Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মহা বিবাদ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৪১শ অধ্যায় - দ্বিতীয় মৃত্যু

    শয়তান মধ্যস্থলের ভেতরে বেগে ধাবিত হয়, এবং কার্য সম্পাদনে জনতাকে উত্তেজিত করার চেষ্টা করে। কিন্তু ঈশ্বরের কাছ থেকে স্বর্গ হতে তাদের ওপরে অগ্নি বর্ষণ করা হয়, আর পরাক্রমী লোকেরা, মর্যাদাসম্পন্ন, এবং দরিদ্র ও শোচনীয় লোকেরা, সবাই একত্রে সম্পূর্ণ ধ্বংস (দগ্ধ) হয়। আমি দেখি যে কেউ কেউ তাড়াতাড়ি বিনষ্ট হয়, যখন অন্যেরা অধিকতর দীর্ঘক্ষণ শাস্তিভোগ করে। দেহে কৃত কর্মগুলি অনুসারে তারা শাস্তিপ্রাপ্ত হয়। কিছু লোকেরা অনেকদিন দগ্ধ হতে থাকে, আর ঠিক যতক্ষণ তাদের কোনো অংশ অ-দগ্ধ থাকে, কষ্টভোগের সমস্ত অনুভূতি সেখানে থাকে। দূত বলেন, জীবনের (আয়ুর) কীট মরবে না তাদের অগ্নি নিৰ্বাপিত হবে না যতক্ষণ তাঁর জন্যে শিকার (লুট) করতে সামান্যতম ক্ষুদ্র খন্ড রয়ে যায়।GCBen 83.1

    তবে শয়তান ও তার দূতেরা দীর্ঘকাল শাস্তিভোগ করে। শয়তান শুধু তার পাপের বোঝা ও শাস্তি বহন করবে না, কিন্তু সমস্ত মুক্তিপ্রাপ্ত বাহিনীর পাপরাশি তার ওপরে স্থাপন করা হয়েছিল এবং তাকে আত্মা সমূহের সেই নাশের জন্যেও শাস্তিভোগ করতে হবে যা সে ঘটিয়েছিল। তখন আমি দেখি যে শয়তান ও দুষ্ট বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়, এবং ঈশ্বরের ন্যায়বিচার তুষ্ট হয়, আর সমগ্র দূতীয় বাহিনী, আর সমস্ত মুক্তিপ্রাপ্ত ধার্মিকেরা, এক উচ্চ কণ্ঠে বলেন, আমেন!GCBen 83.2

    দূত বলেন, শয়তান হচ্ছে মূল, তার সন্তানেরা শাখাপ্রশাখা। তারা এক্ষণে আগাগোড়া সম্পূর্ণরূপে বিনষ্ট। তারা এক চিরস্থায়ী মৃত্যু মরেছে। তাদের কখনো এক পুনঃউত্থান হবে না, আর ঈশ্বরের এক নির্মল বিশ্ব-ব্রহ্মান্ড থাকবে। আমি তখন তাকাই, ও সেই অগ্নি দেখি যা দুষ্টদেরকে দগ্ধ করে, জঞ্জাল পুড়িয়ে ফেলেছিল ও পৃথিবীকে পবিত্র (শোধন) করেছিল। অভিশাপের কোনো একটি চিহ্ন ছিল না। পৃথিবীর ভগ্ন হওয়া, ও অসমতল উপরিভাগ এক্ষণে সমতল, বৃহৎ সমভূমি দেখায়। ঈশ্বরের সমগ্র বিশ্ব নিষ্কলঙ্ক ছিল, ও মহা বিবাদ চিরকালের জন্যে শেষ হয়। সর্বত্র আমরা তাকাই, সবকিছুর ওপরে যথায় দৃষ্টি থাকে, সুন্দর ও পবিত্র ছিল। আর সমস্ত মুক্তিপ্রাপ্ত বাহিনী, প্রবীন ও নবীন, মহৎ ও ক্ষুদ্র, তাদের মুক্তিদাতার পদে তাদের উজ্জ্বল মুকুট নিক্ষেপ করে, এবং তাঁর সাক্ষাতে আপনাদেরকে ভক্তি-আরাধনায় ভূমিতে শায়িত করে, ও তাঁর ভজনা করে যিনি যুগে যুগে জীবিত আছেন। সুন্দর নতুন পৃথিবী, তাঁর সকল মহিমা নিয়ে, সাধুগণের সনাতন উত্তরাধিকার হয়। রাজ্য, আধিপত্য, ও সমগ্র আকাশের নীচে রাজ্যের ক্ষমতা (প্রাধান্য), তখন পরাৎপরের সেই সাধুগণের উদ্দেশে দেয়া হয়। যারা তা চিরকাল, এমন কি যুগে ও যুগে দখলে রাখবে।GCBen 83.3

    ______________________________________
    যিশাইয় ৬৬:২৪( দানিয়েল ৭:২৬, ২৭( প্রকাশিত বাক্য ২০:১৫( ২১:১( ২২:৩ দেখুন।
    GCBen 83.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents