Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    কর্মের মাধ্যমে শিক্ষা

    তাদের শিক্ষা সম্পূর্ণ করতে শিক্ষার্থীদের মিশনারি কাজের জন্য সময় দেওয়া অত্যন্ত প্রয়োজন - এই সময়ে তারা তাদের পারিপার্শ্বিক সমাজের পরিবারগুলির আত্মিক প্রয়োজনীয়তার সঙ্গে পরিচিত হতে পারবে। তাদের উপর পড়াশোনার বোঝা এতটা চাপালে চলবে না যে তাদের অর্জিত জ্ঞান ব্যবহার করার সময়টা তারা পাবে না। ত্রুটিযুক্ত ব্যক্তিদের জন্য আন্তরিক মিশনারি প্রচেষ্টা করার জন্য তাদের সঙ্গে পরিচিত হওয়া এবং তাদের কাছে সত্য নিয়ে আসার কাজে তাদের উৎসাহিত করা দরকার। নম্রতার সঙ্গে কাজ করে, খ্রীষ্টের কাছে জ্ঞান অন্বেষণ করে, প্রার্থনায় নিবিষ্ট থাকার জন্য তারা অন্যদের সেই জ্ঞান দিতে পারে যা তাদের জীবনকে সমৃদ্ধ করেছে। -Counsels to Parents, Teacher, and Students, 545, 546. যেখানেই সম্ভব, স্কুল বছরের সময়কালে শিক্ষার্থীদের নগর মিশনের কাজে যুক্ত থাকা দরকার। তারা আশেপাশের শহর ও গ্রামে প্রচার কার্য চালাতে পারবে। খ্রীষ্টান সহায়তা কর্মের মাধ্যমে তারা ব্যাণ্ডগুলির মধ্যে নিজেদের গড়ে নিতে সক্ষম হবে। বিদ্যার্থীদের ঈশ্বরের প্রতি তাদের বর্তমান বাধ্যবাধকতার বিষয়ে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। বিদ্যালয়ের মেয়াদ শেষ হওয়ার পর, যখন তারা ঈশ্বরের জন্য বিরাট কাজ করতে পারবে এমন সময়ের প্রত্যাশায় অপেক্ষা না করে, তাদের ছাত্রজীবন চলাকালীন কিভাবে অন্যের সেবায় খ্রীষ্টের জোয়ালে আবদ্ধ হতে হয়, তা অধ্যয়ন করা আবশ্যক। -Counsels to Parents, Teacher, and Students, 547.ChSBen 68.5

    তারুণ্যের মন গভীর গুরুত্বের পাঠে পরিপূর্ণ করাই যথেষ্ট নয়; তারা যা গ্রহণ করেছে তা জ্ঞাপন করা আবশ্যক। -Counsels to Parents, Teacher, and Students, 549.ChSBen 69.1

    আমাদের কলেজ এবং প্রশিক্ষণ স্কুল থেকে দূরদেশে প্রচারক পাঠাতে হবে। স্কুলে থাকাকালীন, শিক্ষার্থীদের এই কাজের জন্য প্রস্তুত হতে, এবং প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে। এখানে তারা পরীক্ষিত এবং পরিশীলিত হবে, যাতে দেখা যাবে তাদের গ্রহণ যোগ্যতা কতটা এবং উপর থেকে তারা কোন অধিকার প্রাপ্ত হয়েছে কিনা। -Counsels to Parents, Teacher, and Students, 549.ChSBen 69.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents