৭ম অধ্যায় - খৃষ্টের সাথে বিশ্বাসঘাতকতা
সময়ের স্রোত ধরে আমাকে অতঃপর বহন করে নিয়ে যাওয়া হয় সেই সময়ে যীশু যখন শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের ভোজ ভক্ষণ করেন। শয়তান যিহূদাকে প্রতারিত করেছিল ও তাকে বিশ্বাস করতে চালিত করে যে সে খৃষ্টের বিশ্বস্ততম শিষ্যদের একজন ছিল তবে তাঁর হৃদয় সদাই জাগতিক ছিল। সে যীশুর পরাক্রমী কার্যগুলি দেখেছিল, তাঁর পরিচর্যা ধরে সে তাঁর সঙ্গে সঙ্গে ছিল এবং সেই অদম্য প্রমাণগুলির প্রতি বশীভূত হয় যে তিনিই মসীহ ছিলেন কিন্তু সে ছিল কৃপণ ও লোভী। সে টাকা-পয়সায় আসক্ত ছিল। যীশুর উপরে ঢালা বহুমূল্য সুগন্ধির বিষয়ে সে ক্রোধের সঙ্গে অনুযোগ করে। মরিয়ম তাঁর প্রভুকে ভালবাসেন। তিনি তাঁর পাপরাশি ক্ষমা করেছিলেন যা বহুসংখ্যক ছিল, ও তাঁর অতি প্ৰিয় ভ্রাতাকে মৃতগণের মধ্য থেকে উঠিয়েছিলেন। আর তিনি উপলব্ধি করেন যে যীশুর ওপরে প্রদান করার পক্ষে কিছুই অতি মূল্যবান ছিল না। সুগন্ধি দ্ৰব্য যত দামী হবে তাঁর উদ্দেশে তা উৎসর্গ করার দ্বারা তিনি তত উৎকৃষ্টতর ভাবে তাঁর কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারবেন। যিহূদা তাঁর লোভের এক অজুহাত রূপে বলে যে ঐ সুগন্ধি বিক্রী করতে পারা যেত ও গরীবদের উদ্দেশে দিতে পারা যেত। কিন্তু এটা এ কারণে নয় যে, দরিদ্রদের জন্য তাঁর কোনো উদ্বেগ ছিল, কারণ সে ছিল স্বার্থপর আর প্রায়শঃ সে তাঁর আপন ব্যবহারে তা আত্মসাৎকরতো যা দরিদ্রদের উদ্দেশে দিতে তাঁর কাছে ন্যাস্ত হয়। যীশুর স্বচ্ছন্দে ও প্রয়োজনসমূহে যিহূদা মনোযোগী থাকে নি, আর তাঁর লোভের দোষ থেকে মুক্ত হতে, সে প্রায়শঃ গরীবদের উদ্দেশে উল্লেখ করে। আর মরিয়মের পক্ষ থেকে এই উদারতা তাঁর লোভী প্রবণতাঁর সম্বন্ধে এক অতিশয় বিদ্রুপপূর্ণ ভৎসনা ছিল।GCBen 20.1
যিহূতার হৃদয়ে শয়তানের প্রলোভনের জন্য এক ইচ্ছুক সমাদরের পথ প্রস্তুত ছিল। যিহূদীরা যীশুকে ঘৃণা করে। কিন্তু বিশাল জনতা তাঁর বিজ্ঞতাঁর বাক্যসমূহ শুনতে ও তাঁর মহৎ কার্য স্বচক্ষে দেখতে তাঁর কাছে ভিড় করে। আর তা যাজক ও প্রাচীনবর্গ থেকে লোকদের মনোযোগ টেনে নেয়। কারণ লোকেরা গভীরতম মনোযোগের সঙ্গে উত্তেজিত হয়, ও আগ্রহের সঙ্গে যীশুর অনুসরণ করে, ও এই অদ্ভুত শিক্ষা গুরুর শিক্ষা, নির্দেশ, শ্রবণ করে। প্রধান প্রধান অধ্যক্ষের অনেকেই যীশুর ওপরে বিশ্বাস রাখে। কিন্তু এই ভয়ে তা স্বীকার করতে শঙ্কিত হয় পাছে তারা সমাজগৃহ থেকে বহিস্কৃত হয়।GCBen 20.2
যাজক ও প্রাচীনবর্গ মনস্থ করে যীশুর কাছ থেকে লোকদের মনোযোগ আকর্ষণ করতে কিছু অবশ্যই করতে হবে। তারা শঙ্কিত হয় যে সমস্ত লোক তাঁরই ওপরে বিশ্বাস করবে। আপনাদের জন্য কোনো নিরাপত্তা দেখতে পায় না। তাদেরকে অবশ্যই তাদের সামাজিক পদমর্যাদা হারাতে হবে, নতুবা যীশুকে মেরে ফেলতে হবে। আর তাকে মেরে ফেলার পরে তখনো সেইসব লোক থাকবে যারা তাঁর ক্ষমতাঁর জীবন্ত স্মৃতিচিহ্ন। যীশু লাসারকে মৃতগণের মধ্য হতে উঠিয়েছিলেন। আর তাদের ভয় হয় যে যদি তারা যীশুকে মেরে ফেলে, লাসার তাঁর পরাক্রমী ক্ষমতাঁর বিষয়ে সাক্ষ দেবেন। লোকেরা দলে দলে তাকে দেখতে যাচ্ছিল যে মৃতগণের মধ্য হতে উঠেছিল আর অধ্যাপকেরা লাসারকে হত্যা করার ও উত্তেজনা প্রশমিত করার সিদ্ধান্ত নেয়। তখন তারা জনসমূহকে পরম্পরা ও মনুষ্যদের ধর্মশিক্ষার প্রতি ফেরাবে, পুদিনা ও মৌরীর দশমাংশ দিতে আর আবার তাদের ওপরে প্রভাব রাখতে। যখন তিনি একা থাকবেন যীশুকে ধরবে বলে তারা একমত হয় কারণ যদি তারা তাকে কোনো ভীড়ে ধরবার প্রয়াস পায়, যখন লোকদের মন তাতে সম্পূর্ণরূপে মনোযোগী থাকবে, তারা প্রস্তরাঘাত প্ৰাপ্ত হবে।GCBen 20.3
যিহূদা জানতো যীশুকে পেতে তারা কত উৎসুক ছিল, আর প্রধান পুরোহিত ও প্রাচীনবৰ্গের কাছে যীশুকে অল্পকিছু রৌপ্য মুদ্রার জন্যে ধরিয়ে দেবার প্রস্তাব করে। তাঁর অর্থ-প্রীতি তাঁর তীব্রতম শত্রুদের হাতে তাঁর প্রভুকে ধরিয়ে দিতে চালিত করে। যিহূতার মাধ্যমে শয়তান প্রত্যক্ষ ভাবে কাজ করছিল, আর শেষ ভোজের ভাবগম্ভীর (মর্মস্পর্শী) দৃশ্যের মাঝে, সে যীশুকে ধরিয়ে দেবার পরিকল্পনা উদ্ভাবন করেছিল। তবে পিতর আগ্রহের সঙ্গে নিশ্চিত করেন যদিও সবাই তাঁর কারণে বিঘ্ন পায়, তিনি পাবেন না। যীশু পিতরের উদ্দেশে বলেন, গোমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাকে আপনার বলিয়া চাহিয়াছে কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি, যেন তোমার বিশ্বাসের লোপ না হয়, আর তুমিও একবার ফিরিলে তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও।GCBen 20.4
আমি তাঁরপরে যীশুকে দেখি উদ্যানে তাঁর শিষ্যদের সঙ্গে। গভীর দুঃখে তিনি শিষ্যদের নির্দেশ দেন জেগে থাকতে ও প্রার্থনা করতে পাছে তারা প্রলোভনে প্রবৃত্ত হন। যীশু জানতেন যে তাদের বিশ্বাস পরীক্ষিত হবে ও আশা নিরাশাগ্রস্থ হবে, যে মনোযোগী সতর্কতা ও ব্যগ্র প্রার্থনার দ্বারা যে সামর্থ্য তারা অর্জন করতে পারে তাঁর সবটুকু তাদের দরকার হবে। প্রবল ক্রন্দন ও অশ্রুপাতের সাথে, যীশু প্রার্থনা করেন, পিতা যদি তোমার অভিমত হয় আমা হইতে এই পানপাত্র দূর কর, তথাপি আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা সিদ্ধ হউক।GCBen 20.5
ঈশ্বরের পুত্র গভীর মৰ্মবেদনায় প্রার্থনা করেন। তাঁর ঘাম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফেঁটা হয়ে ভূমিতে পড়তে থাকে। দূতগণ স্থানটির ওপর দিয়ে চলাফেরা করতে থেকে দৃশ্যটি লক্ষ্য করেন, যখন ঈশ্বরের পুত্রকে তঁর মনোবেদনায় সবল করতে শুধু একজনকে কার্যভার দিয়ে যেতে দেয়া হয়। স্বর্গে দূতগণ তাদের মুকুট ও বীণা তাদের কাছ থেকে নিক্ষেপ করেন, ও গভীরতম মনোযোগের সাথে নীরব নিঃশব্দে যীশুকে দেখেন। স্বর্গে কোন আনন্দ ছিল না। ঈশ্বরের পুত্রকে তারা ঘিরে রাখতে চান, তবে কর্তৃত্বসম্পন্ন দূতেরা তাদেরকে অনুমতি দেন না, পাছে যেমন তারা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা পূর্ণ কার্যটি দেখেন, তারা তাকে উদ্ধার করবেন কারণ পরিকল্পনা রচনা করা হয়, আর তা পূর্ণ হতেই হবে।GCBen 20.6
যীশু প্রার্থনা করার পরে, তাঁর শিষ্যদেরকে তিনি দেখতে আসেন। সেই ভয়ানক সময়ে এমন কি তাঁর শিষ্যদের সান্তনা ও প্রার্থনাসমূহ তাঁর জোটেনি। পিতর যিনি ক্ষণেক পূর্বে এত অত্যধিক আগ্রহশীল ছিলেন, ঘুমে নিদ্ৰালু ছিলেন। যীশু তাকে তাঁর শপথপূর্বক কথন স্মরণ করিয়ে দেন, ও তাঁর উদ্দেশে বলেন, কি! এক ঘন্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকতে তোমার শক্তি হইল না? তিন বার ঈশ্বরের পুত্র মর্মান্তিক দুঃখে প্রার্থনা করেন যখন যিহূদা, তাঁর লোকদের দলটি নিয়ে নিকটেই ছিল। প্রথানুসারে সে যীশুর সাক্ষাতে আসে তাকে অভিবাদন করতে। দলটি যীশুকে ঘিরে ধরে কিন্তু সেখানে তিনি তাঁর ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ করেন, যেমন তিনি বলেন, কাহার অন্বেষণ করিতেছ? আমিই তিনি। তাহারা পিছাইয়া গেল, ও ভূমিতে পড়িল। যীশু এই প্রশ্ন করেন যাতে তারা তাঁর ক্ষমতা স্বচক্ষে দেখতে পারে, ও প্রমাণ পেতে পারে যে তিনি চাইলে আপনাকে তিনি তাদের হস্তে হতে উদ্ধার করতে পারতেন।GCBen 21.1
শিষ্যেরা আশা বোধ করতে থাকেন যেমন তারা জনতাকে তাদের যষ্ঠি ও খড়গ নিয়ে এমন দ্রুত ভূপাতিত হতে দেখেন। যেমন তারা উঠে পরে ও আবার ঈশ্বরের পুত্রকে ঘেরাও করে, পিতর খড়গ বার করেন ও একখানি কান কেটে নেন। যীশু তাকে খড়গ রেখে দিতে আদেশ দেন ও বলেন তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে, তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? আমি দেখি যে যেমন এ কথাগুলি বলা হয়, দূতগণের মুখমন্ডল প্রফুল্ল হয়। তারা ইচ্ছে করেন। তখনই ও সেখানেই তাদের অধিনায়ককে ঘিরে ধরেন, ও সেই ক্রুদ্ধ জনতাকে অন্তৰ্হিত করেন। কিন্তু আবার বিষন্নতা তাদের ওপরে অবস্থিতি করে যেমন তিনি আরো বলেন, কিন্তু তাহা করিলে কেমন করিয়া শাস্ত্রের এই বচন সকল পূর্ণ হইবে যে, এরূপ হওয়া আবশ্যক ? হতাশায় শিষ্যদের হৃদয় আবার নিমজ্জিত হয়, যেমন যীশু তাদেরকে তাঁকে চালিত করে নিতে দেন।GCBen 21.2
শিষ্যেরা আপন জীবনের সম্বন্ধে শঙ্কিত হন, আর একজন এদিকে অন্যজন অপর দিকে পলায়ন করেন, আর যীশু একাকী পরিত্যক্ত হন, ও তখন শয়তানের কি বিজয়ই না হয়! আর ঈশ্বরের দূতগণের সাথে কি বিষন্নতা ও দুঃখই না হয়। পবিত্র ঈশ্বরের দূতগণের অনেক দল, তাদের নেতৃত্বে এক দীর্ঘকায় কর্তৃত্বসম্পন্ন দূত নিয়ে, ঘটনাটিতে সাক্ষ বহন করতে প্ৰেরিক হয়। প্রতিটি কার্য লিপিবদ্ধ করতে ও ঈশ্বরের পুত্রের ওপরে আরোপণ করা প্রতিটি অপমান ও নিষ্ঠুরতা ও যীশু যে মৰ্মবেদনার জ্বালা সহ্য করতেন তা নথিভূক্ত করতে তারা সেখানে ছিলেন কারণ ঠিক ঐ লোকেরাই এর সবটুকু জীবন্ত রীতিতে দেখবে।GCBen 21.3
______________________________________
মথি ২৬:১-৫৬ (মার্ক ১৪:১-৫২ (লুক ২২:১-৪৬( যোহন ১১ অধ্যায়, ১২:১-১১(১৮:১-১২ দেখুন।GCBen 21.4