Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সাক্ষীগণ

    আমরা খ্রীষ্টের সাক্ষী এবং আমরা আমাদের সময় ও মনোযোগকে পার্থিব স্বার্থ এবং পরিকল্পনা গ্রহণের অনুমতি দেব না। -- Testimonies for the Church 9:53, 54.ChSBen 20.5

    “তোমরা আমার সাক্ষী, প্রভু বলেছেন ... আমি ঘোষণা করেছি এবং তোমাদের উদ্ধার করেছি এবং আমি দেখিয়েছি যে তোমাদের মধ্যে বিদেশী দেবতা নাইঃ সুতরাং তোমরা আমার সাক্ষী।” “আমি সদাপ্রভু তোমাকে পবিত্রভাবে ডেকেছি এবং তোমার হাত ধরে রাখব, তোমাকে রক্ষা করব এবং তোমাকে দেব পরজাতিদের আলো হিসাবে লোকদের অঙ্গীকার; অন্ধদের চোখ খুলতে, কারাগার থেকে বন্দীদের বের করে আনতে, এবং যারা অন্ধকারে বসে আছে তাদের কারাগৃহ থেকে উদ্ধারের অধিকার।” -- The Acts of the Apostles, 10.ChSBen 20.6

    বিশ্বের মানুষ মিথ্যা দেবতাদের উপাসনা করছে। তারা তাদের মিথ্যা উপাসনা থেকে প্রত্যাবর্তন করুন, তাদের প্রতিমাণ্ডলির নিন্দা শুনে নেয়, বরং আরও ভাল কিছু দেখে। ঈশ্বরের মঙ্গলভাব জানা আবশ্যক। “তোমরা আমার সাক্ষী, সদাপ্রভু বলেন, আমিই ঈশ্বর।” -- Christ’s Object Lessons, 299.ChSBen 20.7

    যারা খ্রীষ্টের নগরে প্রবেশ করবেন তাদের সকলকেই ইহজীবনের সমূহ লেনদেন খ্রীষ্টকে সংযুক্ত রাখতে হবে। এতেই তারা খ্রীষ্টের বার্তাবাহক ও সাক্ষীরুপে গড়ে উঠবে। তারা সমস্ত মন্দ অভ্যাসের বিরুদ্ধে একটি সরল, নিবেদিত সাক্ষ্য বহন করবে এবং পাপীদেরকে ঈশ্বরের মেষশাবকের দিকে ঈঙ্গিত করবে, যিনি জগতের পাপভার বয়ে নিয়ে যান। -- Testimonies for the Church 9:23.ChSBen 21.1

    শিষ্যেরা খ্রীষ্টের সাক্ষীরূপে বের হয়েছিলেন, তারা তাঁর বিষয়ে যা দেখেছিলেন ও শুনেছিলেন তা প্রচার করতে। তাদের দপ্তর এত গুরুত্বপূর্ণ ছিল যে ইতিপূর্বে মানবজাতিকে ঈদৃশ স্থানে আহ্বান করা হয়নি, এটি স্বয়ং খ্রীষ্টের পরে একমাত্র দ্বিতীয় স্থান। মানুষদের উদ্ধারের জন্য তাদের ঈশ্বরের সহযোগী হিসাবে একত্রে কাজ করতে হয়। -- The Acts of the Apostles, 19.ChSBen 21.2

    ঐশী শিক্ষক বলেছেন ঃ আমার আত্মা একাই শিক্ষা দিতে এবং পাপের বিষয়ে দোষী সাব্যস্ত করতে সক্ষম। বাহ্যিক সহায়কগুলি কেবল মনের উপরে একটি অস্থায়ী ছাপ ফেলে। আমি বিবেকের উপর সত্য প্রয়োগ করব এবং মানুষ তার সময়, অর্থ, এবং বুদ্ধির মাধ্যমে আমার দাবি পূরণ করতে বিশ্বজুড়ে আমার সাক্ষী হবে। -- Testimonies for the Church 7:159.ChSBen 21.3

    তাঁর বিশ্বস্ততার পক্ষে আমাদের স্বীকৃতি স্বর্গের মনোনীত সংস্থান। প্রাচীন পবিত্র ব্যক্তিদের মাধ্যমে অবগত তাঁর পরম করুনাকে আমরা স্বীকৃতি জানাব, তবে যা সবচেয়ে কার্যকর হবে তা হল আমাদের নিজস্ব অভিজ্ঞতার সাক্ষ্য। আমাদের মধ্যেকার দিব্য শক্তির প্রকাশের মাধ্যমে আমরা ঈশ্বরের পক্ষ্যে সাক্ষ্য প্রদান করি। প্রত্যেক ব্যক্তির জীবন অন্য সবার থেকে আলাদা এবং একটি অভিজ্ঞতা মূলত তাদের থেকে পৃথক। ঈশ্বর বাসনা করেন যেন আমাদের স্তবস্তুতি আমাদের নিজস্ব ব্যক্তিত্ব দ্বারা চিহ্নিত হয়ে তাঁর সান্নিধ্যে উত্থিত হয়। ঈশ্বরের অনুগ্রহের গৌরবের এই সকল মূল্যবান স্বীকৃতিগুলি, যখন খ্রীষ্টসম জীবনের মাধ্যমে সমর্থিত হয়, তখন একটা অদম্য শক্তির সঞ্চার ঘটে, যা আত্মার মুক্তির জন্য কার্যকরী হয়। -- The Desire of Ages, 347.ChSBen 21.4

    ঈশ্বর তাঁর ইচ্ছামতো জ্ঞান এবং অনুগ্রহের আশ্চর্য এই অবিশ্বস্ত জগতে প্রদর্শন করতে পারেন না যদি তার সাক্ষীগণ সারা পৃথিবীতে ছড়িয়ে না পড়ে। এটা তাঁর পরিকল্পনা যে যারা খ্রীষ্টের মাধ্যমে এই মহান পরিত্রাণের অংশীদার তারা অবশ্যই তাঁর মিশনারি হবেন, তাদের বিশ্বজুড়ে আলোর বর্তিকা হওয়া উচিত, যা মানুষের কাছে চিহ্নস্বরূপ, জীবন্ত পত্রগুলি, সকল মানুষের জানা ও পড়া দরকার, তাদের বিশ্বাস এবং কাজ আসন্ন ত্রাণকর্তার নিকটবর্তী হওয়ার সাক্ষ্য দেয় এবং প্রদর্শন করে যে তারা বৃথা ঈশ্বরের অনুগ্রহ করেনি। জনগণকে অবশ্যই আসন্ন বিচারের প্রস্তুতি নিতে সতর্ক করতে হবে। -- Testimonies for the Church 2:631, 632.ChSBen 21.5

    তারা (শিষ্যরা) তাঁর খাঁটি পবিত্র জীবনকে ধ্যান করবার সাথে সাথে তারা অনুভব করেছিলেন যে কোন পরিশ্রমই অতি কঠোর হবে না, কোন ত্যাগের মাত্রাও খুব বেশি হবে না, যদি তারা কেবল খ্রীষ্টের চরিত্রের মাধুর্য তাদের জীবনে পরিস্ফূট করতে পারে। আহা, যদি তারা আগের তিনটি বছর এমন জীবন যাপন করত, তারা চিন্তা করেছিল, তাদের আচরণ কতই না আলাদা হত! তারা যদি পুনরায় প্রভুকে দেখতে পেত তাহলে কত আন্তরিকভাবে তাঁর প্রতি তাদের সুগভীর প্রেম প্রদর্শন করত, এবং শব্দ বা অবিশ্বাসের মাধ্যমে তারা তাঁকে যে মর্মান্তিক দুঃখ দিয়েছে তার জন্য তারা আন্তরিকভাবে মর্মবেদনা ব্যক্ত করত! তবে তাদের ক্ষমা করা হয়েছে এই ভেবে তারা সান্ত্বনা পেয়েছিলেন। এবং তারা সংকল্পবদ্ধ হয়েছিলেন যে, যতদূর সম্ভব তারা সাহসের সঙ্গে জগতের সামনে তাঁকে স্বীকার করে তাদের অবিশ্বাসের প্রায়শ্চিত্ত করবেন। -The Acts of the Apostles, 36.ChSBen 22.1

    সুস্থ হওয়া দুজন ভূতগ্রস্তই ছিলেন প্রথম মিশনারি যাদের খ্রীষ্ট ডেকাপলিস অঞ্চলে সুসমাচার প্রচার করার জন্য প্রেরণ করেছিলেন। কেবলমাত্র কয়েক মুহূর্তের জন্য, এই লোকেরা খ্রীষ্টের শিক্ষা শোনার সুয়োগ পেয়েছিল। তাঁর মুূখনিঃসৃত কোন উপদেশই সম্পূর্ণরূপে তাদের কর্ণগোচর হয়নি। যে শিষ্যগণ খ্রীষ্টের সঙ্গে প্রতিদিন ছিলেন তাদের মতো তারা মানুষকে শিক্ষা দিতে পারেনি। কিন্তু নিজেদের ব্যক্তিত্বের মাধ্যমে তারা প্রমাণ দিয়েছিল যে যীশু হলেন মশীহ। তারা যা জেনেছিল সেটাই বলতে পারত; কিন্তু তারা স্বয়ং খ্রীষ্টের শক্তি প্রত্যক্ষ করেছিল, শুনেছিল, এবং অনুভব করতে পেরেছিল। ঈশ্বরের অনুগ্রহের দ্বারা যাদের হৃদয় স্পর্শিত হয়েছে তারা প্রত্যেকেই এটা করতে পারে। যোহন, প্রিয় শিষ্য, লিখেছিলেন ঃ “যা আমরা প্রথম থেকেই শুনেছিলাম, যা আমরা শুনেছি, যা আমরা নিজের চোখ দিয়ে দেখেছি, যা আমরা প্রত্যক্ষ করেছি, এবং যা আমাদের হাত পরিচালনা করেছে, জীবনের বাণী থেকে, ... যা আমরা দেখেছি ও শুনেছি আমরা তাই তোমাদের কাছে ঘোষণা করি।” খ্রীষ্টের সাক্ষী হিসাবে, আমরা যেটা জানি, নিজেরা যেটা দেখেছি, শুনেছি ও উপলব্ধি করেছি সেটাই আমাদের বলতে হবে। আমরা যদি ধাপে ধাপে যীশুকে অনুসরণ করে থাকি, তিনি যে পথে আমাদের পরিচালিত করেছেন সেই সম্পর্কে আমাদের নির্দিষ্ট কিছু বলার থাকবে। আমরা বলতে পারি কিভাবে আমরা তাঁর প্রতিশ্রুতিটি পরীক্ষা করে তার সত্যতা খুঁজে পেয়েছি। খ্রীষ্টের করুণার বিষয়ে আমরা যা জেনেছি তার সাক্ষ্য বহন করতে পারি। এই সেই সাক্ষ্য যার জন্য আমাদের প্রভু আহ্বান করেন, এবং যার অভাবে বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে। Ñ The Desire of Ages, 340.ChSBen 22.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents