Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    আসন্ন ঘটনাবলি

    আমাদের লোকেরা সুযোগ্য গণ্য হওয়ার পক্ষে খুবই নগণ্য বিবেচিত হয়েছেন, তবে একটি পরিবর্তন আসবে। খ্রীষ্টান জগৎ এখন নানা আন্দোলন করছে যা অগত্য আজ্ঞলা পালনকারী লোকদের প্রাধান্য দেবে। ঈশ্বরের সত্যকে প্রতিনিয়ত বিবিধ তত্ত্ব এবং মানুষের উৎপত্তি বিষয়ক মিথ্যা মতবাদ উচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। যারা ঈশ্বরের প্রতি অনুগত থাকবে তাদের বিবেককে পদাবনত করার জন্য পদক্ষেপ নিতে আলোড়ণ চলছে। আইন প্রণয়নের ক্ষমতাগুলি ঈশ্বরের প্রজাদের বিরুদ্ধে থাকবে। প্রত্যেক আত্মা পরীক্ষিত হবে। - Testimonies for the Church 5:546. ChSBen 156.3

    মানুষ ঈশ্বরের বিধানের সরাসরি বিরোধী আইনগুলিকে উচ্চীকৃত এবং কঠোরভাবে বলবৎ করবে। যেহেতু তাদের নিজস্ব আজ্ঞাগুলি কার্যকর করতে উদ্যোগী, তারা সরল “সদাপ্রভু বলেন” বাক্য থেকে মুখফিরিয়ে নেবে। একটা নকল বিশ্রামের দিনকে সমুন্নত করে, তারা তাঁর চরিত্রের অনুলিপি, মানুষকে যিহোবার ব্যবস্থাকে অসম্মান করতে বাধ্য করার চেষ্টা করবে। অন্যায় কর্মের বিষেয় নির্দোষ হওয়া সত্ত্বেও ঈশ্বরের সেবকদের শয়তান অনুপ্রাণিত ঈর্ষা এবং ধর্মীয় গোড়াঁমিতে পরিপূর্ণ লোকদের হাতে লাঞ্ছনা ও অপমানিত হওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে। -Testimonies for the Church 9:229.ChSBen 157.1

    ধর্মীয় শক্তিগুলি পেশায় স্বর্গের সঙ্গে সংশ্লিষ্ট এবং মেষশাবকের চরিত্র বৈশিষ্ট্যর দাবিদার, তাদের ক্রিয়াকলাপ দ্বারা দেখিয়ে দেবে যে তারা ড্রাগন নাগের হৃদয়ের অধিকারী এবং তারা শয়তানের দ্বারা প্ররোচিত ও নিয়ন্ত্রিত। সময় আগতপ্রায় যখন ঈশ্বরের লোকেরা সপ্তম দিন পবিত্ররূপে পালনের কারণে অত্যাচারিত হবে। কিন্তু ঈশ্বরের লোকেদের তাঁর পক্ষে সুদৃঢ় তাকতে হবে। এবং প্রভু তাদের পক্ষে কাজ করবেন, স্পষ্টভাবে দেখিয়ে দেবেন যে তিনিই দূতগণের ঈশ্বর । -Testimonies for the Church 9:229,230. ChSBen 157.2

    শয়তান মানব হৃদয়কে প্ররাচিত করতে পারে এমন প্রতিটি ক্রোধ, নিন্দা, এবং নিষ্ঠুরতা যীশুর অনুগামীদের উপরে প্রযুক্ত হয়েছে। এবং এটি পুনরায় লক্ষনীয় পদ্ধতিতে পূরন করা হবে; কারণ মাংসিক হৃদয় এখনও ঈশ্বরের ব্যবস্থার শত্রু এবং এর আজ্ঞা সকলের সামঞ্জস্যপূর্ণ নয়। সেই একই বিদ্বেষ যা আওয়াজ দুলেছিল, “ওকে ক্রুশে দাও।” সেই একই বিদ্বেষ যা শিষ্যদের তাড়না করতে প্ররাচিত করে এখনও অবাধ্যতার সন্তানদের মধ্যে বিদ্যামান। সেই একই আত্মা যা অন্ধকার যুগে নর-নারীদের কারাগারে আটক করেছে, নির্বাসিত করেছে, এবং মৃত্যুদন্ড দিয়েছে, তদন্তের নামে অকথ্য অত্যাচার করেছে, যা সেন্ট বার্থলোমিউয়ের গণহত্যার পরিকল্পনাও সম্পাদন করেছে, স্মিথফিল্ডে আগুন জ্বালিয়েছে, তা আজও অপ্রস্তুত হৃদয়ে চরম বিদ্বেষ নিয়ে কাজ করে। সত্যের ইতিহাসে সর্বদাই সঠিক এবং বেঠিকের মধ্যে সংগ্রামের নিদর্শন রয়েছে। এই জগতে সুসমাচার প্রচারের অগ্রগতি সব সময়েই বিরোধিতা, বিপদ, ক্ষতি এবং যন্ত্রণার মুখোমুখি হয়ে সম্পন্ন হয়েছে। -The Acts of the Apostles, 84,85.ChSBen 157.3

    অবশিষ্ট মণ্ডলীকে মহা পরীক্ষা এবং সংকটে ফেলা হবে। যারা ঈশ্বরের আজ্ঞা সকল এবং যীশুর বিশ্বাস পালন করেন তারা নাগ এবং তার বাহিনীর রোষের মুখে পতিত হবে। শয়তান জগৎকে তার প্রজা হিসাবে গণ্য করে; সে ঈশ্বরদ্রোহী মণ্ডলীর নিয়ন্ত্রণ লাভ করেছে; কিন্তু এখানে একটি ছোট্ট সংস্থা রয়েছে যেটি তার আধিপত্যকে প্রতিহত করছে। সে যদি তাদের পৃথিবী থেকে মুছে ফেলতে পারত তবে তার বিজয় সম্পূর্ণ হত। সে যেমন ইস্রায়েলকে বিনাশ করার জন্য জাতিগণকে প্রভাবিত করেছিল, তদ্রূপ অদূর ভবিষ্যতে সে ঈশ্বরের প্রজাদের ধ্বংস করার জন্য জগতের দুষ্ট চক্রগুলিকে উত্তেজিত করবে। সকলকে দিব্য আইন অমান্য করে মানব নির্দেশনাগুলির আনুগত্য করতে বলা হবে। যারা ঈশ্বরের প্রতি যথার্থ এবং কর্তব্যে অটল থাকবেন তারা “বাবা-মা, ভাইবোন, এবং আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের দ্বারা ‘‘ প্রতারিত হবেন। -Testimonies for the Church 9:231. ChSBen 157.4

    সময়টি খুব বেশি দূরে নয় যখন পরীক্ষাটি প্রত্যেক আত্মার সামনে আসবে। মিথ্যা শাব্বাথ পালনের জন্য আমাদের প্ররোচিত করা হবে। প্রতিদ্বন্দ্বিতাটি হবে ঈশ্বরের আজ্ঞা এবং মানুষের আদেশের মধ্যে । যারা ধাপে ধাপে পার্থিব দাবিকে মানতে থাকবেন, এবং জাগতিক রীতিনীতিতে অভ্যস্ত হবেন, তারা সেই শক্তির কাছে আত্মসমর্পণ করবেন যেখানে ক্ষমতাচ্যুতি, অবমাননা, কারাগারের হুমকি, এবং মৃত্যুর হাতছানি থাকবে না। ঐ সময়েই সোনাকে জঞ্জাল থেকে পৃথক করা হবে। অনেক তারকা যাদের আমরা তাদের ঔজ্জ্বল্যের জন্য প্রশংসা করি তখন অন্ধকারে হারিয়ে যাবে। যারা ধর্মধামের অলঙ্কারে ভূষিত হয়েছেন, কিন্তু খ্রীষ্টের ধার্মিকতার পোমাক পরিধান করেন নি, তারা তখন তাদের নিজের উলঙ্গতার জন্য লজ্জিত হবেন। -Prophets and Kings, 188.ChSBen 158.1

    আমাদের সামনে একটা অব্যাহত সংগ্রামের সম্ভাবনা রয়েছে, কারাভোগের ঝুঁিক, সম্পত্তি হারানো, এমনকি জীবন বিসর্জন পর্যন্ত, ঈশ্বরের ব্যবস্থা সুরক্ষিত রাখার স্বার্থে, যা মানুষের আইন দ্বারা অকেজো করা হয়েছে। -Testimonies for the Church 5:712.ChSBen 158.2

    সেই সময় দ্রুত এগিয়ে আসছে যখন সত্যে প্রতিরক্ষায় যারা দাঁড়াবেন তারা খ্রীষ্টের দুঃখগুলির সহভাগিতা করার অর্থ নিজের অভিজ্ঞতার মাধ্যমেই জানতে পারবেন। মহা নির্যাতক দেখতে পায় যে তার কাজ করার জন্য হাতে অল্পই সময় আছে, আর শীঘ্রই সে মানুষের উপর তার অধিকার হারাবে, এবং তার থেকে তার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, আর তাই সে তাদের ধ্বংসের জন্য তার সমস্ত অধার্মিকতার অপকৌশল সহ কাজ করছে। কুসংস্কার এবং ভ্রান্তি সত্য , ন্যায়বিচার এবং সাম্যকে পদদলিত করছে। প্রতিটি শক্তি যা সত্যের প্রতি শত্রুভাবাপন্ন তাকে জোরদার করা হচ্ছে। -The Southern Watchman, October 31,1905.ChSBen 158.3

    শান্তি ও সমৃদ্ধির সময় মণ্ডলী যে কাজ করতে ব্যর্থ হয়েছে, তাকে তা ভয়ঙ্কর সংকটের মধ্যে, সবচেয়ে হতাশাজনক, নিষিদ্ধ পরিস্থিতির অধীনে করতে হবে। যে সতর্কবার্তা জাগতিক বাধ্যবাধকতাকে নীরব বা নিবৃত্ত করেছে, তা বিশ্বাসের পরম শত্রুর ভয়ানক বিরুদ্ধাচরণের মধ্যে দেওয়া হবে। আর সেই সময়ে উপরস্থ, রক্ষণশীল শ্রেণী, যার প্রভাব কাজটি প্রগতি কঠোর ভাবে ব্যাহত করেছে, বিশ্বাস বর্জন করবে, এবং তার স্বীকৃত শত্রুর পক্ষ নেবে যাদের প্রতি তাদের সহানুভূতি দীর্ঘদিনের। এই ধর্মভ্রষ্টরা তখন অতি তিক্ত শত্রুতা প্রকাশ করবে, তাদের সর্বশক্তি দিয়ে তারা তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবে। এই দিন আমাদের সামনে এসে গেছে। মণ্ডলীর সদস্যবৃন্দ স্বতন্ত্রভাবে পরীক্ষিত এবং প্রমাণিত হবে। তাদের এমন পরিস্থিতিতে রাখা হবে যেখানে তারা সত্যের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য হবে। অনেককে কাউন্সিলের সামনে এবং বিচারের আদালতে তাদের এই জরুরি পরিস্তিতিতে সহায়তা করতে পারে তারা তা অর্জন করতে অবহেলা করেছে, এবং নষ্ট সুযোগ এবং অবহেলিত সুবিধার কথা ভেবে তাদের হৃদয় অনুশোচনায় ভারাক্রান্ত হবে। -Testimonies for the Church 5:463.ChSBen 159.1

    প্রোটেস্ট্যান্ট বিশ্ব আজ একটা ক্ষুদ্র সংস্থাকে শাব্বাথ পালন করতে দেখছে দ্বারে মর্দখয়ের মতো । তার স্ববাব ও আচরণ, ঈশ্বরের ব্যবস্থার প্রতি শ্রদ্ধা, যারা প্রভুর ভয় ত্যাগ করে এবং তাঁর শাব্বাথকে পদদলিত করে তাদরে জন্য তীব্র তিরস্কার; আর অবাঞ্ছিত অনুপ্রবেশকারীকে অবশ্যই কোন না কোন উপায়ে পথ থেকে সরিয়ে দিতে হবে। -Testimonies for the Church 5:450.ChSBen 159.2

    শয়তান সেই সকল বিনয়ী সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্ষেভ প্রকাশ করবে যারা জনপ্রিয় রীতিনীতি ও ঐতিহ্য গ্রহণে অস্বীকৃতি জানাবেন। ঈশ্বরের লোকদের বিরুদ্ধে পরামর্শ নিতে তারা অন্যায়ী ও জঘন্যদের সঙ্গে যুক্ত হবে।সম্পদ, প্রতিভা, শিক্ষা,তাদের ঘৃণায় ঢেকে রাখার জন্য একজোট হবে। অত্যাচারী শাসক, মন্ত্রী, এবং সদস্যেরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কলম ও কন্ঠে, কড়া কথা, হুমকি ও বিদ্রুপের মাধ্যমে তারা তাদের বিশ্বাসকে উৎখাত করতে চাইবে। মিথ্যা উপস্থাপনা এবং ক্রুদ্ধ আবেদনের দ্বারা তারা জনগণের আবেগকে নাড়া দেবে। বাইবেল শাব্বাথের সমর্থকদের বিরুদ্ধে “শাস্ত্র এই কথা বলে” বলার সুযোগ না পেয়ে তারা এই অভাব পূরণের জন্য অত্যাচারী আইনের আশ্রয় নেবে। জনপ্রিয়তা এবং পৃষ্ঠপোষকতা বজায় রাখতে, আইন-প্রণেতারা একটি রবিবার আইনের দাবিকে উৎসাহিত করবেন। এই রণক্ষেত্রে সত্য এবং ভুলের মধ্যে বিতর্কের শেষ মহা সংঘাত উপস্থিত হবে। -Testimonies for the Church 5;450,451ChSBen 159.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents