Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
ভাববাদিগণের এবং রাজগণের কাহিনী - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৫৬—ঈশ্বরের ব্যবস্থায় শিক্ষাপ্রাপ্ত

    এটি ছিল তূরীর উৎসবের সময়। যিরূশালেমে অনেক লোক একত্র হয়েছিল। এটি ছিল একটি শোকপূর্ণ কৌতূহলী আকর্ষণ। যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছে, প্রবেশ দ্বার স্থাপন করা হয়েছে, কিন্তু শহরের বড় একটি অংশ এখনও ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে আছে। PKBeng 559.1

    একটি কাষ্ঠময় মঞ্চ যা প্রশস্ততম একটি রাস্তার ওপরে নির্মাণ করা হয়েছে এবং চারদিকে যিহূদার পরিত্যাক্ত গৌরবের দুঃখের স্মৃতি, তার ওপরে বৃদ্ধ দণ্ডায়মান রয়েছেন। দক্ষিণে ও বামে তার ভ্রাতা লেবীয় বংশ। মঞ্চ হতে নিচে চেয়ে রয়েছে একজন, সমুদ্রের ওপর দিয়ে তাদের দৃষ্টি চলে গেল। চতুর্দিকস্থ দেশের সকল স্থান হতে নিয়মের সন্তানগণ একত্রিত হল। “পরে ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন আমেন, এবং মস্তক নমনপূর্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল।” PKBeng 559.2

    কিন্তু এই স্থানে ইস্রায়েলের পাপের লক্ষণ দেখা গিয়েছিল । অন্য জাতির সাথে লোকদের অন্তবির্বাহের মাধ্যমে ইব্রীয় ভাষা কলঙ্কিত হল, এবং বক্তাগণকে লোকদের ভাষায় ব্যবস্থা বুঝিয়ে দেয়ার প্রয়োজন ছিল যেন সকলেই তা বুঝতে পারে। কোন কোন পুরোহিতগণ এবং লেবীয় সন্তানগণ ব্যবস্থার নীতিমালা বুঝিয়ে দেবার জন্য ইষ্রার সাথে যোগ দিলেন। “এইরূপে তাহারা স্পষ্ট উচ্চারণ পূর্বক সেই পুস্তক, ঈশ্বরের ব্যবস্থা, পাঠ করিল, এবং তাহার অর্থ করিয়া লোকদিগকে পাঠ বুঝাইয়া দিল।” PKBeng 559.3

    “আর সমুদয় লোক মনোযোগ সহকারে ঈশ্বরের ব্যবস্থার প্রতি কর্ণপাত করিল।” তারা গভীর মনোযোগ সহকারে এবং শ্রদ্ধাভরে ব্যবস্থা পুস্তকের প্রতি কর্ণপাত করল। ব্যবস্থা বুঝিয়ে দিলে, তারা তাদের অপরাধ সম্পর্কে সচেতন হল, এবং ব্যবস্থা লঙ্ঘন হেতু শোক করল । কিন্তু এই দিনটি ছিল, একটি আনন্দ ও উসবের দিন। একটি পবিত্র সমাবেশের আহ্বান, একটি দিন যা সদাপ্রভু তাদেরকে আনন্দের সাথে উদযাপন করতে আদেশ করেছেন; এবং এই দৃষ্টিভঙ্গিতে তাদেরকে বলা হয়েছিল যেন তারা দুঃখ পরিহার করে আনন্দ করে, তাদের প্রতি ঈশ্বরের মহা অনুগ্রহ প্রযুক্ত। “অদ্যকার দিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র,” নহিমিয় বললেন, “তোমরা শোক করিও না, রোদন করিও না । ...যাও পুষ্ট দ্রব্য ভোজন কর, মিষ্টরস পান কর, এবং যার ঘরে কিছু প্রস্তুত নাই, তাহাকে অংশ পাঠাইয়া দেও; কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র, তোমরা বিষণ্ন হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাই তোমাদের শক্তি।” PKBeng 559.4

    দিনের প্রথম দিকটি ধর্মীয় কার্যে আত্মনিয়োগ করা হয়েছিল, এবং লোকেরা অবশিষ্ট সময়টি কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের আশীর্বাদ গণনা করল এবং তিনি যে প্রাচুর্য দান করেছেন, তা উপভোগ করল। কিছু কিছু অংশ দরিদ্রদের কাছে প্রেরণ করা হল, যাদের প্রস্তুত করার কিছুই ছিল না। সেখানে মহা আনন্দ বিরাজ করল কেননা ব্যবস্থার বাক্য পাঠ করা হয়েছিল এবং তা বুঝিয়ে দেয়া হয়েছিল । PKBeng 560.1

    পরের দিনও ব্যবস্থা পাঠ করা হল এবং বুঝিয়ে দেয়া হল; আর নির্দ্ধারিত সময়ে সপ্তম মাসের দশম দিনে প্রায়শ্চিত্ত দিনের পবিত্র সেবা কার্যসমূহ ঈশ্বরের আদেশ অনুসারে সম্পন্ন হত। PKBeng 560.2

    একই মাসের পনের হতে বাইশ তারিখ পর্যন্ত লোকেরা এবং তাদের শাসনকর্তারা আরও একবার শিবির উৎসব পালন করত। এই কথা ঘোষণা করা হত “আপনাদের সকল নগরে ও যিরূশালেমে এই কথা ঘোষণা ও প্রচার করিবে, যেরূপ লেখা আছে, তদনুসারে কুটীর নির্মাণার্থে পর্বতে গিয়া জিত বৃক্ষের শাখা, বন্য জিত বৃক্ষের শাখা ও ঝোপাল বৃক্ষের শাখা লও। তাহাতে লোকেরা বাইরে গেল, ও সেই সকল আনিয়া প্রত্যেক জন আপন আপন গৃহের ছাদে ও প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে ... কুটীর নির্মাণ করিল। ... তাহাতে অতি বড় আনন্দ হইল। আর ইষ্রা প্রথম দিন হইতে শেষ দিন পর্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থা পুস্তক পাঠ করিলেন।” PKBeng 560.3

    যেমন তারা দিনের পর দিন ব্যবস্থার বাক্য শুনতো, লোকেরা তাদের অপরাধ ও ব্যবস্থা লঙ্ঘন সম্পর্কে এবং অতীত বংশধরদের পাপ সম্পর্কে অনুতপ্ত হত। তারা দেখল যে, ঈশ্বরের কাছ থেকে দূরে যাবার কারণেই তাঁর রক্ষাকারী হাত তুলে নেয়া হয়েছে এবং অব্রাহামের সন্তানগণ বিদেশে ছত্রভঙ্গ হয়ে রয়েছে এবং তারা তাঁর অনুগ্রহ অন্বেষণে দৃঢ় সংকল্প হল এবং তাঁর আজ্ঞা অনুসারে চলবার জন্য প্রতিজ্ঞা বদ্ধ হল । এই গুরুগম্ভীর সেবাকার্যে প্রবেশ করার পূর্বে, যা কুটীর উৎসবের শেষে দ্বিতীয় দিনে, তারা তাদের মধ্যেকার পৌত্তলিকদের মধ্য হতে নিজেদেরকে পৃথক করল । PKBeng 561.1

    লোকেরা সদাপ্রভুর সামনে প্রণিপাত পূর্বক তাদের পাপ স্বীকার করল এবং ক্ষমা চাইল, তাদের নেতৃবৃন্দ তাদেরকে উৎসাহ দান করল যেন তারা ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা অনুসারে প্রার্থনা শ্রবণ করে। তারা কেবলমাত্র শোক করবে না, ক্রন্দন করবে না, অনুতপ্ত হবে না, কিন্তু তাদেরকে বিশ্বাস করতে হবে যে, ঈশ্বর তাদেরকে ক্ষমা করেছেন। তাদেরকে পুনরায় তাঁর অনুগ্রহ গণনা, এবং তার দয়ার জন্য তাদের বিশ্বাস প্রদর্শন করতে হবে এবং তাঁর প্রশংসা করতে হবে। “উঠ,” তাদের শিক্ষকগণ বললেন, PKBeng 561.2

    “তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ কর,
    যিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত [ধন্য] ।
    অতঃপর জনতা দাঁড়াইয়া
    স্বর্গের দিকে হস্ত উত্তোলন পূর্বক গান করিল;
    “তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হউক,
    যাহা যাবতীয় ধন্যবাদ ও প্রশংসার অতীত।
    কেবলমাত্র তুমিই সদাপ্রভু;
    তুমি স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং তাহার সমস্ত বাহিনী
    পৃথিবী ও তথাকার সমস্ত এবং
    সমুদ্র ও তন্মধ্যস্থ সমস্ত নির্মাণ করিয়াছ,
    আর তুমি তাহাদের সকলের স্থিতি করিয়াছ;
    এবং স্বর্গের বাহিনী তোমার কাছে প্রণিপাত করে।”
    PKBeng 561.3

    প্রশংসা গীত সমাপ্ত হল, জনতা হতে নেতৃবৃন্দ ইস্রায়েলের ইতিহাস বর্ণনা করলো, দেখালো, তাদের প্রতি ঈশ্বরের দয়া কেমন মহৎ এবং তাদের অকৃতজ্ঞতাই কত বড়। অতঃপর সমগ্র জনমণ্ডলী একটি নিয়মে বদ্ধ হল যে, তারা ঈশ্বরের আজ্ঞা পালন করবে। তাদের পাপের জন্য তারা শাস্তি ভোগ করেছে; এখন তারা উপলব্ধি করতে পারল যে, ঈশ্বর তাদের সাথে ন্যায্য আচরণ করেছেন; আর তারা তাঁর ব্যবস্থা পালন করার প্রতিজ্ঞা করল। আর এটি হবে “একটি নিশ্চিত নিয়ম,” এবং স্থায়ীভাবে সুরক্ষিত হবে, আইনগত বাধ্যতার একটি স্মারক যা তারা মাথা পেতে নিয়েছে, এটি লেখা হয়েছিল, আর যাজকগণ, লেবীয় সন্তানগণ, এবং অধ্যক্ষগণ এতে স্বাক্ষর করল। এটি কর্তব্য এবং প্রলোভনের বিরুদ্ধে এবং প্রতিবন্ধকতার একটি স্মারক স্বরূপ হবে। লোকেরা একটি একটি গুরুগম্ভীর শপথ গ্রহণ করল, “আমরা ঈশ্বরের দাস মোশি দ্বারা দত্ত ঈশ্বরের ব্যবস্থা পথে চলিব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধি সকল যত্ন সহকারে পালন করিব।” যে শপথ গ্রহণ করা হয়েছিল; তার একটির মধ্যে অন্তর্ভূক্ত ছিল যে, তার দেশের লোকদের সঙ্গে অন্তর্বিবাহ করিবে না । PKBeng 562.1

    উপবাসের দিন সমাপ্ত হবার পূর্বে, লোকেরা বলল যে, তারা সদাপ্রভুর কাছে ফিরে আসবে, তারা বিশ্রামবার অপবিত্র করণ হতে বিরত থাকবে। এই সময় নহিমিয়, পৌত্তলিক ব্যবসায়ীদেরকে যিরূশালেমে প্রবেশ করা হতে বাধা সৃষ্টির ব্যাপারে তার ক্ষমতা প্রয়োগ করেননি। যেমনটি তিনি পরে করবেন; কিন্তু লোকদেরকে প্রলোভনে পতিত হওন হতে রক্ষা করার একটি প্রচেষ্টায় তিনি একটি পবিত্র নিয়মে আবদ্ধ করলেন, যেন তারা এসকল ফেরিওয়ালাদের কাছ এটি থেকে কোন কিছু ক্রয় করে বিশ্রামবার লঙ্ঘন করবে না; আশা করা হল যে, PKBeng 562.2

    সর্ব ব্যবসায়ীদেরকে নিরুৎসাহিত করবে এবং লোকদের যাতায়াত বন্ধ হবে। সাধারণের জন্য ঈশ্বরের আরাধনা করার ব্যবস্থা করা হল । তারা দশমাংশ প্রদান করবে এবং একই সঙ্গে তারা প্রতিজ্ঞা করল যে, ধার্মিকদের সেবা কাজের উদ্দেশে প্রতি বছর উল্লেখযোগ্য পরিবার অর্থ দান করবে। আমরা “গুলিবাঁট করিলাম” নহিমিয় লিখেছেন, “আর আমাদের ভূমিজাত দ্রব্যের অগ্রিমাংশ ও সমস্ত বৃক্ষোৎপন্ন ফলের অগ্রিমাংশ বছর বছর সদাপ্রভুর গৃহে আনিবার, এবং ব্যবস্থায় যেমন লেখা আছে, তদানুসারে আমাদের প্রথমজাত পুত্র ও পশুদেরকে, ইত্যাদি । PKBeng 562.3

    ইস্রায়েল জাতি তাদের অসৎ পথ অবলম্বনের জন্য গভীর দুঃখ প্রকাশ করে ঈশ্বরের কাছে ফিরে এল। তারা শোক ও বিলাপ সহকারে অপরাধ স্বীকার করল। তারা তাদের সাথে ঈশ্বরের ধার্মিক আচরণ উপলব্ধি করতে পারল, এবং তাঁর ব্যবস্থা পালন করবে বলে নিয়ম করল। এখন তাদেরকে অবশ্যই তাঁর ব্যবস্থার আজ্ঞাবহ হতে হবে। ঈশ্বর তাদের অনুতাপ গ্রাহ্য করেছেন; এখন তাদেরকে আনন্দ করতে হবে, কেননা তারা পাপের ক্ষমার নিশ্চয়তা লাভ করেছে এবং তাদেরকে ঐশ্বরিক অনুগ্রহের কাছে ফিরিয়ে আনা হয়েছে। PKBeng 563.1

    সত্য ঈশ্বরের আরাধনা পুনরুদ্ধারের প্রচেষ্টা কৃতকার্যতার সাথে সম্মানে ভূষিত হয়েছে। যাবৎ লোকেরা তাদের কৃত শপথের প্রতি বিশ্বস্ত থাকবে, যাবৎ তারা ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকবে, তাবৎ ঈশ্বর তাদের ওপরে তাঁর বাছাই বাছাই আশীর্বাদের প্রতিজ্ঞা পূর্ণ করবেন । PKBeng 563.2

    যারা অপরাধের জন্য চেতনা লাভ করেছে এবং তাদের অযোগ্যতা পরিমাণ করতে পেরেছে, এই ইতিহাসে তাদের বিশ্বাস এবং উৎসাহের শিক্ষা লিপিবদ্ধ থাকবে । বাইবেল বিশ্বস্তভাবে ইস্রায়েলের ধর্মভ্রষ্টতার পরিণাম উপস্থাপন করেছে; কিন্তু তা গভীর নম্রতা এবং অনুতাপ এবং উদার ত্যাগস্বীকারের কথাও বর্ণনা করে, যা তাদের সদাপ্রভুর কাছে ফিরে আসার সময়টি চিহ্নিত করেছে। PKBeng 563.3

    সদাপ্রভুর কাছে প্রকৃত, নিষ্কপট প্রত্যাবর্তন জীবনের স্থায়ী আনন্দ আনয়ন করে। যখন একজন পাপী পবিত্র আত্মার প্রভাবের কাছে সমর্পিত হয়, তখন সে তার নিজের অন্যায় এবং মলিনতা দেখতে পারে যা মহান হৃদয় অনুসন্ধানকারীর পবিত্রতার বৈসাদৃশ্য। সে নিজেকে একজন অভিযুক্ত আজ্ঞা লঙ্ঘনকারীরূপে দেখতে পায়। কিন্তু সে তা নয়; এই কারণ, নিরুৎসাহ প্রবেশ করার সুযোগ পায়; কেননা তার ক্ষমা ইতিমধ্যেই লাভ হয়েছে। সে স্বর্গীয় পিতার প্রদানকারী প্রেমে তার পাপের ক্ষমা বোধ হেতু আনন্দ করতে পারে। ঈশ্বরের প্রতাপ পাপপূর্ণ অনুতপ্ত মানব সত্তাকে তাঁর প্রেমের বাহু দ্বারা বেষ্টন করে, তাদের ক্ষমতা সকল বেঁধে দেয়, পাপ থেকে তাদেরকে ধৌত করে, এবং পরিত্রাণ বসনে তাদেরকে আবৃত করে। PKBeng 563.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents