত কাজ, যার মাধ্যমে আপনি মানুষকে রক্ষা করতে সক্ষম হবেন। যখন আপনি দেখতে পাবেন, কেউ মৃত্যু পথযাত্রী, তখন আপনি উদাসীন এবং উদ্বেগহীন ভাবে শান্ত হয়ে বসে থাকতে পারেন না। তাদের পাপ যত বেশি এবং তাদের দুঃখ ও যন্ত্রণা যত গভীর হবে, তাদের উদ্ধার করার জন্য আপনাকে তার চেয়েও বেশি আন্তরিকতা ও দয়ার মনোভাব নিয়ে চেষ্টা করতে হবে। যারা দুঃখভোগ করছে, যারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছে, যারা অপরাধের বোঝা বহন করতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়েছে, তাদের প্রকৃত অবস্থা, এবং তাদের প্রয়োজন আপনাকে সুস্পষ্ট ভাবে উপলব্ধি করতে হবে। আপনার হৃদয় থেকে যেন তাদের জন্য সহানুভূতির মনোভাব প্রকাশিত হয় এবং আপনি তাদের কাছে যান, তাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার বিশ্বাস এবং ভালবাসার দুই বাহুর মধ্যে রেখে তাদের খ্রীষ্টের কাছে নিয়ে আসুন। আপনি তাদের উপর লক্ষ রাখুন এবং তাদের উৎসাহ ও সাহস প্রদান করুন। আপনার সহানুভূতি এবং আপনার আত্মবিশ্বাস তাদের দৃঢ় সঙ্কল্প থেকে নিজেদের বিচ্যুত করতে তাদের জন্য কঠিন হবে। COLBen 178.1

    এই কাজে স্বর্গের সমস্ত দূতগণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। যারা হারানো আত্মাকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে স্বর্গের সমস্ত সম্পদ দিয়ে তাদের সাহায্য করা হবে, যেন তারা এই কাজে সফল হয়। যারা অসতর্ক, উদাসীন, এবং যারা অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ, তাদের লাভ করার জন্য স্বর্গদূতগণ আপনাকে সাহায্য করবেন। আর যখন কেউ ঈশ্বরের কাছে ফিরে আসে, তখন স্বর্গে আনন্দ নয়। সরাফ ও করূবগণ তাদের স্বর্ণময় বীণা বাজিয়ে মানব সন্তানদের প্রতি ঈশ্বর ও মেষশাবকের দয়া এবং সদয় বিবেচনার জন্য তাঁদের গৌরব ও প্রশংসা করে গান গাইতে থাকে।COLBen 179.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents