Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
সুষম শিক্ষা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ইয়ােবের পরীক্ষা

    যারা ঈশ্বরকে প্রেম করে, যারা “তাহার সঙ্কল্প অনুসারে আহূত” (রােমীয় ৮: ২৮), তাদের জন্য বাইবেলের জীবন বৃত্তান্তে দুঃখভােগের পরিচর্যা কাজের উচ্চতর শিক্ষা রয়েছে। “তােমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভুর কহেন, আর আমিই ঈশ্বর” (যিশাইয় ৪৩:১২) এই সাক্ষ্য দেয় যে, তিনি উত্তম, আর উত্তমতাই সর্বোক্তৃষ্ট। “আমরা জগতের ও দূতগণের ও মনুষ্যেদের কৌতুকাস্পদ হইয়াছি।” ১ করিস্থীয় ৪:৯।EdBen 142.2

    নিঃস্বার্থপরতা ঈশ্বরের রাজ্যের নীতি, আর এই নীতি শয়তান প্রবল ঘৃণা করে; আর এই অস্তিত্বটাকে যেন অস্বীকার করে। মহা সংঘর্ষের সূচনাতেই সে ঈশ্বরের কাজের নীতিকে স্বার্থপর প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করে এসেছে; এবং সে, যারা ঈশ্বরের সেবা করে তাদের সঙ্গেও তেমন আচরণ করে। খ্রীষ্ট এবং যারা তার নাম ধারণ করে তাদের সকলের কাজ শয়তানের এই দাবী অসত্য প্রমাণ করা।EdBen 142.3

    যীশু মানুষের বেশ ধরে এই পৃথিবীতে এসেছিলেন, তা তার নিজের জীবন দ্বারা নিঃস্বার্থপরতার একটি দৃষ্টান্ত স্থাপন করে। আর যারা এই নীতি গ্রহণ করে, তারা তার সহকর্মী হবে এবং বাস্তব জীবনে তা তুলে ধরবে। বিষয়টি সঠিক, তাই সঠিক বলেই মনােনয়ন করব; দুঃখভােগ এবং ত্যাগ স্বীকারের বিনিময়ে সত্যের পক্ষে স্থির থাকব “সদাপ্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন।” যিশাইয় ৫৪:১৭।EdBen 142.4

    বিশ্বের ইতিহাসের একেবারে গােড়া পত্তনে একজন ব্যক্তির জীবন-বৃত্তান্ত প্রদান করা হয়েছে, যার উপর শয়তানের এই সংঘর্ষ চালানাে হয়েছিল।EdBen 142.5

    উষ দেশের পিতৃকুলপতি, ইয়ােব হৃদয় অথেষণকারীর বিষয় সাক্ষ্য - ছিল, “কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্ৰিয়াত্যাগী লােক পৃথিবীতে কেউ নেই।”EdBen 143.1

    এই লােকটির বিরুদ্ধে শয়তান ঘৃণাপূর্ণ দোষারােপ এনেছিল: “ইয়ােব কি বিনা লাভে ঈশ্বরকে ভয় করে? তুমি তাহার চারিদিকে, তাহার বাটীর চারিদিকে ও তাহার সর্বশ্বের চারিদিকে কি বেড়া দেও নাই? তুমি তাহার হস্তের কার্য আশীর্বাদ যুক্ত করিয়াছ, এবং তাহার পশুধন দেশময়। ব্যাপিয়াছে। কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ কর, তবে সে অবশ্য তােমার সম্মুখেই তােমাকে জলাঞ্জলি দিবে।”EdBen 143.2

    সদাপ্রভু শয়তানকে কহিলেন, “দেখ, তাহার সর্বস্বই তােমার হস্তগত; তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না।”EdBen 143.3

    এভাবে অনুমতি পেয়ে শয়তার ইয়ােবের সব কিছু ভাসিয়ে নিয়ে গেল: গরু, মেষ, দাস-দাসী, ছেলে-মেয়ে; এবং সে “ইয়ােবের আপাদমস্তক আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল।” ইয়ােব ১:৮-১২; ২:৫-৭।EdBen 143.4

    তার পানপাত্রে কষ্টের আরও একটি বিষয় যুক্ত হল। তার বন্ধুরা। তাকে দেখতে এসে, তার মন্দ অবস্থা দেখে, তার দুরবস্থা তার পাপের কারণে ঘটেছে মনে করে তার বিষাদগ্রস্ত এবং বিষন্ন মানসিকতায় আরও কটু কথা শোনাল ।EdBen 143.5

    আপাতঃদৃষ্টিতে স্বর্গ ও পৃথিবী কর্তৃক অবহেলিত, তবুও ঈশ্বরে তার দৃঢ় বিশ্বাস স্থাপন করে, এবং ন্যায় পরায়ণতার বিবেক বজায় রেখে তার আর্তস্বর এবং বিহ্বলতায় জোরে জোরে বললেন,EdBen 143.6

    “আমার প্রাণ জীবনে ক্লান্ত হইয়াছে,”
    “আমি আপন দুঃখের কথা মুক্ত কণ্ঠে বলিব, আমি প্রাণের তিক্ততায় কথা বলিব।”
    “হায়, তুমি আমাকে পাতালে লুকাইয়া রাখিও, গুপ্ত রাখিও, যাবৎ তােমার ক্রোধ গত না হয়;
    আমার জন্য সময় নিরূপণ কর, আমাকে স্মরণ কর।”
    EdBen 143.7

    ইয়ােব ১০:১; ১৪:১৩।

    “দেখ, আমি অন্যায় প্রযুক্ত ক্রন্দন করি, উত্তর পাই না;
    আর্তনাদ করি, কিন্তু বিচার হইতেছে না।..
    তিনি আমার গৌরব-বসন খুলিয়া লইয়াছেন,
    আমার মস্তকের মুকুট হরণ করিয়াছেন। ...
    তিনি মম জ্ঞাতিদিগকে আমা হইতে দূরে রাখিয়াছেন।...
    আমার কুটুম্বগণ আমাকে ত্যাগ করিয়াছে,
    আমার মিত্রগণ আমাকে ভুলিয়া গিয়াছে।...
    আমার সুহৃদ সকলে আমাকে ঘৃণা করে,
    আমার প্রিয়পাত্রেরা আমার প্রতি বিমুখ ...
    হে মম বন্ধুগণ, আমাকে কৃপা কর, কৃপা কর,
    কেননা ঈশ্বরের হস্ত আমাকে স্পর্শ করিয়াছে।”
    “আহা! যদি তাঁহার উদ্দেশ্য পাইতে পারি,
    যদি তাহার আসনের নিকট যাইতে পারি ।..
    দেখ, আমি অগ্রসর হই, কিন্তু তিনি তথায় নাই,
    পশ্চদ্দিকে যাই, তাঁহাকে দেখিতে পাই না;
    বামদিকে যাই; যখন তিনি কাৰ্য্য করেন,
    কিন্তু তাহার দর্শন পাই না;
    তিনি দক্ষিণ দিকে নিজেকে গােপন করেন,
    আমি তাঁহাকে দেখিতে পাইনা।
    তথাচ তিনি আমার অবলম্বিত পথ জানেন,
    তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব।”
    “যদিও তিনি আমাকে বধ করেন,
    তথাপি আমি তাঁহার অপেক্ষা করিব।”
    “কিন্তু আমি জানি, আমার মুক্তিকর্তা জীবিত;
    তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন।
    আর আমার চর্ম এইরূপে বিনষ্ট হইলে পর,
    তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব।
    আমি তাহাকে আপনার সপক্ষ দেখিব,
    আমারই চক্ষু দেখিবে, অন্যে নয়।
    বক্ষমধ্যে আমার হৃদয় ক্ষীণ হইতেছে।”
    EdBen 144.1

    ইয়ােব ১৯:৭-২১; ২৩:৩-১০; ১৩:১৫; ১৯:২৫-২৭। ইয়ােবের বিশ্বাস অনুসারে তার প্রতি তা ঘটল। তিনি বললেন, “তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব।” ইয়ােব ২৩:১০। সুতরাং সে ভাবেই হল। তার ধৈর্য ও সহনশীলতা দ্বারা তিনি তার নিজের চরিত্রের বিশুদ্ধতা প্রমাণ করেছেন, এবং তিনি ঈশ্বরের একজন প্রতিনিধিরূপে তাঁরই ন্যায় চরিত্রের অধিকারী হতে পেরেছিলেন। আর “সদাপ্রভু তাহার দুর্দশার পরিবর্তন করিলেন; বস্তুতঃ সদাপ্রভু ইয়ােবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন।...আর সদাপ্রভু ইয়ােবের প্রথম অবস্থা হইতে শেষাবস্থা অধিক আশীর্বাদযুক্ত করিলেন।” ইয়ােব ৪২:১০-১২।

    যারা আত্মত্যাগের মধ্য দিয়ে খ্রীষ্টের দুঃখভােগের সহভাগী হয়েছিলেন, তাদের মধ্যে একজন পুরাতন নিয়মে এবং অন্য জন নতুন নিয়মে উল্লেখযােগ্য যােনাথন এবং যােহন বাপ্তাইজক।EdBen 145.1

    যােনাথন, জন্মগত ভাবে সিংহাসনের উত্তরাধিকারী, তবুও তিনি নিজের বিষয়ে জানতে পেরে ঐশ্বরিক আদেশ অনুসারে নিজেকে আলাদা করে রাখলেন; নিজের জীবন বিপদাপন্ন করেও তিনি দায়ূদের প্রাণ। বাঁচালেন; তার বাবা ক্ষমতা থেকে সরে যাবেন, এমতাবস্থায়ও তিনি তার। পাশে ছিলেন। যােনাথনের নাম স্বর্গে সংরক্ষিত রয়েছে, আর তা পৃথিবীতে তার নিঃস্বার্থ প্রেমের সাক্ষ্য বহন করছে।EdBen 145.2

    যােহন বাপ্তাইজক, মশীহের আগমনের ঘােষকরূপে তার জাতির মধ্যে একটি আলােড়ন সৃষ্টি করেছিলেন। জাতি-বর্ণ-গােষ্ঠী নির্বিশেষে সকলে তার পদচিহ্ন অনুসরণ পূর্বক চারপাশে ভীড় জমিয়েছে। কিন্তু যার বিষয় সাক্ষ্য বহন করেছেন, তার আগমন হলে, সবাই পরিবর্তন হয়ে গেল। জনতা যীশুকে অনুসরণ করল, এবং যােহনের কাজ যেন দ্রুত বন্ধ হয়ে গেল। কিন্তু তার বিশ্বাসে তিনি অটল ছিলেন। তিনি বলেন, “উহাকে বৃদ্ধি পাইতে হইবে, কিন্তু আমাকে হ্রাস পাইতে হইবে।” যােহন ৩:৩০।EdBen 145.3

    সময় কেটে গেল, আর যােহন যে রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যাশা করেছিলেন, তা প্রতিষ্ঠিত হল না। হেরােদের কারাগারে, জীবন-দায়ী বায়ুমণ্ডল এবং মরুপ্রান্তরে বসবাস, ইত্যাদি প্রতীক্ষিত বিষয় থেকে তাকে বিচ্ছিন্ন করা হল।EdBen 145.4

    তাকে অস্ত্র বহন করতে হয় নি, কারাগারের দ্বার ভাঙ্গতে হয় নি, কিন্তু রােগী সুস্থকরণ, সুসমাচার প্রচার, লােকদের আত্মাকে তুলে ধরার মাধ্যমে তিনি খ্রীষ্টের কাজের সাক্ষ্য বহন করেছিলেন।EdBen 145.5

    কারাগারে নিঃসঙ্গ যে কোন পথে, যে কোন স্থানে, তার প্রভুর মত। পরিচর্যা কাজ করেছেন, এবং যােহন ত্যাগস্বীকারের মাধ্যমে খ্রীষ্টের সঙ্গে সহভাগিতা করার বাক্যে নির্ভর করেছেন। স্বর্গীয় বার্তাবাহকেরা কাছে উপস্থিত ছিলেন। পতিত এবং নিস্পাপ বিশ্বের জ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গ তার নিঃস্বার্থ সেবাকাজের সাক্ষী হয়েছেন।EdBen 146.1

    সেই থেকে এ পর্যন্ত সর্বযুগের দুঃখভােগী আত্মাগণ যােহনের জীবনের সাক্ষ্য দ্বারা টিকে রয়েছেন। কারাগার, প্রাণদণ্ডের শিকার, অগ্নিকুণ্ড ইত্যাদিতে মানুষেরা অন্ধকারাচ্ছন্ন শতাব্দিব্যাপী তার স্মৃতি দ্বারা শক্তিমন্ত হয়েছে, যার বিষয় খ্রীষ্ট ঘােষণা করেছেন, “স্ত্রী লােকদের গর্ভজাত সকলের মধ্যে যােহন বাপ্তাইজক হইতে মহান কেহই উৎপন্ন হয় নাই।” মথি ১১:১১।EdBen 146.2

    “আর অধিক কি বলিব? গিদিয়ােন, বারক, শিমূলশান, যিপ্তহ,...ও শমূয়েল, ও ভাববাদিগণ, এই সকলের বৃত্তান্ত বলিতে গেলে সময়ের অকুলান হইবে। বিশ্বাস দ্বারা হঁহারা নানা রাজ্য পরাজিত করিলেন, ধার্মিকতার অনুষ্ঠান করিলেন, নানা প্রতিজ্ঞার ফলপ্রাপ্ত হইলেন, সিংহদের মুখ বদ্ধ করিলেন, অগ্নির তেজ নির্বাণ করিলেন, খড়গের মুখ এড়াইলেন, দুর্বলতায় বলপ্রাপ্ত হইলেন, যুদ্ধে বিক্রান্ত হইলেন, অন্য জাতীয়দের সৈন্যবাহিনী তাড়াইয়া দিলেন।”EdBen 146.3

    “নারীগণ আপন আপন মৃত লােককে পুনরুত্থান দ্বারা পুনঃপ্রাপ্ত হইলেন; অন্যেরা প্রহার দ্বারা নিহত হইলেন, মুক্তি গ্রহণ করেন নাই, যেন শ্রেষ্ঠ পুনরুত্থানের ভাগী হইতে পারেন। অন্যেরা বিদ্রুপের ও কশাঘাতের, অধিকন্তু বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভােগ করিলেন; তাহারা প্রস্তরাঘাতে হত, পরীক্ষিত, করাত দ্বারা বিদীর্ণ খড়গ দ্বারা নিহত হইলেন; তাহারা মেষের ও ছাগের চর্ম পরিয়া বেড়াইতেন, দীনহীন, ক্লিষ্ট, উপদ্রুত হইতেন, এই জগৎ যাহাদের যােগ্য ছিল না, তাহারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় ও পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করিতেন। ”EdBen 146.4

    “আর বিশ্বাস প্রযুক্ত ইহাদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া। হইয়াছিল, কিন্তু ইহারা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই; কেননা ঈশ্বর আমাদের নিমিত্ত পূৰ্বাবধি কোন শ্রেষ্ঠ বিষয় লক্ষ্য করিয়াছিলেন, যেন তাহারা আমাদের ব্যতিরেকে সিদ্ধি না পান।” ইব্রীয় ১১:৩২-৪০।EdBen 146.5

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents