Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ত্যাগ স্বীকারের আত্মা—৯৯

    লােভের আত্মা, সর্বোচ্চ পদ লাভের মত, সর্বোচ্চ বেতন পৃথিবীতে প্রচুর পরিমাণে বিদ্যমান। আত্ম অস্বীকার এবং আত্মত্যাগের আত্মা খুব অল্পই দেখা যায়। কিন্তু এই-ই একমাত্র আত্মা যা যীশুর একজন প্রকৃত অনুসারীকে কর্মপ্রেরণা দিতে পারে। আমাদের স্বর্গীয় প্রভু, আমরা কিভাবে কাজ করব তার একটি আদর্শ দিয়েছেন। আর যাদেরকে তিনি আদেশ করেছেন, “আমার পশ্চাৎ আইস, আমি তােমাদের মনুষ্যধারী করব।” তিনি তাদের কাজের পুরস্কারের জন্য রাষ্ট্রীয় কোনাে অর্থ কড়ি দেবার প্রতিজ্ঞা করেন নি। তারা তাঁর সঙ্গে তাঁর আত্ম-অস্বীকারের ত্যাগ স্বীকার সহভাগ করবে।MYPBen 295.1

    যারা প্রভুর কর্মীদের অনুসারী বলে দাবি করে, এবং যারা তার সহকর্মীরূপে ঈশ্বরের সঙ্গে তাঁর সেবায় নিয়ােজিত তারা তাদের কাজের মধ্যে। নির্ভুলতা এবং দক্ষতা, কৌশল এবং জ্ঞান আনয়ন করবে, যা বিশুদ্ধতার ঈশ্বর পার্থিব ধর্মধাম নির্মাণ কাজে দাবি করেছিলেন। আর এখন যেমন খ্রীষ্টের পার্থিব পরিচর্যা ঈশ্বরের প্রতি অনুরক্তি এবং ত্যাগ স্বীকারের আত্মা, গ্রহণযােগ্য সেবার সর্ব প্রথম আবশ্যকীয়রূপে বিবেচিত হবে। ঈশ্বরের পরিকল্পনায় স্বার্থপরতার এক বিন্দু সুতাও তাঁর কাজে থাকবে না।- Review and Herald, January 4, 1906.MYPBen 295.2