Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রযুক্ত দৃষ্টান্তকাহিনী

    ঈশ্বরের ব্যবস্থার অন্যতম দুটি মহৎ নীতি হল ঈশ্বরের প্রতি সর্বোত্তম ভালবাসা এবং আমাদের প্রতিবেশীর প্রতি স্বার্থহীন ভালবাসা। প্রথম চারটি আজ্ঞা এবং শেষ ছয়টি এই দুই মূলনীতিকে অবলম্বন করে আছে কিম্বা বিস্তৃত হয়েছে। যিনি যিরূশালেম থেকে যিরীহো যাচ্ছিলেন এবং তস্করের হাতে পড়েছিলেন, এবং যার সর্বস্ব ছিনতাই করে আধমারা করে পথের ধারে ফেলে রাখা হয়েছিল, সেই ব্যক্তির দৃষ্টান্তে তাঁর প্রকৃত প্রতিবেশী কে তার ব্যাখা খ্রীষ্ট ব্যবস্থাবেত্তাকে জানিয়েছিলেন। যাজক এবং লেবীয় পুরোহিতেরা এই লোকটিকে কষ্ট ভোগ করতে দেখেছিলেন, কিন্তু তাদের হৃদয় লোকটির প্রয়োজনে সাড়া দেয়নি। তারা তাকে এড়িয়ে পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন। শমরীয় ঐ পথে এসেছিলেন, আর যখন তিনি অপরিচিত পথিকের সাহায্যের প্রয়োজনীতা দেখলেন তিনি কোন প্রশ্ন তোলেননি সেই ব্যক্তি কোন আত্মীয়, কিম্বা কোন দেশ বা কোন ধর্মের; কিন্তু তিনি আক্রান্ত ব্যক্তিটিকে সাহায্যের জন্য কাজ করতে শুরু করলেন কারণ সেটাই করা দরকার ছিল। তিনি যথাসাধ্য তার ব্যথা লাঘবের চেষ্টা করেছিলেন, নিজের পশুর পিঠে চাপিয়ে একটা সরাইখানায় নিয়ে এসেছিলেন এবং নিজের খরচে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। ChSBen 192.4

    এই শরমীয়, খ্রীষ্টের কথায়, যিনি দস্যুর মধ্যে পড়েছিলেন তার প্রতিবেশী। লেবীয় এবং যাজক মণ্ডলীর এমন এক শ্রেণীর প্রতিনিধিত্ব করেন যারা যাদের সহানুভূতি ও সাহায্যের প্রয়োজন তাদের প্রতি উদাসীনতা প্রকাশ করেন। এই শ্রেণী, মণ্ডলীতে তাদের পদমর্যাদা থাকা সত্ত্বেও, আজ্ঞা লঙ্ঘনকারী। শমরীয়ান এমন এক শ্রেণীর প্রতিনিধিত্ব করেন যারা খ্রীষ্টের প্রকৃত সহকর্মী এবং যারা ভালো কাজ করার মাধ্যমে তাঁর দৃষ্টান্ত অনুকরণ করছেন।ChSBen 193.1

    যাদের দুর্ভাগা, অন্ধ, খঞ্জ, বিধবা, ক্লিষ্ট অনাথ এবং অভাবীদের জন্য করুণা রয়েছে, খ্রীষ্ট তাদের আজ্ঞা পালনকরীরূপে উপস্থাপন করেন, যারা অনন্ত জীনের অধিকারী হবেন। . . . খ্রীষ্ট সমস্ত দয়ার কার্য, দানশীলতা, এবং ভাগ্যবিড়ম্বিত, দৃষ্টিহীন, খঞ্জ, অসুস্থ, বিধবা এবং অনাথদের জন্য চিন্তাশীল বিবেচনা তাঁর প্রতি সাধন করা হয়েছে বলে গণ্য করেন; এবং এই কাজগুলি স্বর্গীয় নথিতে সংরক্ষিত থাকবে এবং পুরস্কৃত হবে। অপরপক্ষে, যারা হতভাগ্যদের প্রতি যাজক ও লেবীয়ের ঔদাসীন্য প্রকাশ করেন, এবং অপরের দুর্ভাগ্যের যারা সুযোগ নেন এবং নিজদের স্বার্থপূর্ণ সুযোগের তাগিদে তাদের কষ্ট বাড়িয়ে তোলেন, তাদের বিরুদ্ধে পুস্তকটিতে আদ্যোপান্ত লিখিত আছে। ঈশ্বর আমাদের প্রতিটি অন্যায়, প্রতিটি উদাসনিতার প্রকাশ, এবং আমাদের মধ্যেকার নিপীড়িতদের প্রতি প্রত্যেকটি অবহেলার নিশ্চিত প্রতিফল দেবেন। প্রত্যিককে শেষ পর্যন্ত তার কর্ম অনুসারে পুরস্কার দেওয়া হবে। -- Testimonies for the Church 3:511-513.ChSBen 193.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents