Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    স্বাস্থ্য এবং শালীনতার নীতি ভঙ্গ করা

    যারা রাতের বেলা দীর্ঘ সময় ধরে প্রণয় প্রার্থনায় সময় যাপন করে, শয়তান তাদের মনােযােগ সহকারে লক্ষ করছে। যদি তাদের চোখ খােলা রাখত, তবে দেখত একজন দূত তাদের আলাপ আলােচনা এবং কাজের তালিকা রাখছেন। স্বাস্থ্য এবং শালীনতার নিয়ম ভঙ্গ করা হচ্ছে। এটি আরও বেশি উপযুক্ত হত যদি বিয়ের পূর্বে কাটানাে সময়ের কিছু সময় বৈবাহিক জীবনে ব্যয় করা হত! কিন্তু একটি সাধারণ বিষয়ের মত, বিয়ের অনুরক্তি বিয়ের পূর্বে কাটানাে সময়গুলাের মধ্যেই শেষ হয়।MYPBen 448.2

    মধ্য রাত্রির কয়েক ঘণ্টার এই আমােদ ফুর্তিতে, অপকর্মের এই বয়সে, সচরাচর যারা এই কার্যের সঙ্গে জড়িত তাদের উভয় পক্ষই ধ্বংসের দিকে ধাবিত হয়। যখন নর ও নারী নিজেদের অসম্মানিত করে তখন শয়তান অতিশয় আনন্দিত হয় এবং ঈশ্বর অসম্মানিত হন। এই মােহের নিচে চাপা পড়ে সম্মানিত সুনামটি বিসর্জিত হয়, এবং এই ধরণের লােকদের বিবাহ পবিত্র বলে ঈশ্বর কর্তৃক স্বীকৃত হতে পারে না। তারা বিবাহিত হয় কারণ তারা আবেগ দ্বারা তাড়িত হয়, আর সম্পর্কের মােহ যখন শেষ হয়ে যাবে তখন তারা বুঝতে পারবে যে তারা কি করেছে। বিবাহের শপথ বাক্য উচ্চারণের ছয় মাস পরে, তাদের একে অপরের প্রতি ভাবাবেগ তখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে। যায়। প্রত্যেকেই বিবাহিত জীবনের মাধ্যমে সঙ্গী বা সঙ্গিনী মনােনয়নের বৈশিষ্ট্য আরও অধিক জানতে পারে। প্রতিটি অসম্পূর্ণতা আবিষ্কার করে যে তাদের অন্ধত্ব ও নির্বুদ্ধিতাপূর্ণ পূর্ববর্তী সম্পৃক্ততা স্পষ্টরূপে প্রতীয়মান হয় নি । বেদির সম্মুখে উচ্চারিত প্রতিজ্ঞামালা তাদের এক বন্ধনে বাধেনি। তাড়াহুড়াে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে, এমন কি ঈশ্বরের লােক বলে দাবীকৃত লােকদের মধ্যেও বিবাহ বিচেছদ, আলাদা আলাদা থাকা এবং মণ্ডলীতে মহা দ্বিধা-দ্বন্দ্ব লক্ষ করা যায়।MYPBen 448.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents