Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মহা বিবাদ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ১৬শ অধ্যায় - পৌল যিরূশালেম পরিদর্শন করেন

    পৌলের মনপরিবর্তণের অল্পকাল পরেই তিনি যিরূশালেম পরিদর্শন করেন, ও যীশুকে ও তাঁর অনুগ্রহের অদ্ভুত ঘটনা প্রচার করেন। তিনি তাঁর অলৌকিক মনপরিবর্তন বর্ণনা করেন, যা যাজকদের ও অধ্যক্ষদেরকে ক্রুদ্ধ করে, আর তারা তাঁর জীবন নেবার চেষ্টা করে। কিন্তু যাতে তার জীবন রক্ষা পেতে পারে, এক দর্শনে যীশু আবার তাঁর কাছে আবির্ভূত হন, যখন তিনি প্রার্থনা করছিলেন, তাকে এরূপ বলেন, ত্বরায় যিরূশালেম ছেড়ে চলে যাও। কারণ আমার সম্পর্কে তোমার সাক্ষ্য তারা গ্রহণ করবে না। পৌল আগ্রহের সঙ্গে যীশুর সঙ্গে বাদানুবাদ করেন। প্রভু, তারা জানে যে তাদেরকে আমি প্রত্যেক সমাজগৃহে বন্দি করি ও প্রহার করি যারা আপনার ওপরে বিশ্বাস করে। আর যখন আপনার শহীদ স্তিফানের রক্ত ঝরে, আমিও পাশে দাঁড়িয়েছিলাম ও তাঁর মৃত্যুর অভিপ্রায়ে সম্মতি দিচ্ছিলাম, ও তাদের বস্ত্র সংরক্ষণ করি যারা তাকে হত্যা করে। পৌল ভাবেন যিরূশালেম যিহূদীরা তাঁর সাক্ষ্য প্রতিরোধ করতে পারবে না। যে তারা বিবেচনা করবে যেন তাঁর মাঝে এই মহা পরিবর্তন শুধু ঈশ্বরের ক্ষমতা দ্বারা সাধিত হতে পারে। কিন্তু যীশু তার উদ্দেশে বলেন,প্রস্থান কর, কারণ আমি তোমাকে দূরে পরজাতিয়দের কাছে প্রেরণ করবো।GCBen 39.1

    যিরূশালেম থেকে পৌলের অনুপস্থিতিতে, বিভিন্ন স্থানের উদ্দেশে তিনি অনেকপত্র লিখে তার অভিজ্ঞতা বর্ণনা করেন, ও এক জোরালো সাত্ম্য বহন করেন। কিন্তু অনেকেই সেই পত্ৰগুলির প্রভাব নষ্ট করতে কঠোর চেষ্টা করে। তাদের স্বীকার করতেই হয় যে তার পত্ৰগুলি গুরুত্বপূর্ণ ও ফলপদ ছিল তবে বিবৃতি দেয় যে তার দৈহিক উপস্থিতি দুর্বল ও তাঁর ভাষণ ঘৃণাই (নিকৃষ্ট) ছিল।GCBen 39.2

    আমি দেখি যে পৌল ছিলেন এক বিখ্যাত পান্ডিত্যের লোক, আর তার জ্ঞান ও আচার-শিষ্টাচার তার শ্রোতাদেরকে জাদু করে। পন্ডিত লোকেরা তার জ্ঞান নিয়ে সন্তুষ্ট ছিল, ও তাদের অনেকে যীশুর উপরে বিশ্বাস করে। যখন রাজাদের ও বড় সমারোহের সাক্ষাতে, তিনি এমন বাগ্মিতা নিঃসারিত করবেন যা তার সাক্ষাতে সবাইকে পরাভূত করে। এটা পুরোহিতদের ও প্রাচীনদের প্রচুররূপে ক্রুদ্ধ করে। পৌল তৎক্ষনাৎ গভীর যুক্তি-বিচারে প্রবেশ করতে পারতেন, ও উচ্চে উঠতে আর লোকদেরকে তাঁর সঙ্গে স্বপনে আনতে পারতেন, অতি উন্নত চিন্তার শ্রেণীতে, ও দৃষ্টিপথে ঈশ্বরের অনুগ্রহের গভীর ঐশ্বর্য আনতে পারতেন, ও তাদের সাক্ষাতে খৃষ্টের চমৎকার প্রেম সুস্পষ্ট ভাষায় বর্ণনা করতে পারতেন। তারপরে সারল্যের সঙ্গে তিনি সাধারণ লোকদেরকে ধী-শত্তির পানে নেমে আসবেন, আর এক অতি জোরালো রীতিতে তার অভিজ্ঞতা বর্ণনা করবেন, যা খৃষ্টের শিষ্য হতে তাদের কাছ থেকে গভীর আগ্রহ প্রয়োগ করে।GCBen 39.3

    প্ৰভু পৌলের কাছে প্রকাশ করেন যে যিরূশালেমে তাকে আবার যেতেই হবে, যে তিনি আবদ্ধ হলেও তার নামের জন্যে দুঃখভোগ করবেন। আর যদিও তিনি এক বড় সময় ধরে বন্দি ছিলেন, তথাপি প্ৰভু তার মাধ্যমে তাঁর বিশেষ কাজ সমুখে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। পৌলের বন্ধনগুলি ছিল খৃষ্টের জ্ঞান প্রসারের, এবং এভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করার উপায়সমূহ। যেমন তিনি তাঁর পরীক্ষার জন্যে নগর থেকে নগরে প্রেরিত হন, যীশুর সম্পর্কে সাক্ষ্য এবং তার মনপরিবর্তণের চিত্তাকর্ষক ঘটনাবলি রাজাদের ও শাসনকর্তাদের সাক্ষাতে বর্ণিত হয়, যাতে তারা যীশুর সম্পর্কে সাক্ষ্যবিহীন না থাকে। হাজার হাজার লোক তাঁর ওপরে বিশ্বাস করে ও তাঁর নামে আনন্দিত হয়। আমি দেখি যে জলের ওপরে পৌলের যাত্রায় ঈশ্বরের বিশেষ অভিপ্রায় পূর্ণ হয়, যাতে জাহাজের নাবিকেরা পৌলের মাধ্যমে ঈশ্বরের ক্ষমতার সাক্ষী হতে পারে, ও অনেকে তার শিক্ষার মাধ্যমে এবং যে চিহ্নকার্য তিনি সাধন করেন তা স্বচক্ষে দেখার মাধ্যমে মনপরিবর্তিত হতে পারে। রাজাগণ ও শাসনকর্তারা তার যুক্তির দ্বারা মোহিত হয়, আর যেমন, আগ্রহের ও পবিত্র আত্মার ক্ষমতার সাথে তিনি প্রচার করেন ও তাঁর অভিজ্ঞতার চিত্তাকর্ষক ঘটনাগুলি বর্ণনা করেন, বিশ্বাস সিদ্ধি তাদের ওপরে সংলগ্ন হয় যে যীশুই ঈশ্বরের পুত্র ছিলেন। আর যখন অনেকে বিস্ময়ে চমৎকৃত হয় যেমন তারা পৌলের কথা গুলি শ্ৰবণ করে, একজন চিৎকার করে ওঠে, তুমি অল্পেই আমাকে খ্ৰীষ্টিয়ান করিতে চেষ্টা পাইছে। তবুও তারা ভাবে যে কোনো ভবিষৎ সময়ে তারা বিবেচনা করবে তারা যা শুনেছিল। শয়তান বিলম্বের বিশেষ সুযোগ নেয়। আর যেমন তারাসুযোগটির অবহেলা করে যখন তাদের হৃদয় নরম ছিল, তা ছিল চিরকালের জন্যে, তাদের হৃদয় কঠোর হয়।GCBen 39.4

    আমাকে দেখানো হয় শয়তানের কার্য প্রথমে যিহূদীদের চোখ অন্ধ করায় যেন তারা যীশুকে তাদের ত্রাণকর্তারূপে গ্রহণ না করে আর পরে তাঁর পরাক্রমী কার্যগুলির কারণে ঈর্ষার মাধ্যমে তাঁর জীবন বাসনা করে। শয়তান যীশুর আপন শিষ্যদের একজনের মধ্যে প্রবেশ করে, ও তাকে তাদের হস্তে প্রতারিত করতে চালিত করে, আর তারা জীবন ও মহিমার প্রভুকে ক্রুশে দেয়। যীশু মৃতগণের মধ্যে হতে ওঠার পরে, এক মিথ্যার উদ্দেশে সাক্ষ্য দিতে অর্থের জন্যে রোমীয় চৌকিকে ভাড়া করে যিহূদীরা পাপের সঙ্গে পাপ যোগ করে যেমন তারা পূনঃউত্থানের তথ্যটি লুকোবার চেষ্টা করে। কিন্তু যীশুর পুনঃউত্থান দ্বিগুণ নিশ্চিত করা হয় এক বহুসংখ্যক সাক্ষ্যীর পূনঃউত্থানের দ্বারা যারা তাঁর সঙ্গে ওঠেন। যীশু তাঁর শিষ্যদের কাছে আবির্ভূত হন, একই সঙ্গে প্রায় পাঁচশত লোকের কাছে, যখন তারা যাদেরকে তিনি তাঁর সঙ্গে উঠিয়ে আনেন অনেকের কাছে আবির্ভূত হয়ে বিবৃত করেন যে যীশু উঠেছিলেন।GCBen 39.5

    তাঁর পুত্রকে গ্রহণ করতে অস্বীকার করার দ্বারা ও তাকে ক্রুশারোপিত করায় অতি বহুমূল্য রক্তের দ্বারা তাদের হস্ত কলঙ্কিত করায় শয়তান যিহূদীদেরকে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা ঘটিয়েছিল। যীশুর ঈশ্বরের পুত্র হওয়ার, জগতের মুক্তি দাতা হওয়ার, যেমন হওয়ার জোরালো প্রমাণই দেয়া হোক না কেন তাতে কিছু এসে যায় নি, তারা তাকে হত্যা করেছিল, ও তাঁর অনুকূলে কোনো প্রমাণ গ্রহণ করতে পারেনি। তার পতনের পরে শয়তানের ন্যায়, তাদের একমাত্র আশা ও সান্তনা ছিল, ঈশ্বরের পুত্রের বিরুদ্ধে জয়ী হবার চেষ্টা করা। খৃষ্টের শিষ্যদেরকে তাড়না করার দ্বারা ও তাদেরকে মেরে ফেলার দ্বারা তারা তাদের বিদ্রোহ চালিয়ে যেতে থাকে। কিছুই তেমন কৰ্কশভাবে তাদের কৰ্ণে পতিত হয় নি, যেমনটি সেই যীশুর নাম যাকে তারা ক্রুশে দিয়েছিল। আর তাঁর অনুকূলে কোনো প্রমাণ না শোনাবার উদ্দেশে তারা দৃঢ়প্রতিজ্ঞ ছিল। যেমন স্তিফানের বেলায়, যেমন পবিত্র আত্মা তাঁর মাধ্যমে তাঁর ঈশ্বরের পুত্র হবার জোরালো প্রমাণ বিবৃত করে, তারা তাদের কান বদ্ধ করে পাছে তারা দোষসিদ্ধ হয়। আর যখন স্তিফান ঈশ্বরের মহিমায় ঢাকা ছিলেন, তাকে তারা পাথর মেরে হত্যা করে। যীশুর হত্যাকারীদেরকে শয়তান দৃঢ়ভাবে তার কবলে রেখেছিল। দুষ্ট কার্যের দ্বারা তারা আপনাকে তাঁর ইচ্ছুক প্রজা করে, আর তাদের মাধ্যমে খৃষ্টের বিশ্বাসীদেরকে কষ্ট দিতে ও উত্যক্ত করতে শয়তান কার্যে রত ছিল। যীশুর নামের বিরুদ্ধে, ও যারা তাকে অনুসরণ করে ও তাঁর নামের ওপরে বিশ্বাস করে, তাদের বিরুদ্ধে পরজাতিয়দেরকে উত্তেজিত করতে সে যিহূদীদের মাধ্যমে কাজ করে। কিন্তু তাদের কার্যের জন্যে শিষ্যদেরকে সবল করতে ঈশ্বর দূতগণকে প্রেরণ করেন, যাতে তারা সেই বিষয়গুলির সম্বন্ধে সাক্ষ্য দিতে পারেন যা তারা দেখেছিলেন ও শুনেছিলেন, ও অবশেষে তাদের দৃঢসংকল্পে, তাদের রক্ত দিয়ে তাদের সাথে মোহর লাগাতে পারেন।GCBen 40.1

    শয়তান আনন্দিত হয় যে যিহূদীরা তাঁর ফাঁদে সুরক্ষিত ছিল। তারা তাদের অর্থহীন আচার-অনুষ্ঠান, তাদের বলিদানাদি ও বিধিগুলি চালিয়ে যায়। যেমন যীশু ক্রুশের ওপরে ঝোলেন, ও চিৎকার করে তখনো বলেন, ‘সমাপ্ত হইল’, মন্দিরের তিরস্করিনী উপর থেকে নীচে মাঝামাঝি চিরে যায়, এটা চিহ্নিত করতে যে ঈশ্বর মন্দিরে যাজকদের সঙ্গে আর সাৎ করবেন না তাদের বলিদান ও বিধি গ্রহণ করতে, আর এটা দেখাতেও যে যিহূদী ও পরজাতিয়দের মধ্যে বিভাগের প্রাচীর ভেঙ্গে যায়। ঈশ্বর উভয়ের জন্যেই এক বলিদান করেন, আর যদি আদৌ রক্ষা পায়, পাপের জন্যে একমাত্র বলিদানরূপে ও জগতের ত্রাণকর্তারূপে উভয়কে যীশুতেই বিশ্বাস করতে হবে।GCBen 40.2

    যখন যীশু ক্রুশের ওপরে ঝোলেন, যেমন সৈন্যরা তার কুক্ষিদেশে এক বর্শা দিয়ে বিদ্ধ করে, রক্ত ও জল বেরিয়ে আসে। দুই স্পষ্ট ধারায়, একটি রক্তের, অপরটি স্বচ্ছ জলের। রক্ত ছিল তাদের পাপ ধৌত করার যারা তাঁর নামে বিশ্বাস করবে। জল বর্ণনা করে সেই জীবন্ত জল যা বিশ্বাসীর উদ্দেশে জীবন দিতে যীশুর কাছ থেকে পাওয়া যায়।GCBen 40.3

    ______________________________________
    মথি ২৭:৫১( যোহন ১৯:৩৪(প্রেরিত ২৪ ও ২৬ অধ্যায় দেখুন।
    GCBen 40.4