৫২ — একজন সুযোগ্য মানব
একজন নির্বাসিত ব্যক্তি, নহিমিয়, পারস্য রাজপ্রাসাদে একটি প্রভাব এবং সম্মানের পদ অলংকৃত করেছিলেন। রাজার পানপাত্ৰ বাহকরূপে তিনি অবাধে রাজোচিত সকাশে প্রবেশানুমতি লাভ করেছিলেন । তার পদের খাতিরে, এবং তার দক্ষতা এবং বিশ্বস্ততার কারণে, তিনি সম্রাটের বন্ধু এবং পরামর্শদাতা হতে পেরেছিলেন। রাজোচিত অনুগ্রহের গ্রাহক, তসত্ত্বেও, যাজকতা এবং সমারোহের মধ্যে থেকেও তিনি তার ঈশ্বর এবং তার লোকদের ভুলে যাননি। গভীর আগ্রহের সাথে তার অন্ত :করণ যিরূশালেমের প্রতি ফিরল; তার প্রত্যাশা এবং আনন্দ এর সমৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। এই ব্যক্তির মাধ্যমে, তার সঙ্গের জন্য পারস্যের রাজপ্রসাদে, কাজের জন্য তার বাসস্থান কর্তৃক প্রস্তুত, যেখানে তাকে আহ্বান করা হবে, ঈশ্বর তাদের পিতৃগণের দেশে তাঁর লোকদের কাছে আশীর্বাদ আনয়ন করার ইচ্ছা করেছিলেন । PKBeng 531.1
যিহূদীয়ার বার্তাবাহক কর্তৃক ইব্রীয় দেশপ্রেমিকগণ জানতে পারলেন যে, মনোনীত নগরী যিরূশালেমের কাছে সংকট উপস্থিত। প্রত্যাবর্তিত নির্বাসিত ব্যক্তিগণ নির্যাতন এবং গ্লানি ভোগ করছিলেন। মন্দির এবং নগরের কিয়দংশ পুননির্মিত হয়েছিল; কিন্তু পুনরুদ্ধার কাজ বিঘ্নিত হয়েছিল, মন্দিরের সেবাকার্য বাধাগ্রস্থ হল, এবং লোকেরা অবিরত সতর্ক দৃষ্টি রাখত কেননা নগরের প্রাচীরের বহু স্থান ধ্বংস প্রাপ্ত ছিল । PKBeng 531.2
দুঃখভারাক্রান্ত নহিমিয় আহার ও পানীয় গ্রহণ করতে পারলেন না; তিনি “ক্রন্দন করিলেন, এবং কয়েকদিন শোক করিলেন, এবং উপবাস করিলেন;” তিনি তার আর্তস্বরে ঐশ্বরিক সাহায্যকারীর কাছে ফিরে গেলেন। তিনি বললেন, “আমি স্বর্গের ঈশ্বরের সামনে প্রার্থনা করিলাম।” তিনি বিশ্বস্ততা সহকারে তার এবং তাঁর লোকদের পাপ সকল স্বীকার করলেন। তিনি এই আবেদন রাখলেন যেন ঈশ্বর ইস্রায়েলের কাজ পরিচালনা করেন, তাদের উসাহ এবং শক্তি ফিরিয়ে পুনরুদ্ধার করেন এবং যিহূদীয়ার ভগ্ন স্থানসমূহ নির্মাণে তাদেরকে সাহায্য করেন। PKBeng 531.3
নহিমিয় প্রার্থনা করলে, তার বিশ্বাস ও উসাহ বৃদ্ধি পেল। তার ওষ্ঠ পবিত্র প্রমাণ-যুক্তিতে পরিপূর্ণ হল। তিনি, ঈশ্বর, তাঁর প্রজাবৃন্দের ওপরে নিক্ষিপ্ত অপমানের দিকে নির্দেশ করলেন, এখন তারা তাঁর কাছে ফিরে এসেছে, আর তারা দুর্বলতা এবং অত্যাচারের মধ্যে পতিত হবে; আর তিনি সদাপ্রভুর কাছে সবিনয় অনুরোধ রাখলেন যেন তিনি এখন তার প্রতিজ্ঞা পূর্ণ করেন: “যদি তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ কর, তবে তাঁহার উদ্দেশ পাইবে; সমস্ত হৃদয়ের সহিত ও সমস্ত প্রাণের সহিত তাঁহার অন্বেষণ করিলেই পাইবে। যখন তোমার সঙ্কট উপস্থিত হয়, এবং এই সমস্ত তোমার প্রতি ঘটে, তখন সেই ভাবী কালে তুমি আপন ঈশ্বর সদপ্রভুর প্রতি ফিরিবে, ও তাঁহার রবে অবধান করিবে। কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ঈশ্বর; তিনি তোমাকে ত্যাগ করিবেন না, এবং দিব্য দ্বারা তোমার পিতৃপুরুষদের কাছে যে নিয়ম করিয়াছেন, তাহা ভুলিয়া যাইবেন না।” দ্বিতীয় বিবরণ ৪:২৯-৩১। ইস্রায়েল কনানে প্রবেশ করার পূর্বে মোশির মাধ্যমে এই প্রতিজ্ঞা তাদের প্রদান করা হয়েছিল, আর শতাব্দির পর শতাব্দি পর্যন্ত এটি অপরিবর্তনীয় ছিল। ইস্রায়েল প্রজাগণ এখন অনুতাপ এবং বিশ্বাস সহকারে তাঁর কাছে ফিরে এল, আর তার প্রতিজ্ঞা ব্যর্থ হল না । PKBeng 532.1
নহিমিয় প্রায়ই- তার লোকদের পক্ষে তার প্রাণ ঢেলে দিয়েছেন। কিন্তু এখন তিনি প্রার্থনা করার পরে তার মনে একটি পবিত্র উদ্দেশ্য স্থান পেল। তিনি এই অঙ্গীকার করলেন যে, যদি তিনি রাজার অনুমতি পান, এবং প্রয়োজনীয় সাহায্য কার্যসাধক সামগ্রী পান, তবে তিনিই যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণকার্য সম্পন্ন করার এবং ইস্রায়েলের জাতীয় শক্তি পুনরুদ্ধার করার দায়িত্ব গ্রহণ করবেন। তিনি রাজার দৃষ্টিতে অনুগ্রহ পাবার জন্য সদাপ্রভুর কাছে সাহায্য যাচঞা করলেন। যেন তার পরিকল্পনা বাস্তবায়িত হয়। “আর বিনয় করি, অদ্য তোমার এই দাসকে কৃতকার্য কর;” তিনি অনুরোধ করলেন, “ও এই ব্যক্তির সাক্ষাতে করুণাপ্রাপ্ত কর ।” PKBeng 532.2
নহিমিয় একটি উপযুক্ত সুযোগ লাভের জন্য চার মাস অপেক্ষা করেছেন রাজার কাছে তার অনুরোধটি জ্ঞাপন করার জন্য । এই সময়ব্যাপী যদিও তার হৃদয় দুঃখভারাক্রান্ত ছিল, তথাপি তিনি রাজার দরবারে তাকে আনন্দিত দেখাবার চেষ্টা করেছেন। এসকল বিলাসবহুল অট্টালিকায় সকলকে হালকা এবং সুখী মনে উপস্থিত থাকতে হবে। রাজ দরবারে উপস্থিত কারও মুখে হতাশার ছায়াপাত গ্রাহ্যনীয় না। কিন্তু নহিমিয়ের কর্মবিরতির সময়ে, মানব দৃষ্টি বহির্ভূত, অনেক প্রার্থনা উচ্চারিত হয়েছে, অশ্রুপাত পূর্বক পাপ স্বীকার করা হয়েছে এবং ঈশ্বর ও দূতগণ এসকল সাক্ষ্য শ্রবণ করেছেন । PKBeng 533.1
অবশেষে হিতাকাঙ্ক্ষী এবং দেশভক্তের হৃদয় দুঃখে ভারাক্রান্ত হয়েছিল, তা চাপিয়ে রাখা গেল না। বিনিদ্র রাত এবং ভাবনা চিন্তার দিনগুলো তার মুখমণ্ডলে রেখাপাত করে গেল। নিজের নিরাপত্তার জন্য ঈর্ষান্বিত রাজা, মুখভাব পাঠ করতে এবং কৃত্রিমতা বুঝতে অভ্যস্ত ছিলেন, আর তিনি লক্ষ্য করলেন কিছু কিছু গোপন সমস্যা যেন তার পানপাত্র বাহকের ওপরে শিকড় ধরে রয়েছে। “তোমার ত পীড়া হয় নাই,” তিনি বললেন, “তবে মুখ কেন বিষণ্ণ? ইহা ত্ চিত্তের বিষাদ ব্যতিরেকে আর কিছু নহে।” PKBeng 533.2
প্রশ্নটি নহিমিয়কে আশঙ্কায় পূর্ণ করল। এই কথা শুনে রাজা কি ক্রুদ্ধ হবেন না যে, বাহ্যিকভাবে তাঁর সেবায় নিয়োজিত রাজসভাসদদের চিন্তারাশি তার নিপীড়িত লোকদের হতে অনেক দূরে? নীতি লঙ্ঘনকারীর জীবন কি বাজেয়াপ্ত করা যাবে না। যিরূশালেমের শক্তি ফিরিয়ে আনার জন্য তার লালিত পরিকল্পনা তার কি সর্বনাশ হবে না? “তখন” তিনি লিখছেন, “অতিমাত্র ভীত হইলাম।” কম্পিত ওষ্ঠ এবং ভীতিপূর্ণ দৃষ্টিসহ তিনি তার দুঃখের কারণ ব্যক্ত করলেন। “মহারাজ, চিরজীবি হউন, তিনি উত্তর দিলেন- “আমি কেন বিষণ্ণবদন হইব না? যে নগর আমার পিতৃলোকদের কবরস্থান তাহা ধ্বংসিত ও তাহার দ্বার সকল অগ্নি ভক্ষিত হইয়াছে।” PKBeng 533.3
যিরূশালেমের অবস্থার বর্ণনা, তার কুসংস্কার জাগরুক না হয়ে সম্রাটের সহানুভূতি প্রদর্শনের ইচ্ছা জাগল। আরও প্রশ্নের সুযোগ এনে দিল, যার জন্য নহিমিয় দীর্ঘ সময় অপেক্ষা করলেন: “তুমি কি ভিক্ষা চাও?” কিন্তু ঈশ্বরের লোক, অতক্ষস্তের বাটীতে যিনি উচ্চ ও উন্নত তাঁর নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন উত্তর দেবার ঝুঁকি নিলেন না। তিনি একটি পবিত্র দায়িত্ব পূর্ণ করতে চেয়েছিলেন, তার জন্যই তিনিই রাজার কাছ থেকে সাহায্য যাচঞা করেছিলেন; “আর তিনি উপলব্ধি করিতে পারিয়াছিলেন যে, অধিকাংশই নির্ভর করে তাহার এমনভাবে ব্যাপারটি উপস্থিত করিবার উপর যাতে তিনি অনুমোদন এবং সাহায্য লাভ করিতে পারেন।” “আমি,” তিনি বললেন, “স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম।” এই সংক্ষিপ্ত প্রার্থনার মধ্যে নহিমিয় রাজাদের রাজার সন্নিধ্য লাভের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন এবং একটি শক্তি লাভ করলেন যা অন্তঃকরণকে ফিরিয়ে আনতে পারে যেমন নদীর জলকে ফিরিয়ে আনে। PKBeng 534.1
প্রয়োজনের মুহূর্তে নহিমিয়ের প্রার্থনা, এমন এমন পরিস্থিতিতে খ্রীষ্টানদের কাছে এক বহুমূল্য সম্পদ স্বরূপ যা অন্যান্য প্রার্থনা কিছু করতে অপারক। কর্মব্যস্ত জীবনে পরিশ্রমী ব্যক্তিগণ, কিংকর্তব্যবিমূঢ় হন, তখন ঐশ্বরিক নির্দেশনার জন্য তার কাছে তাদের আবেদন প্রেরণ করতে পারেন। সমুদ্র এবং স্থল পথে ভ্রমণকারীগণ যখন মহা-বিপদের মধ্যে ভীতিগ্রস্ত হয়, তখন তারা এরূপে তাদেরকে স্বর্গীয় নিরাপত্তায় সমর্পিত করতে পারে। আকস্মিক সমস্যা এবং সঙ্কটের সময়ে তার অন্তঃকরণের ক্রন্দন এমন একজন ব্যক্তির কাছে প্রেরণ করতে পারে যিনি তাঁর প্রতিজ্ঞায় বিশ্বস্ত, তাঁতে বিশ্বাসকারীগণ সাহায্যের জন্য তাঁকে ডাকতে পারে। প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি অবস্থায়, দুঃখ ও দুশ্চিন্তায় ভারগ্রস্ত আত্মা এবং প্রলোভন দ্বারা প্রচণ্ডরূপে আক্রান্ত, তারা প্রতিজ্ঞা রক্ষাকারী একজন ঈশ্বরের অব্যর্থ প্রেম এবং শক্তিতে নিশ্চয়তা, সাহায্য এবং উদ্ধার পেতে পারে। PKBeng 534.2
রাজার কাছে তার অনুরোধ এত সন্তোষজনকভাবে গৃহীত হয়েছিল যে নহিমিয় আরও সাহায্য যাচঞা করতে উসাহিত হলেন। তার উদ্দেশ্যের প্রতি মর্যাদা এবং ক্ষমতা প্রদান করতে এবং যাত্রার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য, তিনি সেনাবাহিনীর নিরাপত্তা যাচঞা করলেন। তিনি ইউফ্রেটিস নদীর ওপারে প্রাদেশিক সরকারের জন্য রাজকীয় পত্র পেলেন, যিহূদীয়ায় যেতে হলে যে রাজ্যের মধ্য দিয়ে যেতে হবে; এবং তিনি লিবানোনের রাজার বনরক্ষকের জন্য একখানি চিঠি পেলেন; তাতে লেখা ছিল যেন তাকে প্রয়োজনীয় কাঠ প্রদান করা হয়। যেন কোন অবস্থাতেই কোন অভিযোগ পাওয়া না যায় যে, তিনি তার আদেশের অতিরিক্ত কার্য করেছেন। নহিমিয় তাকে প্রদত্ত ক্ষমতা ও সুযোগের ব্যবহার সম্পর্কে সতর্ক ছিলেন । PKBeng 535.1
রাজাদের রাজার কাছে এক সংক্ষিপ্ত প্রার্থনার মাধ্যমে নহিমিয় অর্থখস্তকে কিছুকালের জন্য রাজ প্রাসাদ থেকে তার কর্মবিরতি লাভের অনুরোধ জানাবার জন্য সাহস লাভ করলেন, এবং ক্ষমতা চাইলেন যিরূশালেমের উৎসন্ন স্থানে যেন নির্মাণ কাজ করার এবং আরও একবারের জন্য একটি মজবুত এবং প্রতিরোধক্ষম নগর গড়ে তুলতে পারেন । যিহূদী জাতির কাছে ক্ষণস্থায়ী পরিণতি এই অনুরোধের ওপরে নাছোড়বান্দা হয়েছিল। “আর” নহিমিয় বললেন, “তাহাতে আমার উপরে আমার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় রাজা আমাকে সে সমস্ত দিলেন।” PKBeng 535.2
তিনি যে সাহায্য যাচঞা করেছিলেন, তাতে নিরাপদ মনে করে, নহিমিয় দূরদর্শিতা, এবং ভবিষ্যতের বিষয় চিন্তা পূর্বক কর্মপ্রচেষ্টার সাফল্য নিশ্চিত করার জন্য আবশ্যকীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক অগ্রসর হলেন। তিনি কোন পূর্বাহ্নিক সতর্কতা অবহেলা করলেন না। এমনকি তিনি তার নিজ দেশের লোকদের কাছেও তার উদ্দেশ্য ব্যক্ত করলেন না। তিনি যখন জানতেন যে, তার কৃতকার্যতায় অনেকেই আনন্দিত হবে; তিনি ভয় পেলেন যে, কেউ কেউ হঠকারীতার কাজ দ্বারা, তাদের শত্রুদের ঈর্ষার উদ্রেক হতে পারে এবং হয়ত তা কর্মদায়িত্বের পরাজয়ও আনয়ন করতে PKBeng 535.3
জ্ঞানপূর্ণ দূরদর্শীতার এই দৃষ্টান্ত এবং স্থির সংকল্পের কার্য সকল খ্রীষ্টানদের কাছে একটি শিক্ষা হওয়া উচিত। ঈশ্বরের সন্তানগণ কেবলমাত্র বিশ্বাসে প্রার্থনাই করবেন না। কিন্তু অধ্যবসায় এবং দূরদর্শীতার কথা চিন্তা করে কাজ করতে হবে। তাদেরকে অনেক সমস্যা অতিক্রম করতে হয় এবং প্রায়ই ঈশ্বরের কাজ বাধাগ্রস্থ হয়, কেননা ধর্ম রক্ষার জ্ঞানের জন্য তারা খুব সামান্যই কষ্ট স্বীকার করে থাকে। নহিমিয় সদাপ্রভুর সামনে ক্রন্দন ও প্রার্থনার সময় তার কাজের প্রতি কোন মনোযোগ দিতে পারেননি। তিনি পবিত্র প্রচেষ্টায় তার নিবেদন যোগ করেছেন, তিনি যে কার্যে নিয়োজিত ছিলেন তার সাফল্যের জন্য ঐকান্তিকতা এবং প্রার্থনা পূর্ণ প্রচেষ্টা যোগ করলেন। যিরূশালেমের প্রাচীর পুননির্মাণের সময়ে যেমন, তদ্রূপ অদ্যও সতর্ক বিবেচনা এবং সুপরিপক্ক, পরিকল্পনা অপরিহার্য । PKBeng 536.1
নহিমিয় অনিশ্চয়তায় নির্ভর করেননি। তার যে বিষয়ের অভাব ছিল, তার জন্য তিনি, যারা সমর্থ ছিল, তাদের কাছ থেকে লাভ করেছিলেন। আর সদাপ্রভু এখনও, যারা সত্যের কারণে তার সম্পদ ধরে রাখার দায়িত্বভার গ্রহণ করেছেন, তাদেরকে অনুপ্রেরণা দান করেন। যারা তাঁর জন্য শ্রম দেয়, তারা সেই সাহায্য পাবে, যা সেই অনুপ্রাণিত লোকদের মাধ্যমে পাবে। এই উপহার সমূহ হয়ত পথ করে দেবে যার মাধ্যমে অনেক অনেক সত্যের আলো অন্ধকারাচ্ছন্ন দেশে যাবে। দাতাদের হয়ত খ্ৰীষ্ট-বিশ্বাস নেই, তাঁর বাক্যের সাথেও পরিচয় নেই, কিন্তু, এই জন্য তাদের উপহারসমূহ প্রত্যাখ্যান করা যাবে না । PKBeng 536.2