Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    এগিয়ে চলুন

    খ্রীষ্টান জীবনকে প্রায়শই বিপদ-আপদ ঘিরে থাকে এবং কর্তব্য পালন কঠিন বলে মনে হয় । কাল্পনিক চিত্রে আসন্ন বিনাশ সামনে, এবং পিছনে বন্ধন ও মৃত্যু। তবুও ঈশ্বরের কন্ঠস্বর স্পষ্ট বলে, এগিয়ে যাও। আমাদের দৃষ্টি অন্ধকার ভেদ করতে না পারলেও আমাদের আজ্ঞাটি পালন করতে হবে । যে প্রতিবন্ধকতাগুলি আমাদের অগ্রগতির পথে অন্তরায় সেগুলি নিষ্কর্মা সন্দীহান আত্মার সামনে থেকে অদৃশ্য হবে না। যতক্ষণ না প্রত্যেক অনিশ্চয়তা, অদৃশ্য হয় ততক্ষণ পর্যন্ত যারা অনুগত্য ¯থগিত রাখে এবং ব্যর্থতা ও পরাজয়ের কোন ঝুঁকি নিতে চায় না, তারা কোনদিনই আজ্ঞাবহ হবে না। বিশ্বাসের দৃষ্টি দুঃখকষ্টকে ছাড়িয়ে যায় এবং অদৃশ্যকে, এমন কি সর্বশক্তিমানকে ধারণ করে সুতরাং এটি কিংকর্তব্যবিমূঢ় হতে পারে না। বিশ্বাস প্রতিটি জরুরি অবস্থায় খ্রীষ্টের করতালি। -Gospel Workers, 262.ChSBen 112.3

    আমাদের ধারণাগুলি পুরোপুরি অতি সংকীর্ণ। আলো বিচ্ছুরনের কাজে অগ্রগতির জন্য ঈশ্বর নিরন্তর আহ্বান করেন। আমাদের অবশ্যই লোকের কাছে পৌছানেনার উন্নত পন্থা এবং উপায় অনুশীলন করতে হবে। বিশ্বাসের কান দিয়ে আমাদের প্রভুর বাহিনীর পরাক্রমী অধিনায়কের কথায় কর্ণপাত করা আবশ্যক, “এগিয়ে চলো।” বিশ্বাসে আমরা আমাদের ভূমিকা পালন করলে তিনি তাঁর ভূমিকা পালন করবেন। ভাই ও বোনেরা যারা সত্যে দীর্ঘকাল আছেন, ঈশ্বর আপনাদের যে কাজ করতে বলেছেন তা আপনারা করেননি। আত্মাদের প্রতি আপনাদের ভালবাসা কই? -Historical Sketches, 289. 290.ChSBen 112.4

    প্রাণ বাচাঁনোতে ছিল খ্রীষ্টের আনন্দ। এটা আপনার ও আপনার আনন্দ হোক। সমস্ত কর্তব্য সম্পাদন করুন এবং খ্রীষ্টের পক্ষে সমুহ ত্যাগ স্বীকার করুন, আর তিনি আপনার নিত্য সহায় হবেন। কর্তব্য ডাকে সরাসারি কোন আপাত কষ্ট আপনার পথ রোধ করতে পারবে না। ঈশ্বরের দেওয়া দায়িত্ববার গ্রহন করুন এবং কখনও কখনও ভারী বোঝা বইতে হলে, জিজ্ঞাসা করবেন না, ” আমার অলস ভাই কেন দাঁড়িয়ে আছে, তার উপর কোন জোয়াল নেই?” আপনার নিকটতম কর্তব্যটি করুন, এবং এটি পুরোপুরি এবং ভালভাবে করুন, প্রশংসা কামনা করে নয়, বরং মালিকের কাজ মনে করে, কারণ আপনি যে তাঁরই । -The Southern Watchman, April 2,1903.ChSBen 113.1

    ঈশ্বরের লোকদের ঊর্ধ্বমুখী এবং অগ্রবর্তী পথ ধরেই বিজয়। যিহোশূয়ের চেয়ে মহৎ একজন ইস্রায়েলের সেনাবাহিনীকে ও নেতৃত্ব দিচ্ছেন। একজন আমাদের মধ্যে আছেন, এমনকি আমাদের পরিত্রাণের ক্যাপ্টেন, যিনি আমাদের উৎসাহের জন্য ব্যক্ত করেছেন, ” আর দেখ, আমিই যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ” ” সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি। ” তিনি আমাদের নিশ্চিত জয়ের দিকে পরিচালিত করবেন। ঈশ্বর যে প্রতিশ্রুতি দেন যে কোন সময় তা সম্পাদন করতে সক্ষম। এবং তিনি তাঁর প্রজাদের যে কাজ করতে দেন, তাদের মাধ্যমে তা সম্পন্ন করতে সক্ষম। -Testimonies for the Church 2:122. ChSBen 113.2

    কেন আমরা খ্রীষ্টের আত্মার দ্বারা প্রবৃত্ত হই না? কেন আমরা মর্মান্তিক জগতের করুণ রোদনে এতটা অনুপ্রাণিত হই না? আমরা কি খ্রীষ্টের মুকুটে একটি তারা সংযুক্ত করার অদ্বিতীয় সুযোগকে বিবেচনা করি Ñ একটি আত্মাকে শয়তানের শিকলের বাঁধন থেকে বিচ্ছিন্ন করে ঈশ্বরের রাজ্যে মুক্ত করি? মন্ডলীকে অবশ্যই বর্তমান সত্য সংক্রান্ত সুসমাচারকে প্রত্যেক প্রাণীর কাছে বহন করার বাধ্যবাধকতা উপলব্ধি করতে হবে। আমি আপনাদের সখরিয় পুস্তকের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় পরার অনুরোধ জানাচ্ছি। এই অধ্যায়গুলি উপলব্ধি করলে, এগুলি গ্রহণ করলে, যারা ধামিকতার জন্য ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে আছেন তাদের জন্য একটি কাজ করা যেতে পারে, মন্ডলীর তাৎপর্যপূর্ণ কাজ, ” এগিয়ে যাও এবং ঊর্ধ্বমুখী হও।” -Testimonies for the Church 6:296.ChSBen 113.3

    এই পৃথিবীর অধিবাসীদের বিরাট অংশই শত্রুর প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে। কিন্তু আমরা প্রতারিত হয়নি। শয়তানের আপত বিজয় সত্ত্বেও, খ্রীষ্ট স্বর্গীয় ধর্মধামে এবং ইহ জগতে তাঁর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন । শেষের দিনের এই দুষ্টতা এবং দুর্নীতির অস্তিত্ব ঈশ্বরের বাক্যে চিত্রিত হয়েছে । ভাববাণীর পূর্ণতা দেখে, খ্রীষ্টের রাজ্যের চূড়ান্ত বিজয়ের প্রতি আমাদের বিশ্বাস সূদৃঢ় হয়; এবং আমাদের নির্ধারিত কাজটি সুসম্পন্ন করার জন্য আমাদের নতুন সাহস নিয়ে এগিয়ে যাওয়া আবশ্যক। -Gospel Workers, 26,27.ChSBen 113.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents