Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
সুষম শিক্ষা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ১৭ - কবিতা এবং গান

    “তােমার বিধিলাপ হইয়াছে আমার গীত আমার প্রবাস গৃহ।”

    সর্ব প্রথম এবং মানুষের জানামতে কবিতার বাচন ভঙ্গিতে সবচেয়ে আনন্দধ্বনিপূর্ণ উচ্চারণ যা বাইবেলে পাওয়া যায়। বিশ্বের সব চেয়ে প্রথম কবিদের গাওয়া গানগুলাের আগে, মিলিয়নের মেষপালক, ইয়ােবের প্রতি ঈশ্বরের বাক্য লিখে রেখেছেন- যা মানব ক্ষমতার সর্বোচ্চ, সর্ব শ্রেষ্ঠ উৎপাদন ও সেগুলাের সমকক্ষ কিছুই হয় না:EdBen 147.1

    “যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি, তখন তুমি কোথায় ছিলে? . . .
    কে কবাট দিয়া সমুদ্রকে রুদ্ধ করিল;
    যখন তাহা নির্গত হইল; ...
    তৎকালে আমি মেঘকে তাহার বস্ত্র করিলাম;
    ঘন তিমিরকে তাহার পটিকা করিলাম;
    আমি তাহার জন্য আমার বিধি নিরূপণ করিলাম,
    অর্গল ও কবাট স্থাপন করিলাম,
    বলিলাম, তুমি এই পর্যন্ত আসিতে পার,
    আর নয়; এ স্থানে তােমার তরঙ্গের গর্ব নিবারিত হইবে।
    তুমি কি আজন্মকাল কখনও প্রভাতকে আজ্ঞা দিয়াছ,
    অরুণকে তাহার উদয়-স্থান জানাইয়াছ; ...
    “তুমি কি সমুদ্রের উৎসে প্রবেশ করিয়াছ?
    জলধি-তলে কি পদাপর্ণ করিয়াছ?
    তােমার কাছে কি মৃত্যুর কবাট প্রকাশিত হইয়াছে?
    তুমি কি মৃতুচ্ছায়ার দ্বার দেখিয়াছে?
    তুমি কি ভুবনের বিস্তার জ্ঞাত হইয়াছে?
    বল, যদি সমস্তই জান।
    “দীপ্তির নিবাসে যাইবার পথ কোথায়?
    অন্ধকারেরই বা বাসস্থান কোথায়? ....
    EdBen 147.2

    “তুমি কি হিমানী ভাণ্ডারে প্রবেশ করিয়াছ;
    সেই করকা-ভাণ্ডার কি তুমি দেখিয়াছ?. .
    কোন্ পথ দিয়া দীপ্তি বিভক্ত হইয়া যায়,
    ও পূর্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়?
    অতিবৃষ্টির জন্য কে প্রণালী কাটিয়াছে,
    বজ্রবিদ্যুতের জন্য কে পথ করিয়াছে,
    যেন নির্জন দেশে বৃষ্টি পড়ে,
    নরশূন্য প্রান্তরে বর্ষা হয়,
    যেন মরুভূমি ও শুষ্ক স্থান তৃপ্ত হয়,
    এবং কোমল তৃণ উৎপন্ন হয়?
    “তুমি কি কৃত্তিকা নক্ষত্রের হার গাঁথিতে পার?
    মৃগশীর্ষের কটিবন্ধু কি খুলিতে পার?
    রাশিগণকে কি স্ব স্ব ঋতুতে চালাইতে পার?
    স্বতি ও তৎপুত্রগণকে পথ দেখাইতে পার?
    EdBen 148.1

    ইয়ােব ৩৮:৪-২৭; ৩৮:৩১, ৩২।

    প্রকাশভঙ্গির মাধুর্য বােঝার জন্য পরমগীত থেকেও পাঠ করুন :EdBen 148.2

    “কারণ দেখ, শীলকাল অতীত হইয়াছে,
    বর্ষা শেষ হইয়াছে, চলিয়া গিয়াছে,
    ক্ষেত্রে পুষ্প প্রস্ফুটিত হইয়াছে,
    [পক্ষিগণের] গানের সময় হইয়াছে,
    আমাদের দেশে যুযুর রব শুনা যাইতেছে।
    ভুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে,
    দ্রাক্ষালতা সকল মুকুলিত হইয়াছে,
    সেইগুলি সৌরভ বিস্তার করিতেছে।
    অয়ি মম প্রিয়ে! উঠ; অয়িমম সুন্দরি!
    EdBen 148.3

    পরমগীত ২:১১-১৩

    অনিচ্ছাকৃত ভাবে ইস্রায়েল সন্তানদের প্রতি বিলিয়মের আশীর্বাদবাণী উচ্চারণ:EdBen 148.4

    “বালাক অরাম হইতে আমাকে আনাইলেন;
    মােয়াব রাজ পূর্বদিকের পৰ্বতমালা হইতে আনাইলেন,
    আইল, আমার নিমিত্ত যাকোবকে শাপ দেও, আইস, ইস্রায়েলের উপর কুপিত হও।
    ঈশ্বর যাহাকে শাপ দেন নাই,
    আমি কিরূপে তাহাকে শাপ দিব?
    সদাপ্রভু যাহার উপরে কুপিত হন নাই,
    আমি কি প্রকারে তাহার উপর কুপিত হইব?
    আমি শৈলের শৃঙ্গ হইতে উহাকে দেখিতেছি,
    গিরিমালা হইতে উহাকে দর্শন করিতেছি;
    দেখ, ঐ লােক সমূহ স্বতন্ত্র বাস করে,
    উহারা জাতিগণের মধ্যে গণিত হইবে না। . . .
    “দেখ, আমি আশীর্বাদ করিবার আজ্ঞা পাইলাম,
    তিনি আশীর্বাদ করিয়াছেন, আমি অন্যথা করিতে পারি না।
    তিনি যাকোবের অধর্ম দেখিতে পান নাই,
    ইস্রায়েলের উপদ্রব দেখেন নাই;
    উহার ঈশ্বর সদাপ্রভুর উহার সহবর্তী,
    রাজার জয়ধ্বনি উহাদের মধ্যবর্তী।..
    নিশ্চয়ই যাকোবে মায়াশক্তি নাই,
    ইস্রায়েলে মন্ত্র নাই;
    এক্ষণে যাকোবের ও ইস্রায়েলের বিষয় বলা যাইবে,
    ঈশ্বর কি না সাধন করিয়াছেন!”
    “যে ঈশ্বরের বাক্য সকল শুনে,
    যে সর্বশক্তিমানের দর্শন পায়, ...
    হে যাকোব, তােমার তাম্বু সকল,
    হে ইস্রায়েল, তােমার আবাস সকল কেমন মনােহর।
    সেগুলি উপত্যকার ন্যায় বিস্তারিত,
    নদী-তীরস্থ উদ্যানের তুল্য,
    সদাপ্রভুর রােপিত অগুরু বৃক্ষরাজির সদৃশ,
    জলপার্শ্বস্থ এরশ বৃক্ষরাজির ন্যায়। ”
    “যে ঈশ্বরের বাক্য সকল শুনে, যে পরাৎপরের তত্ত্ব জানে, ...
    আমি তাহাকে দেখিব, কিন্তু এক্ষণে নয়,
    তাঁহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয় ;
    যাকোব হইতে এক তারা উদিত হইবে,
    ইস্রায়েল হইতে এক রাজদণ্ড উঠিবে। ...
    যাকোব হইতে উৎপন্ন একজন কর্তৃত্ব করিবেন।”
    EdBen 148.5

    গণনাপুস্তক ২৩:৭-২৩; ২৪:৪-৬; ২৪:১৬-১৯।

    প্রশংসা গানই স্বর্গের পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা, এবং স্বর্গ যখন পৃথিবীর কাছাকাছি হয়, তখন সেখানেই সঙ্গীত ও বাদ্য “স্তবগান ও সঙ্গীতের ধ্বনি ” (যিশাইয় ৫১:৩) বিরাজ করে।EdBen 150.1

    নতুন সৃষ্ট পৃথিবীতে চমৎকার এবং নিষ্কলঙ্ক, সিদ্ধ পরিবেশ, ঈশ্বরের হাস্য বিরাজ করে, সেখানে “প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দকরিল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করিল। ” ইয়ােব ৩৮:৭। সুতরাং মানব হৃদয়, স্বর্গের সহানুভূতি সহ, প্রশংসা ধ্বনির মাধ্যমে ঈশ্বরের দয়ার প্রতি সাড়া দিয়েছে। মানব ইতিহাসের অনেক ঘটনাবলী সঙ্গীতের মধ্যে গাঁথা রয়েছে।EdBen 150.2

    বাইবেলে তালিকাভুক্ত প্রথম ধন্যবাদ ও প্রশংসা গানটি লােহিত সাগর তীরে ইস্রায়েল বাহিনী গেয়েছিল:EdBen 150.3

    “আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব,
    কেননা তিনি মহিমান্বিত হইলেন,
    তিনি অশ্ব ও তদারােহিকে সমুদ্রে নিক্ষেপ করিলেন ।
    সদাপ্রভু আমার বল ও গান,
    তিনি আমার পরিত্রাণ হইলেন;
    এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব;
    আমার পৈত্রিক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব।...
    “হে সদাপ্রভু, তােমার দক্ষিণ হস্ত বলে গৌরবান্বিত ;
    হে সদাপ্রভু তােমার দক্ষিণ হস্ত শত্ৰু চূর্ণকারী।...
    হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তােমার তুল্য?
    কে তােমার ন্যায় পবিত্রতায় আদরণীয়,
    প্রশংসায় ভয়াহ্, আশ্চর্য্য ক্রিয়াকারী?”
    সদাপ্রভু যুগে যুগে অনন্তকাল রাজত্ব করিবেন। ...
    তােমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর; কেননা তিনি।
    মহামহিমান্বিত হইলেন।”
    EdBen 150.4

    যাত্রাপুস্তক ১৫:১২, ৬-১১, ১৮-২১।

    গান এবং প্রশংসায় মানুষ মহা আশীর্বাদ লাভ করে। প্রান্তর দিয়া। ইস্রায়েল সন্তানদের পথ চলার অভিজ্ঞতা যে অল্প কথায় বর্ণনা করা হয়েছে। তাতে আমাদের জন্য একটি শিক্ষা রয়েছে :EdBen 150.5

    “তথা হইতে তাহারা বের কূপ] নামক স্থানে আসিল। এটি সেই কূপ, যাহার বিষয়ে সদাপ্রভু মােশিকে কহিলেন, তুমি লােকদিগকে একত্র কর, আমি তাহাদিগকে জল দিব।” গণনাপুস্তক ২১:১৬। তখন ইস্রায়েল এই গান করলEdBen 151.1

    হে কপ উখিত হও; তােমরা ইহার উদ্দেশে গান কর;
    এ অধ্যক্ষগণের খনিত কুপ, রাজদণ্ড ও আপনাদের যষ্টি
    দিয়া লােকদের কুলীনেরা ইহা খনন করিয়াছেন।”
    EdBen 151.2

    গণনাপুস্তক ২১:১৭, ১৮।

    কতবারই না আত্মিক অভিজ্ঞতায় এই ইতিহাস পুনরাবৃত্তি করা হয়েছে! কতবারই না পবিত্র গানের শব্দগুচেছর মাধ্যমে আত্মায় প্রায়শ্চিত্ত এবং বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম এবং আনন্দের প্রস্রবণ তুলে ধরা হয়েছে !EdBen 151.3

    সংগীত এবং প্রশংসার মাধ্যমে ইস্রায়েল-সৈন্যবাহিনী, যিহােশাফটের নেতৃত্বে মহা মুক্তির অভিযানে বের হয়েছিল। যিহােশাফটের কাছে মহাভীতি প্রদর্শক যুদ্ধের খবর এল। “বৃহৎ লােকসমারােহ আপনার বিরুদ্ধে আসিতেছে”, তারা “মােয়াব-সন্তানগণ ও অম্মােন-সন্তানগণ এবং তাহাদের সহিত কতকগুলি মায়ােনীয় লােকও রহিয়াছে।” “তাহাতে যিহােশাফট ভীত হইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে প্রবৃত্ত হইলেন, এবং যিহূদার সর্বত্র উপবাস ঘােষণা করাইয়া দিলেন। আর যিহূদার লােকেরা সদাপ্রভুর কাছে সাহায্য যাচঞা করিবার জন্য একত্র হইল; যিহূদার সমস্ত নগর হইতে লােকেরা সদাপ্রভুর অন্বেষণ করিতে আসিল।” আর যিহােশাফট মন্দিরের প্রাঙ্গণে তার লােকদের সামনে দাঁড়িয়ে প্রার্থনায় তার হৃদয় ঢেলে দিলেন, ঈশ্বরের প্রতিজ্ঞা ভিক্ষা চাইলেন, ইস্রায়েলের অসহায় অবস্থা এবং দুর্বলতা স্বীকার করলেন। “আমাদের বিরুদ্ধে ঐ যে বৃহৎ দল আসিতেছে, উহাদের বিরুদ্ধে আমাদের ত নিজের কোন সামর্থ্য নাই; কি করিতে হইবে, তাহাও আমরা জানি না; আমরা কেবল তােমার দিকে চাহিয়া আছি।” ২ বংশাবলি ২০:২, ১, ৩, ৪, ১২।EdBen 151.4

    “আর সমাজের মধ্যে যহসীয়েল নামে একজন লেবীয়ের উপরে সদাপ্রভুর আত্মা আসিলেন।”... “তিনি কহিলেন, হে সমগ্র যিহূদা, হে যিরূশালেম নিবাসী লােক সকল, আর হে মহারাজ যিহােশফট, শ্রবণ কর; সদাপ্রভু তােমাদিগকে এই কথা কহেন, তােমরা ঐ বৃহৎ লােক সমারােহ হইতে ভাত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তােমাদের নয়, কিন্তু ঈশ্বরের। ...এইবার তােমাদিগকে যুদ্ধ করিতে হইবে না; হে যিহূদা ও যিরূশালেম, তােমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাক; আর তােমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন, তাহা দেখ; ভীত কি নিরাশ হইও না; কল্য তাহাদের বিরুদ্ধে যাত্রা কর, কেননা সদাপ্রভু তােমাদের সহবর্তী।” ২ বংশাবলি ২০:১৪-১৭।EdBen 151.5

    “পরে তাহারা প্রত্যুষে উঠিয়া তকোয় প্রান্তরে যাত্রা করিল,” ২ বংশাবলি ২০:২০। তখন সৈন্যদের সামনে গায়কদল গেল, তারা উচ্চরবে ঈশ্বরের প্রশংসা করল- বিজয়ের প্রতিজ্ঞার জন্য তাঁর স্তব করল।EdBen 152.1

    চতুর্থ দিনে সৈন্যরা যিরূশালেমে ফিরে এল, তাদের শত্রুপক্ষের লুট দ্রব্য নিয়ে এল, এবং তাহাদের বিজয়ের জন্য প্রশংসা গান গাইল ।EdBen 152.2

    সঙ্গীতের মাধ্যমে, দায়ূদ, তার পরিবর্তনশীল জীবনের ভাগ্য পরিবর্তনের মধ্যে স্বর্গের সাথে যােগসম্পর্ক রক্ষা করেছিলেন। কত মাধুর্যপূর্ণ ভাবে একজন বালক মেষপালক তার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন:EdBen 152.3

    “সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না।
    তিনি তৃণভূষিত চরাণীতে আমাকে শয়ন করান,
    তিনি বিশ্রাম-জলের ধারে ধারে আমাকে চালান।
    যখন আমি মৃত্যুছায়ার উপত্যকা দিয়া গমন করিব,
    তখনও অমঙ্গলের ভয় করিব না,
    কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ,
    তােমার পাচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।
    EdBen 152.4

    গীতসংহিতা ২৩:১-৪

    একজন পূর্ণবয়স্ক ভবঘুরে শিকারী, পর্বতের গুহায়, প্রান্তরে আশ্রয় নিতেন, এমতাবস্থায় তিনি লিখেছেন:EdBen 152.5

    “হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর;
    আমি সযত্নে প্রত্যুষে তােমার অন্বেষণ করিব,
    আমার প্রাণ তােমার জন্য পিপাসু,
    আমার মাংস তােমার জন্য লালায়িত; শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে ।...
    কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছে,
    তােমার পক্ষযুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করিব।”
    “হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?
    আমার অন্তরে কেন ক্ষুদ্ধ হও?
    ঈশ্বরের অপেক্ষা কর, কেননা আমি আবার তাঁহার স্তব করিব,
    তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।”
    “সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ,
    আমি কাহা হইতে ভীত হইব?
    সদাপ্রভু আমার জীবন-দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?
    EdBen 152.6

    গীতসংহিতা ৬৩:১-৭; ৪২:১১; ২৭:১

    সিংহাসনচ্যুত রাজা, দায়ূদ যখন অবশালােমের বিদ্রোহের মুখে যিরূশালেম থেকে পালিয়ে গেলেন তখনও তিনি একই বাক্য উচ্চারণ করেছিলেন। পালিয়ে থাকার কারণে তিনি ভারাক্রান্ত এবং ক্লান্ত হয়ে যখন স্থির করলেন তার সহচরদের নিয়ে যনের তীরে কয়েক ঘণ্টার বিরতি ও বিশ্রাম নেবেন; তখন তার কাছে এই আদেশ এল যেন তিনি তখনই পালিয়ে যান। পুরাে দল এবং ছােট ছােট ছেলে-মেয়েদের নিয়ে অন্ধকার এবং গভীর খরস্রোতা ঝর্ণা পার হতে হবে; কারণ তাদের পিছনে তার বিশ্বাসঘাতক ছেলের বাহিনী ধেয়ে আসছে।EdBen 153.1

    এই অন্ধকারময় স্থানে সংকটের মুহূর্তে দায়ূদ গান করেছেন:
    “আমি স্বরবে সদাপ্রভুকে ডাকি।
    আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন ।
    আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম,
    আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন।
    আমি অযুত অযুত লােক হইতেও ভীত হইব না,
    যাহারা, আমার বিরুদ্ধে চারিদিকে সসজ্জ হইয়াছে।
    EdBen 153.2

    গীতসংহিতা ৩:৪-৬।

    তার মহা পাপের জন্য, তীব্র অনুশােচনার আর্তস্বর এবং আত্ম-ঘৃণা সত্বেও তিনি ঈশ্বরকে তার সর্বোত্তম বন্ধু জেনে তার প্রতি ফিরলেন:EdBen 153.3

    “হে ঈশ্বর, তােমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর;
    তোমার করুণার বাহুল্য অনুসারে।
    আমার অধর্ম সকল মার্জনা কর।...
    এসােব দ্বারা আমাকে মুক্তপাপ কর, তাহাতে আমি শুচি হইব ।
    আমাকে ধৌত কর, তাহাতে আমি হিম অপেক্ষা শুরু হইব।”
    EdBen 154.1

    গীতসংহিতা ৫১:১-৭।

    তার সুদীর্ঘ জীবন কালে, দায়ূদ পৃথিবীতে তার বিশ্রামের স্থান খুঁজে পান নি। তিনি বলিয়াছেন,” “কেননা আমাদের সমস্ত পিতৃপুরুষ যেমন। ছিলেন, তেমনি আমরাও তােমার সম্মুখে বিদেশী ও প্রবাসী, পৃথিবীতে আমাদের আয়ু ছায়া সদৃশ ও আশাবিহীন।” ১ বংশাবলি ২৯:১৫।EdBen 154.2

    “ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল ।
    তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায় ।
    অতএব আমরা ভয় করিব না- যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়,
    যদ্যপি পর্বতগণ উলিয়া সমুদ্রের গর্ভে পড়ে।... ”
    “এক নদী আছে তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে,
    পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।
    ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না;
    প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন।....
    বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবৰ্ত্তী;
    যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।”
    “কেননা এই ঈশ্বর অনন্তকালতরে আমাদের ঈশ্বর;
    তিনি চিরকাল আমাদের পথদর্শক হইবেন।”
    EdBen 154.3

    গীতসংহিতা ৪৬:১,২; ৪৬:৪-৭; ৪৮:১৪।

    একটি গানসহ, যীশু তার পার্থিব জীবনে প্রলােভনের মােকাবিলা করেছিলেন। প্রায়ই যখন রূঢ়, মর্মপীড়াদায়ক বাক্য ব্যবহার করা হত, যখন তার চারপাশের পরিবেশ হতাশা, অসন্তোষ, অবিশ্বাস, অথবা অত্যাচারপূর্ণ ভয়ের পরিবেশ আসত তখন তার মধ্যে বিশ্বাস এবং পবিত্র আনন্দের গান শােনা যেত।EdBen 154.4

    নিস্তার পর্বের ভােজের শেষে দুঃখ ভােগের রাতে, বিশ্বাস ঘাতকের হাতে সমর্পিত ও মৃত্যুবরণ করতে যাবেন, তখন তিনি গীতসংহিতার এই গানগুলাে উচ্চরবে গেয়ে উঠেছিলেন:EdBen 155.1

    “ধন্য সদাপ্রভুর নাম,
    এখন অধি অনন্তকাল পর্যন্ত ।
    সূর্যের উদয়স্থান অবধি তাহার অন্তস্থান পর্যন্ত,
    সদাপ্রভুর নাম কীর্তনীয়।”
    “আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন
    আমার রব ও আমার বিনতি ।
    তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন,
    তজ্জন্য আমি যাবজ্জীবন তাঁহাকে ডাকিব।”

    “মৃত্যুর রজ্জ্ব আমাকে বেষ্টন করিল,
    পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল,
    আমি সঙ্কটে ও দুঃখে পড়িলাম ।
    তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম,
    বিনয় করি, সদাপ্রভু, আমার প্রাণ রক্ষা কর।
    সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়,
    বস্তুতঃ আমাদের ঈশ্বর স্নেহশীল।
    সদাপ্রভু অমায়িক লােকদিগকে রক্ষা করেন;
    আমি দীনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন ।
    হে আমার প্রাণ, তােমার বিশ্রাম-স্থানে ফিরিয়া যাও,
    কেননা সদাপ্রভু তােমার মঙ্গল করিয়াছেন।
    কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ,
    অশ্রু হইতে আমার চক্ষু,
    পতন হইতে আমার চরণ, উদ্ধার করিয়াহু।”
    EdBen 155.2

    গীতসংহিতা ১১৩:২,৩; ১১৬:১-৮।

    পৃথিবীর শেষ মহা সংকটের প্রগাঢ়তম ছায়ার মধ্যেও, ঈশ্বরের জ্যোতি উজ্জ্বলতম আলাে দেবে, এবং প্রত্যাশা এবং বিশ্বাসের গান, পরিষ্কার এবং উচচরবে শােনা যাবে।EdBen 155.3

    “সেই দিন যিহূদা দেশে এই গীত গান করা হইবে;
    আমাদের এক দৃঢ় নগর আছে;
    তিনি পরিত্রাণকে প্রাচীর ও পরিখাস্বরূপ করিবেন।
    তােমরা পুরদ্বা সকল মুক্ত কর,
    বিশ্বস্ততা-পালনকারী ধার্মিক জাতি প্রবেশ করিবে।
    যাহার মন তােমাতে সুস্থির,
    তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে,
    কেননা তােমাতেই তাহার নির্ভর।
    তােমরা চিরকাল সদাপ্রভুত নির্ভর রাখ;
    কেননা সদাপ্রভু যিহােবাতেই যুগসমূহের শৈল।”
    EdBen 156.1

    যিশাইয় ২৬:১-৪।

    “আর সদাপ্রভুর নিস্তারিত লােকেরা ফিরিয়া আসিবে, আনন্দ গান পুরঃসর সিয়ােনে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে; তাহারা আমােদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে।” যিশাইয় ৩৫:১০।EdBen 156.2

    “তাহারা আসিয়া উচ্চ সিয়ােনে আনন্দগান করিবে, এবং স্রোতের ন্যায় প্রবাহিত হইয়া সদাপ্রভুর মঙ্গলদানের নিকটে, গােমের, দ্রাক্ষারসের, তৈলের, মেষবৎসদের ও গােবৎসদের জন্য আসিবে, এবং তাহাদের প্রাণ সুসিক্ত উদ্যানের ন্যায় হইবে তাহারা আর অবসন্ন হইবে না।” যিরমিয় ৩১:১২।EdBen 156.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents