Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    কামােচ্ছাস এবং আবেগ দমন করা

    তুমি উচ্ছল দুঃসাহসিক এবং নির্ভীক হয়েই। ঈশ্বরের অনুগ্রহ তােমার হৃদয়ে স্থান পায়নি। কেবল ঐশ্বরিক শক্তি তােমাকে এমন স্থানে স্থাপন করতে পারে যেখানে তুমি তাঁর অনুগ্রহের একজন গ্রাহক হতে পার, তাঁর ধার্মিকতার একটি হাতিয়ার হতে পার । ঈশ্বর কেবল তােমার চিন্তারাশি নিয়ন্ত্রণ করেন না, কিন্তু তােমার কামেচ্ছা এবং আবেগও নিয়ন্ত্রণ করতে পারেন। তােমার পরিত্রাণ নির্ভর করে তােমার এই সকলের নিয়ন্ত্রণের উপর । কামেচ্ছা এবং আবেগ শক্তিশালী প্রতিনিধি । যদি অপব্যবহার করা হয়, যদি ভুল উদ্দেশ্যে এসব ব্যবহার করা হয়, যদি অনুচিত স্থানে রাখা হয়, সেগুলাে তােমার ক্ষতিসাধনে শক্তিশালী হয়ে উঠবে এবং তােমাকে একটি শােচনীয়। অবস্থানে রাখবে; তােমাকে ঈশ্বরবিহীন এবং আশাবিহীন স্থানে রাখবে।MYPBen 70.2

    যদি কামােদ্দীপনা এবং আবেগসমূহ সুবুদ্ধি, বিবেক এবং চরিত্রের। অধীন করা হয় তবে কল্পনা নিরপেক্ষ এবং নাছােড়বান্দা, ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি বিপদের মধ্যে আছি, কারণ তুমি কেবল তােমার চিরন্তন আগ্রহসমূহ মনের উত্তেজনার বেদীতে উৎসর্গ করছ। মনের উত্তেজনা তােমার গােটা সত্ত্বার নিশ্চিত নিয়ন্ত্রণ লাভ করছে- কোন প্রকার উত্তেজনা? একটি সবচেয়ে খারাপ, ধ্বংসাত্মক প্রকৃতি। এর প্রতি বশীভূত হয়ে, তুমি তােমার অভিভাবকদের জীবন তিক্ত করবে, তুমি তােমার শ্রদ্ধেয়দের প্রতি দুঃখ। এবং লজ্জা আনয়ন করবে, তােমার নিজের চরিত্র বিসর্জন দেবে, এবং স্বর্গ হারাবে এবং একটি গৌরবময় অমর জীবন হারাবে। এটি করতে কি তুমি প্রস্তুত? আমার একান্ত আবেদন, তুমি যেখানে আছ, সেখানেই থাক । উগ্রভাবে ও স্বেচ্ছাচায়ী গতিতে আর এক ধাপ এগিয়াে না, কেননা তােমার সামনে দুঃখ এবং মৃত্যু অবধারিত। যদি তুমি তােমার উন্মাদনা এবং ভালােবাসা, আত্ম নিয়ন্ত্রণ অনুশীলন না কর, তবে তুমি নিশ্চয়ই তােমার চারপাশের লােকদের কাছে অখ্যাতি অর্জন করছ, এবং তােমার চরিত্রের ওপর আজীবন অশ্রদ্ধা আনয়ন করছ।MYPBen 70.3

    তুমি তােমার পিতা-মাতার অবাধ্য, ধৃষ্ট, অকৃতজ্ঞ এবং দুষ্ট। এসব ঘৃণ্য আচরণ দূষিত একটি গাছের ফল স্বরূপ। তুমি আগ্রহশীল। তুমি ছেলেদের ভালােবাস এবং তাদেরকে আপনার আলাপ আলােচনায় মূলবস্তু স্বরূপ করতে পছন্দ কর । “কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া উঠে মুখ তাহাই বলে।” অভ্যাস তােমাকে বশীভূত করার জন্য শক্তিশালী হয়ে ওঠে; আর তুমি প্রতারণা করতে শিখেছ যেন তুমি তােমার উদ্দেশ্য পূর্ণ করতে এবং তােমার বর্ণনা সম্পন্ন করতে পার। “ Testimonies for the Church ”, vol 2, pp 560-562.MYPBen 71.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents