Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
ভাববাদিগণের এবং রাজগণের কাহিনী - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ভূমিকা

    ভাবাদিগণ এবং রাজগণের কাহিনী সম্বলিত পুস্তকখানি বিশিষ্ট পাঁচটি খণ্ডের একটি ধারাবাহিক প্রকাশের দ্বিতীয়টি। তৎসত্ত্বেও, এটি ছিল ধারাবাহিক পুস্তকগুলোর লেখাব্য শেষ পুস্তকখানি, এবং ঈলেন জী, হোয়াইটের প্রভুত লেখনী হতে আগামী অনেক সমৃদ্ধ কাজের শেষ অংশ। আমেরিকা এবং অন্যান্য দূরবর্তী স্থানে, তার সত্তর বছরের বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে মিসেস হোয়াইট সর্বদা সর্বসাধারণের সামনে, ইতিহাসের ঘটনাবলির বিশেষ বৈশিষ্ট্য রেখেছেন, মনুষ্যদের ভাবী বিষয়সমূহের মধ্যে ধার্মিকতা এবং মন্দতার অদৃশ্য প্রভাবসমূহ আবিষ্কৃত হবে তা প্রকাশ করে- ঈশ্বরের হাত এবং মহান শত্রুর কার্য । PKBeng 5.1

    লেখিকা ঈশ্বরের দূরদর্শিতার কাজের মধ্যে গভীর অন্তর্দৃষ্টি নিয়ে যবনিকা উন্মোচন করতঃ ইতিহাসের এক তত্ত্ববিদ্যা প্রকাশ করেন, যার দ্বারা অতীতের ঘটনাবলি অনন্ত কালস্থায়ী বৈশিষ্ট্য তুলে ধরেন। তিনি এই তত্ত্ববিদ্যা এরূপে ব্যক্ত করেন:- PKBeng 5.2

    “জাতিগণ এবং ব্যক্তিস্বাতন্ত্রের শক্তি, সুযোগ সুবিধার মধ্যে পাওয়া যায় না, যা তাদেরকে অজেয় করতে চায়; এটি তাদের সদম্ভ মহত্ত্বের মধ্যে পাওয়া না। কেবলমাত্র, যা তাদেরকে মহৎ এবং শক্তিশালী করে, তা ঈশ্বরের ক্ষমতা এবং উদ্দেশ্য। তারা নিজেরাই তাঁর উদ্দেশের প্রতি তাদের মনোভাব দ্বারা, তাদের নিজেদের ভাগ্য নিজেরাই স্থির করে । PKBeng 5.3

    “মানব ইতিহাস, মানুষের সম্পাদিত কার্য যুদ্ধে তার বিজয় পার্থিব মহত্ত্বের চূড়ায় আরোহন বর্ণনা করে। ঈশ্বরের ইতিহাস ‘স্বর্গীয় দৃষ্টিভঙ্গীতে’ মানুষের বর্ণনা করে।”PKBeng 5.4

    এই খণ্ড, ‘ভাববাদিগণ এবং রাজগণ’, যিহোবার মন্দির - প্রকৃত আরাধনার কেন্দ্র সহ, ইস্রায়েলের উপর শলোমনের যশোদায়ক রাজ্য পরিচালনা, একটি সংযুক্ত রাজ্যের বিবরণসহ উন্মুক্ত করেন । এই স্থানে একদল অনুগ্রহ প্রাপ্ত এবং মনোনীত লোকদের ভাগ্য পরিবর্তন বর্ণিত হয়েছে; যারা ঈশ্বরের প্রতি বাধ্যতা এবং তাদের চতুষ্পার্শ্বস্থ জাতিগণের দেবতার পুঁজার মধ্যে বিচ্ছিন্ন ও বিদীর্ণ হয়েছিল। আর এই স্থানে, এই বিশ্বের ইতিহাসের কঠোর সময়ের মধ্য দিয়ে- মানুষের অন্তঃকরণ এবং বাধ্যতার জন্য, খ্রীষ্ট এবং শয়তানের মধ্যে ক্রোধন্মত্ত বিবাদটি সুস্পষ্ট চিত্রবৎ দেখানো হয়েছে।PKBeng 5.5

    পুস্তকখানি মনোমুগ্ধকর চরিত্র অধ্যয়নসহ সমৃদ্ধ হয়েছে- জ্ঞানী শলোমন, যার জ্ঞান তাকে শাস্ত্রীয় আজ্ঞালঙ্ঘন হতে রেহাই দেয়নি; আত্ম- সেবী কুটনীতি পরায়ন ব্যক্তি যার বিরাম এবং তার শাসনকালের মন্দ ফলাফল; মহা ক্ষমতা সম্পন্ন এবং নির্ভীক এলিয়; শান্তি এবং নিরাময়দানকারী ভাববাদী ইলিশায়; ভীত এবং দুষ্ট আহাব; অনুগত এবং সু- হৃদয় মানব হিষ্কিয় ঈশ্বরের প্রিয়পাত্র দানিয়েল, দুঃখী ভাববাদী যিরমিয়; পুনরুদ্বারকারী ভাববাদীগণ হগয়, সখরিয়, এবং মালাখি । এসকল ব্যক্তিবর্গ ছাড়া- আগত রাজা, ঈশ্বরের মেষ শাবক, একমাত্র পুত্র যার মধ্যে প্রতিনিধিত্বকারী বলি সমূহের পূর্ণতা লাভ হয়। PKBeng 6.1

    পিতৃকুলপতিগণ এবং ভাববাদিগণ, ধারাবাহিক পুস্তকগুলোর প্রথম পুস্তক, সৃষ্টি হতে দায়ূদের রাজত্বকাল পর্যন্ত বিশ্বের ইতিহাস বিস্তৃত তৃতীয় পুস্তকখানি ‘দী ডিজায়ার অব্ এজেসে’ সম্প্রতি ভাষান্তর “সর্বযুগের বাসনা” খ্রীষ্টের জীবনী এবং তাঁর সেবাকার্য সম্পর্কে আলোচনা করে; এই খন্ড, ভাববাদিগণ এবং রাজাগণ এই দুই এর মধ্যে সুসামঞ্জস্য রক্ষা করে। চতুর্থ বই, দী এ্যাকটস্ অব দ্য এ্যাপসলস্, প্রাথমিক খ্রীষ্টিয় মণ্ডলীর ইতিহাস বর্ণনা করে, এবং শেষ ধারাবাহিক পুস্তখানি, দী গ্রেট কনট্রোভার্সী, আমাদের এই যুগের বিবাদ এবং সংঘর্ষের কাহিনী বর্ণনা প্রদান করে এবং অতঃপর নূতন পৃথিবীর সাথে ভাববাণী ভিত্তিক একটি সংযোগ রক্ষা করে । PKBeng 6.2

    ভাববাদী এবং রাজাগণের কাহিনী, একবার মুদ্রিত হয়েছে, যার চাহিদা অনুসারে অনেকবারই মুদ্রিত হয়, আর এটি নূতন ভঙ্গিমায় আকর্ষণীয় করে জনসাধারণের কাছে উপস্থাপন করা হয়েছে, এবং এতে বাইবেলের পদ, বা পৃষ্ঠার কোন পরিবর্তন করা হয়নি। এই নূতন সংস্করণ, আকর্ষণীয় দৃষ্টান্ত এবং চিত্র দ্বারা অলংকৃত করা হয়েছে । PKBeng 6.3

    এই খণ্ড, ঈশ্বর এবং তাঁর পুত্র, জগতের ত্রাণকর্তার সম্পর্কে মূল্যবান শিক্ষা এবং পুরাতন নিয়মের সময়ের মহৎ নর-নারীর জীবনীতে তাঁর দূরদর্শীতার কাহিনী দ্বারা সমৃদ্ধ, যা, পৃষ্ঠাগুলো পাঠ করেন, তারা গভীর ধৰ্ম্মীয় অভিজ্ঞতা অর্জন করুক এবং মনকে আলোকিত করুক, প্রকাশকেরা এবং ঈলেন জী, হোয়াইট প্রকাশনালয়ের অছিবৃন্দের বোর্ডের একান্ত কামনা ।PKBeng 6.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents