Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    একজন বিশ্বস্ত বন্ধু

    যখন খ্রীষ্ট পিতার কাছে গেলেন, তিনি তাঁর অনুগামীদের অসহায় রেখে যাননি। যারা প্রতিকূল পরিস্থির বিরুদ্ধে সংগ্রাম করে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ লড়েছে তাদের সাহায্যের জন্য তাঁর পবিত্র আত্মাকে তাঁর প্রতিনিধিরূপে এবং স্বর্গীয় দূতগণকে পরিচর্যাকারী আত্মারূপে পাঠালেন । সর্বদা মনে রেখ যে, যীশু তােমার সাহয্যকারী। তােমার ব্যক্তিগত অসাধারণ চরিত্রের ব্যক্তিত্ব তিনি ছাড়া আর কেউ বুঝবেন না। তিনি তােমার ওপরে লক্ষ রাখছেন, আর তুমি যদি তার দ্বারা পরিচালিত হতে চাও, তিনি তােমার চারপাশে মঙ্গলের জন্য প্রভাব বিস্তার করবেন, যা তােমার জন্য তার সকল ইচ্ছা সম্পন্ন করতে তােমাকে সমর্থ দান করবে।MYPBen 13.2

    ইহ জীবনে আমরা ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। অতি সত্বর একটি মহৎ পর্যবেক্ষণ হবে, যেখানে যারাই খ্রীষ্টিয় নিখুঁৎ চরিত্র লাভের চেষ্টা করছে, তাকে ঈশ্বরের অন্বেষণকারী প্রশ্ন সমূহের মুখােমুখি হতে হবে: তুমি কি এমন কোন আদর্শ স্থাপন করতে পেরেছ যে তা অনুসরণ করা অন্যদের জন্য নিরাপদ? তুমি কি সেই আত্মাগণের প্রতি লক্ষ রেখেছ, যাদের হিসাব দিতে হবে? স্বর্গীয় বাহিনী যুবক-যুবতিদের প্রতি আগ্রহান্বিত; এবং তারা গভীরভাবে আকাঙ্খীত যে, তুমি পরীক্ষার মােকাবেলা করবে এবং তােমার উদ্দেশ্যে বলা হবে, “বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, ... তুমি প্রভুর আনন্দের সহভাগী হও।”MYPBen 13.3

    যুবক-যুবতিদের স্মরণে রাখতে হবে যে, এখানেই তাদের অনন্তকালের জন্য চরিত্র গঠন করতে হবে; আর এটা করার জন্য ঈশ্বর তাদের সর্বোচ্চ প্রচেষ্টা আশা করেন। বয়স্ক এবং অভিজ্ঞ লােকদের যুবক-যুবতিদের প্রতি লক্ষ রাখতে হবে; এবং যখন তারা প্রলােভিত হবে তাদের দূরে সরিয়ে নিতে হবে, এবং তাদের জন্য ও তাদের সঙ্গে প্রার্থনা করতে হবে। যাদের পরিত্রাণের জন্য। খ্রীষ্ট এসেছিলেন, তাদের প্রতি আগ্রহ প্রকাশের মাধ্যমে প্রভু চান যেন আমরা। খ্রীষ্টের মহা ত্যাগস্বীকার উপলব্ধি করি। যদি যুবক-যুবতিরা খ্রীষ্টের অন্বেষণ করে, তবে তিনি তাদের প্রচেষ্টাকে ফলপ্রসূ করবেন। -Mrs. E. G. White The Youth’s Instructor, Nov. 21, 1911.MYPBen 14.1