Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
সুষম শিক্ষা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বিশ্বাসে বিজয়লাভ

    একটি সত্য কথা এই, “কেননা সে অন্তরে যেমন ভাবে, নিজেও তেমনি” (হিতােপদেশ ২৩:৭), এখানে ইস্রায়েলের অভিজ্ঞতার আরও একটি দৃষ্টান্ত পাওয়া যায়। কনানের সীমানায় গুপ্তচরগণ, দেশ সম্পর্কে খোঁজ-খবর নিয়ে ফিরে এসে, নেতাদের কাছে সে দেশের বিষয় তুলে ধরল। ভয়ের কারণে দেশের সৌন্দর্য এবং ফল-প্রাচুর্য, তাদের চোখে পড়ে নি, কারণ তাদের কাছে গােপনে দেশ সম্পর্কে খবরাখবর নিয়ে আসা খুব ঝুঁকিপূর্ণ কাজ ছিল। নগরটির অনেক উঁচু সীমানা দেয়াল, দৈত্যাকৃতি যােদ্ধাগণ, লােহার তৈরি রথ, এসব তাদের বিশ্বাসকে সাংঘাতিকভাবে দুর্বল করেছিল। ঈশ্বরের শক্তির কথা মাথায় না রেখে বিশাল জনতা, অবিশ্বাসী গুপ্তচরদের সিদ্ধান্তের পক্ষে চিৎকার করে বলল, “আমরা সেই লােকদের বিরুদ্ধে যাইতে সমর্থ নহি, কেননা আমাদের অপেক্ষা তাহারা বলবান।” গণনাপুস্তক ১৩:৩১। তারা সত্যই বলেছে। তারা উঠে যেতে অসমর্থ, এবং প্রান্তরে থাকতে থাকতে তাদের জীবন নিঃশেষ হয়ে গেছে ।EdBen 137.1

    তা সত্ত্বেও বার জন গুপ্তচরের মধ্যে দুজন দেশটি নিরীক্ষণ করে বলল, “আমরা একেবারে উঠিয়া দেশ অধিকার করিতে সমর্থ” (গণনা ১৩:৩০), তারা সজোর আবেদন জানাল যে, ঐ বীরগণ, প্রাচীর বেষ্টিত নগর, এবং লােহার তৈরি রথের চেয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা অনেক শক্তিশালী। তাদের কাছে এ সব সত্যই ছিল। যদিও তারা তাদের ভাইদের কাছে চল্লিশ বছরের প্রান্তর ভ্রমণের অভিজ্ঞতার কথা বলেছে, তবুও কালেব ও যিহােশূয় প্রতিজ্ঞাত দেশে যাবার সুযােগ পেলেন। যেমন তারা মিশর দেশ হতে সদাপ্রভুর বাহিনীর সঙ্গে সাহসিকতার সঙ্গে বের হয়ে এসেছিলেন, কালেব এই বীরদের দখলকৃত স্থান বা দূর্গ অধিকার করার জন্য ঈশ্বরের কাছে একইভাবে সাহস প্রার্থনা করলেন। ঈশ্বরের ক্ষমতাবলে তিনি কনানীয়দের তাড়িয়ে দিলেন। যেসব আঙ্গুরের ক্ষেত এবং জলপাই বাগানের ভিতর দিয়ে। হেঁটেছিলেন, এখন তার সবই তার অধিকারে। যদিও ভীরু এবং বিদ্রোহী দল প্রান্তরে বিনষ্ট হল, তবুও, বিশ্বাসী লোকেরা ইস্কোলের আঙ্গুর খেতে। পেরেছিল ।EdBen 137.2

    যা সঠিক, ন্যায্য ও সত্য তা থেকে পিছিয়ে আসার বিপদের চেয়ে অন্য কোন বিপদ এত পরিষ্কার আলােকে প্রকাশ করে নি- অন্যায়কারী এবং তার অনুসারি উভয়েই একই ভাবে বিপদগ্রস্ত হয়। দৃষ্টান্তের অত্যাশ্চর্য ক্ষমতা রয়েছে। আর যখন আমরা আমাদের মন্দ প্রকৃতি অভ্যাসের পক্ষ অবলম্বন করি, তখন তা ভীষণ দুর্দমনীয় হয়ে পড়েEdBen 138.1

    বিশ্বে আমাদের জীবন মন্দ অভ্যাসের সুদৃঢ় প্রাচীর, পরিত্যক্ত অথবা পদমর্যাদাহীন পতিত পাপীর অবিচারপূর্ণ জীবন নয় এটি সেই জীবন যা ধার্মিক, সমাদরনীয়, এবং আদর্শ, কিন্তু সেই জীবন নয়, যাতে একটি পাপ পুষে রাখা হয়, একটি পাপ কাজ করার সুযােগ দেয়া হয়। যে আত্মা গােপনে কোন ভয়ানক প্রলােভনের সঙ্গে সংগ্রামরত, উঁচু পাহাড়ের চূড়ায় প্রকম্পিত যা পাপের প্রতি প্রলােভনের খুব শক্তিশালী একটি দৃষ্টান্ত। জীবন, সত্য, এবং সমাদরে যার উচ্চ ধারণা রয়েছে, সে স্বেচ্ছায় ঈশ্বরের পবিত্র ব্যবস্থার একটি আজ্ঞাও লঙ্ঘন করবে না, সে তার মহা-শ্রেষ্ঠ আশীর্বাদগুলাে, পাপের প্রলােভন থেকে দূরে সরিয়ে রেখেছে। মেধা, তালন্ত, দরদ, এমনকি উদার এবং দয়ার কাজগুলাে, আত্মাকে প্রলােভিত করার জন্য ধ্বংসের গিরিচূড়ায় শয়তানের জাল স্বরূপ হতে পারে।EdBen 138.2

    এই জন্য ঈশ্বর, এমন কি একটি অন্যায় কাজের পরিণামের অনেক দৃষ্টান্ত উল্লেখ করেছেন। ঐ একটি পাপের দুঃখের কাহিনী, যা “পৃথিবীতে মৃত্যু ও আমাদের সকল অভিশাপ নিয়ে এসেছিল, এবং এদন উদ্যানও হারাতে হল”, সেই থেকে আরম্ভ করে প্রতাপের প্রভুকে মাত্র ত্রিশ রৌপ্যমুদ্রায় বেচে দেয়া, এমন দৃষ্টান্ত দ্বারা বাইবেল পরিপূর্ণ, যা জীবনের পথ থেকে অন্য পথে পরিচালিত হওয়ার সতর্কতার সংকেত হিসেবে স্থাপন। করা হয়েছে।EdBen 138.3

    আবার এমন দেখা যায় যে, মানব দুর্বলতা ও ভুলের মধ্যে পড়া এবং বিশ্বাস হতে পিছলে যাবার পরিণাম ভােগ না করার বিষয়ও সতর্কবাণী রাখা হয়েছে।EdBen 138.4

    কেবল একবার বিশ্বাস ভাঙ্গার কারণে এলিয়ের কর্মজীবন সংক্ষিপ্ত করা হয়েছিল। ইস্রায়েল সন্তানদের পক্ষে তাকে দুর্বহ বােঝা বহন করতে হয়েছিল; জাতীয় প্রতিমাপূজার বিরুদ্ধে সতর্কতার প্রতি তিনি বিশ্বস্ততা রক্ষা এবং সাড়ে তিন বৎসর ব্যাপী তাকে গভীর ভাবে অধীর অনুনয় বিনয়ের মাধ্যমে অনুতাপের প্রতীকরূপে অপেক্ষা করতে হয়েছিল। কর্মিল পর্বতে ঈশ্বরের পক্ষে তিনি একাকী অটল ভাবে দাঁড়িয়েছিলেন। বিশ্বাসের ক্ষমতার মাধ্যমে প্রতিমাপূজার পতন ঘটল, এবং সৌভাগ্য-বৃষ্টি ইস্রায়েল সন্তানদের নিকটে আশীর্বাদের বৃষ্টির জল নিয়ে আসার সাক্ষ্য বহন করল। এরপর তিনি ক্লান্তি ও দুর্বলতায় ঈষেবেলের ভয়ে পালিয়ে গেলেন, এবং একাকী প্রান্তরে গিয়ে প্রার্থনা করলেন, যেন তিনি মৃত্যুবরণ করেন। তার বিশ্বাস ব্যর্থতায় পরিণত হল। তিনি যে কাজ আরম্ভ করেছিলেন, তা তিনি শেষ করতে পারলেন না। ঈশ্বর তাকে আদেশ করলেন যেন তিনি তার স্থলে অন্য এক ভাববাদীকে অভিষিক্ত করেন।EdBen 138.5

    কিন্তু ঈশ্বর তাঁর দাসের সেবা কাজের আন্তরিকতা লক্ষ করেছেন। , এলিয় নিরুৎসাহ এবং নির্জন প্রান্তরে বিনষ্ট হবেন না, তিনি তার বংশধরদের কবরে নয়; কিন্তু ঈশ্বরের দূতগণের সঙ্গে তার মহিমার সান্নিধ্যে নীত হলেন EdBen 139.1

    এই সব জীবন বৃত্তান্ত এটাই ঘােষণা করে যে, প্রত্যেকটি মানুষ। একদিন উপলব্ধি করতে পারবে যে, পাপ কেবল লজ্জা এবং ক্ষতিই আনতে পারে; অবিশ্বাস মানেই ব্যর্থতা, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ অতিশয় গভীরে পৌছে; বিশ্বাস অনুতপ্ত আত্মাকে ঈশ্বরের দত্তক পুত্রত্ব লাভের সুযােগ প্রদান করে।EdBen 139.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents