Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
সুষম শিক্ষা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সততাপরায়ণ ব্যবসায়িক সম্পর্ক

    “সদাপ্রভু সিদ্ধদের দিন সকল জানান, তাহাদের অধিকার চিরকাল থাকিবে। তাহারা রিপদকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হইবে।” গীতসংহিতা ৩৭:১৮,১১৯।EdBen 129.1

    “যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে, এবং হৃদয়ে সত্য কহে। দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না,” “যে উপদ্রপজাত লাভ ঘৃণা করে, যে উৎকোচের স্পর্শ হইতে হস্ত ঝাড়িয়া ফেলে...দুষ্কর্মের দর্শন হইতে . চক্ষু মুত্রত করে; সেই ব্যক্তি উচ্চস্থানে বাস করিবে... তাহাকে ভক্ষ্য দেওয়া যাইবে, সে নিশ্চয়ই জল পাইবে। তােমার নয়নযুগল স্বীয় সৌন্দর্যবিশিষ্ট রাজাকে দর্শন করিবে, দূরব্যাপী দেশ দেখিবে।” গীতসংহিতা ২৫:২-৪; যিশাইয় ৩৩:১৫-১৭।EdBen 129.2

    ঈশ্বর তাঁর বাক্যের মধ্যে একজন ঐশ্বর্যশালী ব্যক্তির চিত্র প্রদান করেছেন- যে ব্যক্তি প্রকৃত পক্ষেই জীবনে সফল হয়েছিলেন, সে ব্যক্তিকে স্বর্গ ও পৃথিবী সমাদর করেছিল। ইয়ােব তার নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন :EdBen 129.3

    “আমি উত্তম অবস্থায় ছিলাম,
    ঈশ্বরের গৃঢ় মন্ত্রণা আমার আম্মুর উপরে থাকিত;
    তখন সর্বশক্তিমান আমার সহায় ছিলেন,
    আমার সন্তানগণ আমার চারিদিকে ছিল।...
    আমি নগরের দিকে গিয়া পুরদ্বারে উঠিতাম,
    চকে আমার অসন প্রস্তুত করিতাম,
    যুবকগণ আমাকে দেখিয়া লুকাইত,
    বৃদ্ধেরা উঠিয়া দাঁড়াইতেন;
    অধ্যক্ষগণ বাক্য কথন হইতে নিবৃত্ত হইতেন,
    আপন আপন মুখে হাত দিয়া থাকিতেন;
    বড় লোকেরা অবাক হইয়া থাকিতেন।...
    “আমার কথা শুনিলে কর্ণ মম সাধুবাদ করিত,
    আমাকে দেখিলে চক্ষু মম পক্ষে সাক্ষ্য দিতে।
    কারণ আমি আর্তনাদকারী দুঃখীকে, এবং পিতৃহীন ও অসহায়কে উদ্ধার করিতাম ।
    “নষ্ট কল্পের আশীর্বাদ আমার উপরে বৰ্তিত;
    আমি বিধবার চিত্তকে আনন্দগন করাইতাম।
    আমি ধার্মিকতা পরিতাম, আর তাহা আমাকে পরিত;
    আমার ন্যায়বত্তা পরিচ্ছদ ও উষ্ণীষস্বরূপ ছিল ।
    আমি অন্ধের চক্ষু ছিলাম, আমি খঞ্জের চরণ ছিলাম ।
    আমি দরিদ্রগণের পিতা ছিলাম,
    যাহাকে না জানিতাম, তাহারও বিচারের তদন্ত করিতাম।”...
    “বিদেশী পথে রাত্রি যাপন করিত না,
    পথিকদের জন্য আমি দ্বার খুলিয়া রাখিতাম।”
    “লােকে আমারই বাক্য শুনিত, প্রতীক্ষা করিত,...
    তাহারা আমার মুখের দীপ্তি নিস্তেজ করিত না।
    আমি তাহাদের পথ মনােনীত করিতাম,
    ও প্রধানদের ন্যায় বসিতাম, সৈন্যদল মধ্যে যেমন রাজা,
    তেমনি থাকিতাম, শােকার্তদের সান্তনাকারীর ন্যায় থাকিতাম।”
    EdBen 129.4

    ইয়ােব ২৯:৪-১৬; ৩১:৩২; ২৯:২১-২৫।

    “সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনােদুঃখ দেন না।” হিতােপদেশ ১০:২২ । প্রজ্ঞা ঘােষণা করিতেছে: “আমার কাছে রহিয়াছে ঐশ্বৰ্য্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্মিকতা।” হিতােপদেশ ৮:১৮ . .EdBen 130.1

    বাইবেল, ঈশ্বও, এবং একে অন্যের সঙ্গে আমাদের আচরণ এবং লেনদেন এ ন্যায্য নীতিমালা থেকে বিপথে যাওয়ার পরিণতি দেখিয়ে দেয়। যাদের কাছে তাঁর বর সমূহ গচ্ছিত রাখা হয়েছে, কিন্তু তাঁর দাবি দাওয়ার প্রতি উদাসীন, তাদেরকে ঈশ্বর বলেন:EdBen 130.2

    “তােমরা আপন আপন পথ আলােচনা কর। তােমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ, আহার করিয়াও তৃপ্ত হইতেছ না, পান করিয়াও আপ্যায়িত হইতেছ না, পরিচ্ছদ পরিয়াও উষ্ণ হইতেছ না, এবং বেতন জীবি লােক ঘেঁড়া থলিতে বেতন রাখে..। তােমরা বাহুল্যের অপেক্ষা করিয়াছিলে, আর দেখ অল্প পাইলে, এবং যাহা গৃহে আনিয়াছিলে তাহার উপরে আমি ফু দিলাম।” “সেই সকল দিনে তােমাদের মধ্যে কেহ বিংশতি কাঠা শস্য-রাশির নিকটে আসিলে কেবল দশ কাঠা হইত, এবং দ্রাক্ষাকুণ্ড হইতে পঞ্চাশ পূরা পরিমাণ দ্রাক্ষারস লইতে আসিলে কেবল বিংশতি পূরা হইত।” “বাহিনীগণের সদাপ্রভু কহেন, ইহার কারণ কি? কারণ এই যে, আমার গৃহ উৎসন্ন রহিয়াছে।” “মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তােমরা ত আমাকে ঠকাইয়া থাক। কিন্তু তােমরা বলিতেছ, কিসে তােমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহারে।” “এই জন্য তােমাদেরই কারণ আকাশ রুদ্ধ হইয়াছে, শিশির বর্ষায় না, ও ভূমি রুদ্ধ হইয়াছে, ফল দেয় না।” হয় ৫-৯; ২:১৬; মালাখি ৩:৮; হগয় ১:১০।EdBen 130.3

    “তােমরা দীনহীন লােককে পদতলে দলিতেছ,... তােমরা ক্ষোদিত প্রস্তরের গৃহ নির্মাণ করিয়াছ বটে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; তােমরা রম্য দ্রাক্ষাক্ষেত্র রােপণ করিয়াছ বটে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না।” “যে কোন কাৰ্য্যে তুমি হস্তক্ষেপ কর, সেই কাৰ্য্যে সদাপ্রভু তােমার উপরে অভিশাপ, উদ্বেগ ও ভৎসনা প্রেরণ করিবেন। “তােমার পুত্রকন্যাগণ অন্য জাতিকে দত্ত হইবে, ও সমস্ত দিন তাহাদের অপেক্ষায় চাহিতে চাহিতে তােমরা চক্ষু ক্ষীণ হইবে, এবং তােমার হস্তের কোন শক্তি থাকিবে না।” আমােষ ৫:১১; দ্বিতীয় বিবরণ ২৮:২০,৩২।EdBen 131.1

    “যে অন্যায়ে ধন সঞ্চয় করে, সেই ধন অর্ধ বয়সে তাহাকে ছাড়িয়া যাইবে, এবং শেষকালে সে মূঢ় হইয়া পড়িবে।” যিরমিয় ১৭:১১।EdBen 131.2

    প্রতিটি কাজের হিসাব, প্রতিটি সম্পাদিত কাজের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তাঁর অদৃশ্য হিসাব- পরীক্ষক পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা প্রদান করবেন যিনি কখনও অন্যায়ের সঙ্গে আপােস করেন না, কখনাে মন্দতা উপেক্ষা করেন , কখনাে অন্যায় ক্ষমা করেন না।EdBen 131.3

    “তুমি দেশে দরিদ্রের পীড়ন, কিম্বা বিচারের ও ধার্মিকতার খণ্ডন দেখিলে সেই ব্যাপারে চমকৃত হইও না: কেননা উচ্চপদান্বিত লােক অপেক্ষা উচচতর পদান্বিত এক রক্ষক আছেন।” “এমন অন্ধকার কি মৃত্যুচ্ছায়া নাই, যেখানে অধর্মাচরীগণ লুকাইতে পারে।” উপদেশক ৫:৮; ইয়ােব ৩৪:২২।EdBen 131.4

    “তাহারা আকাশে মুখ রাখিয়াছে।... আর তাহারা বলে, ঈশ্বর কি রূপে জানিবেন? পরাৎপরের কি জ্ঞান আছে?” ঈশ্বর বলেন, “তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রহিয়াছি; তুমি মনে করিয়াহু, আমি তােমারই মতন; আমি তােমাকে ভৎসনা করিব, ও তােমার সাক্ষাতে সমন্তের বিন্যাস করিব।” গীতসংহিতা ৭৩:৯-১১; ৫০:২১ ।EdBen 131.5

    “পরে আমি আবার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, একটি জড়ান পত্র উড়িতেছে।...উহা সমস্ত দেশের উপরে নির্গত অভিশাপ; বস্তুতঃ যে কেহ চুরি করে, সে উহার এক পৃষ্ঠের বিধান অনুসারে উচিছন্ন হইবে, এবং যে কেহ শপথ করে, সে উহার অন্য পৃষ্ঠের বিধান অনুসারে। উচ্ছিন্ন হইবে। বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি উহাকে বাহির করিয়া আনিব, উহা চোরের বাটিতে ও আমার নামে মিথ্যা শপথকারীর বাটীতে প্রবেশ করিবে, এবং তাহার বাটার মধ্যে অবস্থিতি করিয়া কাষ্ঠ ও প্রস্তরশুদ্ধ বাটী বিনাশ করিবে।” সখরিয় ৫:১-৪।EdBen 132.1

    প্রত্যেক দুষ্কর্মকারীর বিরুদ্ধে ঈশ্বরের ব্যবস্থা দণ্ডাজ্ঞা ঘােষণা করে। সে ঐ স্বর তুচ্ছ করতে পারে, সে সতর্ক বাণী লােপ করার চেষ্টা করতে পারে, কিন্তু তা নিষ্ফল চেষ্টা মাত্র। তা তার অনুগামী হয়। তা নিজেই কঠিন অবস্থার সৃষ্টি করে। তা তার শান্তি নষ্ট করে। যদি লক্ষ্য না দেওয়া হয়, তবে তা তাকে কবরের দিকে পরিচালিত করে। বিচারে তা তার বিরুদ্ধে সাক্ষ্য বহন করে। এক অনির্বাণ আগুন, অবেশেষে আত্মা এবং দেহ পুড়িয়ে দেয়।EdBen 132.2

    “বস্তুতঃ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খােয়ায়, তবে তাহার কি লাভ হইবে? কিম্বা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারিবে?” মার্ক ৮:৩৬,৩৭ ।EdBen 132.3

    এই একটা প্রশ্ন যা প্রত্যেক পিতা-মাতা, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, প্রত্যেক ছাত্র-ছাত্রী প্রতিটা মানব সত্তা যুবক কিম্বা বৃদ্ধ প্রত্যেককে বিবেচনা করতে হবে। কেবল ইহ জীবনের গুটিকয়েক বছরের কর্মপ্রচেষ্টা এবং সীমাহীন ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণে ব্যর্থতা, কোন ব্যবসা কিম্বা জীবনের কোন পরিকল্পনাকে সু-প্রতিষ্ঠিত এবং সুসম্পন্ন করতে সাহায্য করে না । যুবক-যুবতিদের তাদের অনন্তকালের বিষয়টা চিন্তা করতে শিক্ষা করতে হবে। তাদের এমন নীতিমালা শিখতে হবে এবং এমন বিষয় সম্পত্তির অন্বেষণ করতে হবে, যা দীর্ঘস্থায়ি- তারা স্বর্গে অক্ষয় ধন সঞ্চয় করবে। “যেখানে চোর নিকটে আইসে না, কীটেও ক্ষয় করে না।” “তাহাদিগকে অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করিতে হইবে, যেন উহা শেষ হইলে তাহারা” আমাদিগকে “অনন্ত আবাসে গ্রহণ করে। লুক ১২:৩৩; ১৬:৯।EdBen 132.4

    যারা এই সকল করে তারা ইহজগতে জীবনের জন্য সম্ভাব্য সব চেয়ে ভালাে প্রস্তুতি নিয়েছে। পার্থিব জীবন সমৃদ্ধ এবং অভিজাত শ্রেণীতে উন্নতি না করে কেউই স্বর্গে ধন সঞ্চয় করতে পারে না।EdBen 133.1

    “ভক্তি সর্ব বিষয়ে সুফল দায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিভাযুক্ত।” ১ তীমথিয় ৪:৮ ।EdBen 133.2