Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মহা বিবাদ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ২য় অধ্যায় - মানবের পতন

    আমি দেখি যে পবিত্র দূতগণ প্রায়শঃ উদ্যানটি পরিদর্শন করেন এবং তাদের নিয়মিত কাজ সম্পর্কে আদম ও হবাকে নির্দেশ দেন, আর শয়তানের বিদ্রোহ ও তার পতন সম্পর্কেও তাদেরকে শেখান। দূতগণ তাদেরকে শয়তানের বিষয়ে সতর্ক করেন, এবং তাদের নিয়মিত কার্যে একজন অপরের কাছ থেকে বিচ্ছিন্ন না হতে তাদেরকে সাবধান করেন। কারণ তারা পতিত শত্ৰুর সঙ্গে সংস্পর্শে আসতে পারেন। ঈর তাদেরকে যে উপদেশাদি দিয়েছিলেন সেগুলি মনোযোগের সঙ্গে পালন করতে দূতগণ তাদের ওপরে নির্দেশ দেন। কারণ সম্পূর্ণ আনুগত্যে তারা নিরাপদ থাকবেন। আর যদি তারা আজ্ঞাবহ থাকেন, এই পতিত শত্রু তাদের ওপরে কোনো ক্ষমতা রাখতে পারবে না। GCBen 11.1

    তাকে আজ্ঞা লঙ্ঘন, অবাধ্য করাতে হবাকে নিয়ে শয়তান তার কাজ আরম্ভ করে। সে প্রথমে ভুল করে তার স্বামীর কাছ থেকে বিপথে যাওয়ায় পরে, নিষিদ্ধ বৃক্ষের চারপাশে বিলম্ব করায়, আর পরে প্রলোভন কারীর কণ্ঠের প্রতি শ্রবণ করায়, আর এমন কি ঈশ্বর যা বলেছিলেন তাতে সন্দেহ করতে সাহস করায় — যেদিন তুমি তা খাবে তুমি অবশ্যই মরবে। তিনি ভাবেন, সদা প্রভু ঠিক যেমনটি বলেছিলেন হয়তো তেমনটি বোঝায় না তিনি অবাধ্য হবার ঝুঁকি নেন। তিনি তার হাত বাড়িয়ে দেন, ফলটি নেন, ও খান। দৃষ্টির উদ্দেশে তা প্রীতিকর ছিল, ও স্বাদেতে মনোরম ছিল। তিনি ঈর্ষান্বিত ছিলেন ঈশ্বর তাদের কাছ থেকে তা ধরে রেখেছিলেন যা প্রকৃত পথে তাদের ভালর জন্যে ছিল। তিনি তার স্বামীর উদ্দেশে তা দিতে চেয়ে, তদ্বারা তাকে প্ৰলাোভিত করেন। সৰ্প যা বলেছিল তিনি আদমের কাছে সবটুকু বর্ণনা করেন ও তার বিস্ময় ব্যক্ত করেন যে তার কথা বলার ক্ষমতা ছিল।GCBen 11.2

    আমি দেখি আদমের মুখমন্ডলে এক বিষণ্ণতা আসে। তাকে ভীত ও বিস্মিত দেখায়। তার মনে এক দ্বন্দ্ব চলছিল বলে মনে হয়। তার নিশ্চিতরূপে মনে হয় যে এই সেই শত্ৰু যার বিরুদ্ধে তাদেরকে সতর্ক করা হয়েছিল ও যে তার স্ত্রীকে অবশ্যই মরতে হবে। তাদের অবশ্যই বিচ্ছিন্ন হতে হবে। হবার জন্যে তার ভালবাসা প্রবল ছিল। আর অত্যন্ত নিরাশায় তিনি তার ভাগ্যের অংশী হতে সংকল্পনেন। তিনি ফলটি ধরেন আর তাড়াতাড়ি তা খেয়ে ফেলেন। তখন শয়তান উল্লসিত হয়। সে স্বর্গে বিদ্রোহ করেছিল ও যারা তাকে ভালবাসে তাদের সহানুভূতি পায়, যারা তার বিদ্রোহে তার অনুগামী হয়। সে পতিত হয়, ও তার সঙ্গে অন্যদের পতন ঘটায়। আর এক্ষণে সে ঈশ্বরে অবিশ্বাস করতে, তাঁর বিজ্ঞতায় প্রশ্ন করতে, এবং তার সর্বজ্ঞানী পরিকল্পনা সমূহের ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে, নারীকে প্ৰলাোভিত করে। শয়তান জানতো নারী একাকী পতিত হবে না। আদম, হবার প্রতি তার ভালবাসার মাধ্যমে ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হন ও তার সঙ্গে পতিত হন।GCBen 11.3

    মানবের পতনের সংবাদ স্বর্গের সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রত্যেক বীণা নিস্তব্ধ হয়, দুঃখে দূতগণ তাদের মস্তক থেকে মুকুট নিক্ষেপ করেন। সমগ্র স্বর্গ উদ্বেগময় হয়। দোষী দম্পতির প্রতি অবশ্যই কি করা যায় তা স্থির করতে এক মন্ত্রণাসভা করা হয়। দূতগণের ভয় হয় যে তারা হাত বাড়াবে, ও জীবন-বৃক্ষের ফল খাবে ও অমর পাপী হবে। কিন্তু ঈশ্বর বলেন যে তিনি আজ্ঞা লঙ্গন কারীদেরকে উদ্যান থেকে তাড়িয়ে দেবেন। জীবন-বৃক্ষের রাস্তা পাহারা দিতে তৎক্ষণাৎ দূতগণকে নিয়োগ করা হয়। শয়তানের সুচিন্তিত পরিকল্পনা চলে এসেছিল যে আদম ও হবা ঈশ্বরের অবাধ্য হবে, তাঁর ভ্ৰুকুটি প্রাপ্ত হবে, আর তারপরে জীবন-বৃক্ষের ফল খেতে চালিত হবে, যেন তারা চিরকাল পাপে ও অবাধ্যতায় বেঁচে থাকতে পারে। আর এভাবে পাপ অমরত্ব লাভ করবে। কিন্তু উদ্যান থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পবিত্র দূতগণকে প্রেরণ করা হয়, যখন আরেক দূতের দলকে জীবন-বৃক্ষের পথ চৌকি দিতে নিয়োগ করা হয়। এই প্রবল প্রতাপ দূত গনের প্রত্যেকের হাতে কিছু আছে বলে মনে হয়, যা এক উজ্জ্বল তরবারির মতন দেখায়।GCBen 11.4

    অতঃপর শয়তান বিজয়ী হয়। তার পতনের দ্বারা অন্যদেরকে সে দুদৰ্শাভোগী করায়। তাঁকে স্বর্গ থেকে বহির্ভূত করা হয়। তাদেরকে নন্দনকানন থেকে।GCBen 11.5

    ______________________________________
    আদিপুস্ত ৩ অধ্যায় দেখুন।
    GCBen 11.6