২১শ অধ্যায় - মন্ডলী ও জগৎ মিলিত হয়।
শয়তান তখন তার দূতগণের সঙ্গে পরামর্শ করে ও তথায় তারা বিবেচনা করে তারা কি লাভ করেছিল। এটা ঠিক যে মৃত্যুর বিষয়ে ভয়ের মাধ্যমে কিছু ভীরু আত্মাকে তারা আগ্রহের সঙ্গে সত্য গ্রহণ করা থেকে সংরক্ষণ করেছিল, তবে অনেকেই, এমন কি অতিশয় ভীরুদের মধ্যে থেকেও সত্য গ্রহণ করে, ও সঙ্গে সঙ্গে তাদের ভয় ও ভীরুতা তাদেরকে ত্যাগ করে, ও যেমন তারা তাদের ভ্রাতৃগণের মৃত্যু স্বচক্ষে দেখে ও তাদের দৃঢ়তা ও ধৈৰ্য্য দেখে, তারা বুঝতে পারে যে তেমন সব কষ্টভোগ সহ্য করতে ঈশ্বর ও দূতগণ তাদেরকে সাহায্য করেন, আর তারা সাহসী ও নির্ভীক হয়। আর যখন তাদের আপন আপন জীবন ত্যাগ করতে আহূত হয়, এমন ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে তারা তাদের বিশ্বাস বজায় রাখে যা তাদের হত্যাকারীদেরকে কম্পমান করে। শয়তান ও তার দূতগণ স্থির করে যে আত্মাসমূহকে বিনষ্ট করতে, এবং শেষে অধিকতর নিশ্চিত এক আরো সফল উপায় আছে। তারা দেখে যে যদিও খৃষ্টানদেরকে ক্লেশভোগ করা তারা ঘটিয়েছে, তাদের দৃঢসংকল্পতা ও যে উজ্জ্বল প্রত্যাশা তাদেরকে উৎসাহিত-আহ্লাদিত করে, দুর্বলতমকে সবল হওয়া ঘটিয়েছে, এবং যে যন্ত্রনা দেবার যন্ত্রবিশেষ ও অগ্নিশিখাগুলি তাদেরকে ভীত-নিরুৎসাহ করতে পারে না। তারা খৃষ্টের উদারচেতা আচরণ অনুকরণ করে যখন তাদের হত্যাকারীদের সাক্ষাতে হয়, তাদের দৃঢসংকল্প, ও ঈশ্বরের যে মহিমা তাদের ওপরে স্থিতি করে তা স্বচক্ষে দেখবার দ্বারা অনেকেই সত্য সম্বন্ধে বিশ্বাসসিদ্ধ হয়। শয়তান সিদ্ধান্তে উপনীত হয় যে তাকে এক আরো কঠিন রীতিতে আসতে হবে। সে বাইবেলের শিক্ষাসমূহকে বিকৃত করেছিল ও সেই পরম্পরাগুলি যা অযুত অযুতের সংখ্যাকে নাশ করতে গভীরভাবে বদ্ধমূল হচ্ছিল। সে তার বিদ্বেষ সংযত করে, এবং তার প্রজাদের ওপরে অমন তীব্র উৎপীড়ন উত্তেজিত না করতে স্থির করে কিন্তু মন্ডলীকে চালিত করে বিবাদ করতে সেই বিশ্বাসের জন্যে নয় যা একদা ধার্মিকদের কাছে অর্পণ করা হয়, কিন্তু, বিবিধ পরম্পরার জন্যে। তাদেরকে উপকার করার মিথ্যে ছলের শর্তে, যেমন সে সেই মন্ডলীকে জগতের অনুগ্রহ ও সমাদর প্রাপ্ত হতে চালিত করে, সে মন্ডলী ঈশ্বরের সঙ্গে অনুগ্রহ হারানো শুরু করে। ক্রমে ক্রমে মন্ডলী তাঁর ক্ষমতা হারায়, যেমন সে সেই ন্যায্য সত্যসমূহ বিবৃত করা বর্জন করে যা আমোদ প্রমোদের অনুরাগীদেরকে ও জগতের হিতৈষীদেরকে বাইরে রাখে।GCBen 49.1
মন্ডলী সেই পৃথক ও অসামান্য (অদ্ভুত) লোকসমষ্টি নয় যা সে ছিল যমন উৎপীড়নের ক্ৰোধ তার বিরুদ্ধে প্ৰজ্বলিত হয়। সোনা কি করে নিষ্প্রভ হয়, কি করে অতি উত্তম সোনা পরিবর্তিত হয়? আমি দেখি যে যদি মন্ডলী সবাই তার পবিত্র ও অসামান্য চরিত্র ধরে রাখতো, পবিত্র আত্মার ক্ষমতা যা শিষ্যদের উদ্দেশে অংশপ্রদান করা হয় তার সঙ্গে থাকতো। পীড়িত আরোগ্যলাভ করতো, দিয়াবলগুলি (ভূত) তিরস্কৃত ও বহিস্কৃত হতো, ও সে তার শত্রুদের উদ্দেশে হতো ক্ষমতাশালী, ও এক অত্যন্ত ভীতির বস্তু।GCBen 49.2
আমি দেখি যে এক বৃহৎ সংখ্যক লোক খৃষ্টের নাম প্রকাশ্যে স্বীকার করে, তবে তার বলে ঈশ্বর তাদেরকে স্বীকার করেন না। তাদের সম্বন্ধে তার কোনো প্রীতি নেই। শয়তানকে মনে হয় এক ধর্মীয় চরিত্র গ্রহণ করার ভান করে, ও সে খুবই ইচ্ছুক ছিল যে লোকেরা মনে করুক তারা খৃষ্টান। সে খুবই ইচ্ছুক ছিল যে তারা যীশুকে, তাঁর ক্রশারোপণে, ও তার পুনঃত্থানে বিশ্বাস করুক। শয়তান ও তার দূতেরা এ সবকিছু নিজেরাই সম্পূর্ণরূপে বিশ্বাস করে ও কম্পমান হয়। তবে যদি এই বিশ্বাস উত্তম উত্তম কার্যে উত্তেজিত না করে ও যারা বিশ্বাস করে বলে প্রকাশ্যে স্বীকার করে তাদেরকে খৃষ্টের আত্মত্যাগকারী জীবন অনুকরণ করতে চালিত না করে, সে আলোড়িত বিরক্ত হয় না। কারণ তারা শুধু খৃষ্টান নাম গ্রহনের ভান করে, যখন তাদের হৃদয় তখনো জাগতিক আর তার সেবায় সে তাদেরকে তার চেয়ে উৎকৃষ্টতর রূপে ব্যবহার করতে পারে যদি তারা কোনো প্রকাশ্যে ঘোষণা না করতো। খৃষ্টান নামের শর্তে তারা তাদের বিফলতা লুকোয়। তারা তাদের অপবিত্র করা প্রকৃতি ও অবশীভূত মন্দ ভাবাবেগগুলি নিয়ে চালিয়ে নেয়। তাকে নিন্দে করতে ও যারা শুদ্ধ ও অকলুষিত ধর্মবিশ্বাস ধারণ করে, তাদেরকে অখ্যাতিকে আনতে, যীশুর মুখে তাদের অসম্পূর্ণতাগুলি নিক্ষেপ করতে অবিশ্বাসীদের জন্যে এটা উপলক্ষ প্রদান করে।GCBen 49.3
জাগতিক ধর্মবিশ্বাস ধারণকারীদের উদ্দেশে উপযোগী করতে ধর্মপরিচালকেরা স্নিগ্ধ-কোমল বিষয় প্রচার করে। এটা ঠিক শয়তান যেমনটি চায়। তারা যীশুকে ও বাইবেলের মর্মান্তিক সত্যগুলি প্রচার করতে সাহস করে না, কারণ যদি তারা করে, এই জাগতিক ধর্মবিশ্বাসধারীরা তাদের কথা শুনবে না। তাদের অনেকেই বিত্তবান ও যাদেরকে মন্ডলীতে ধরে রাখতেই হবে, যদিও তারা সেখানে থাকতে শয়তান ও তার দূতগণের চেয়ে অধিকতর যোগ্য নয়। যীশুর ধর্মকে জগতের চোখে জনপ্রিয় ও মান্য বলে মনে করানো হয়। লোকদেরকে বলা হয় যে যারা ধর্ম প্রকাশ্যে ঘোষণা করে তারা জগতের দ্বারা অধিকতর সম্মানিত হবে। খুবই অত্যধিক মাত্রায় তেমন তেমন শিক্ষা খৃষ্টের শিক্ষাসমূহ থেকে অমিল হয়। তার শিক্ষা এবং জগৎ শান্তিতে হতে পারে না। যারা তাকে অনুসরণ করে জগৎকে অস্বীকার করতে হয়েছিল। এই স্নিগ্ধ-কোমল বিষয় শয়তান ও তাঁর দূতগণকে নিয়ে উদ্ভূত হয়। তারা পরিকল্পনা গঠন করে। আর নামমাত্র ধর্ম বিশ্বাসধারীরা তা সম্পাদন করে। কপটী ও পাপীরা মন্ডলীর সঙ্গে সংযুক্ত হয়। প্রীতিকর মিথ্যা (উককথা) শেখানো হয়, ও তৎক্ষনাৎ গৃহীত হয়। তবে সত্য যদি তার শুদ্ধতায় প্রচার করা হয়, তা শীঘ্ৰই ভন্ড ও পাপীদেরকে বহির্ভূত করবে। কারণ খৃষ্টের প্রকাশ্যে ঘোষিত অনুগামী ও জগতের মধ্যে কোনো পাথৰ্ক নেই। আমি দেখি যে এই ভ্রান্ত মন্ডলীর সদস্যদের থেকে আবরণ গুলি যদি বিদীর্ণ হয়ে যায়, এমন পাপাচার, নীচতা ও ভ্ৰষ্টাচার প্রকাশিত হবে যে, ঈশ্বরের অত্যধিক নম্র (লজ্জাশীল) সন্তানের তাদের সেই সঠিক নাম নিয়ে ডাকতে কোনো দ্বিধাগ্রস্ত ভাব (সন্দেহ) থাকবে না, যা হচ্ছে তাদের পিতা দিয়াবলের সন্তান, কারণ তার কার্যাবলীই তারা করে। যীশু ও সমস্ত স্বর্গীয় বাহিনী দৃশ্যটির ওপরে অত্যন্ত বিরাগের সঙ্গে তাকান তথাপি মন্ডলীর জন্যে ঈশ্বরের এক বাৰ্তা ছিল যা ছিল পবিত্র ও গুরুত্বপূর্ণ। যদি গৃহীত হয় তা মন্ডলীতে এক পূর্ণাঙ্গ ধর্মসংস্কার করবে, জীবন্ত সাক্ষ্যকে পুনর্জীবিত করবে যা কপট ও পাপীগণকে অপরাধ মুক্ত করবে ও মন্ডলীকে আবার ঈশ্বরের সঙ্গে অনুগ্রহে আনবে।GCBen 49.4
______________________________________
যিশাইয় ৩০:৮-২১( যাকোব ২:১৯( প্রকাশিত বাক্য ৩ অধ্যায় দেখুন।GCBen 50.1