Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অধ্যায় ১৪ — ধর্মীয় স্বাধীনতা

    উপযুক্ত প্রার্থনা

    দায়ূদ প্রার্থনা করেছিলেন, “সদাপ্রভুর কার্য করিবার সময় হইল; কেননা লোকে তোমার ব্যবস্থা খণ্ডন করিয়াছে।” এই প্রার্থনা বর্তমান সময়ে কম প্রাসঙ্গিক নয়। জগৎ ঈশ্বর থেকে বিচ্যুত হয়েছে এবং এর নীতিহীন পরিস্থিতি হৃদয়ে আতঙ্ক হানে, এবং যারা মহান সম্রাটের অনুগত সংস্কার সাধনের জন্য তাদের সকলকে প্রবৃত্তি দেয়। পোপীয় শক্তি যিহোবার বিশ্রামবারের স্থানে একটি স্থানে একটি ভেজাল বিশ্রামবার প্রতিস্থাপনের দ্বারা ঈশ্বরের ব্যবস্থা পরিবর্তনের চিন্তা করেছে; এবং সমগ্র ধর্মীয় জগতে মিথ্যা বিশ্রামবারকে শ্রদ্ধা করা হয়, আর সেস্থানে সত্যাটিকে অপবিত্র পদতলে পদদলিত করা হয়। ChSBen 156.1

    ঈশ্বরের ব্যবস্থার উপর খ্রীষ্ট ও তাঁর দূতগণ এবং শয়তান ও তার দূতদের মধ্যে বিবাদের শেষ মহাসংগ্রাম শুরু হবে এবং সমুদয় জগতের জন্য তার ফয়শালা হয়ে যাবে। দায়িত্বশীল পদে অধিষ্ঠিত লোকেরা কেবল নিজেরা বিশ্রামবারকে অবহেলা এবং তুচ্ছ করবেন না , কিন্তু পবিত্র মঞ্চ থেকে মানুষকে সপ্তাহের প্রথম দিনটি পালন করবার জন্য অনুরোধ করবেন, মানবসৃষ্ট এই প্রতিষ্ঠানের পক্ষে ঐতিহ্যধারা এবং প্রথাকে সমর্থন করবেন। তারা স্থল ও সমুদ্রের বিপর্যয়কে - প্রবল ঝড়, বন্যা, ভ’মিকম্প, বিধ্বংসী অগ্নিকান্ড প্রবৃতিকে নির্দেশ করে ব্যক্ত করবেন যে এগুলি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, দুর্যোগের পর দুর্যোগ ঘনিয়ে আসবে, এবং যারা ঈশ্বরের ব্যবস্থাকে অমান্য করেন তারা জগতে এই ক্রোধবহ্নি নিয়ে আসার জন্য চতুর্থ আজ্ঞা অনুযায়ী শব্বাথ পালনকারী অল্পসখ্যকদের দায়ী করনেন। এই মিথ্যাচারিতা শয়তানের চক্রান্ত যাতে সে অসাবধানীদের ফাঁদে ফেলতে পারে। -The Southern Watchman, June 28,1904.ChSBen 156.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents