Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বরের ইচ্ছা এবং মানুষের ইচ্ছা সংযুক্ত

    বিশ্বাসের কথা বল। ঈশ্বরের পাশে থাক। তােমার চরণ শত্রুর পাশে স্থাপন কর না, তাহলে প্রভু তােমার সহায় হবেন। তােমার পক্ষে যা করা অসম্ভব, ঈশ্বর তােমার জন্য তা করবেন। পরিণামে তুমি “লেবানােনের এরস বৃক্ষ স্বরূপ হবে।” তােমার জীবন হবে ব্যক্তিত্ব সম্পন্ন, আকর্ষণীয়, তােমার কাজগুলাে ঈশ্বরে নির্ভর করে সম্পন্ন হবে। তােমার মধ্যে একটি শক্তি, একটি ঐকান্তিকতা, এবং একটি নিষ্কপটতা থাকবে যা তােমাকে ঈশ্বরের হাতে একটি মসৃণ হাতিয়ার করবে ।MYPBen 147.1

    তােমাকে প্রতিদিন সত্যের প্রস্রবণ থেকে পান করতে হবে, যেন তুমি, প্রভুতে মনের পরিতােষ এবং আনন্দের রহস্য বুঝাতে পার। কিন্তু তােমাকে স্মরণে রাখতে হবে যে, তােমার ইচ্ছা তােমার সব কাজের উৎপত্তিস্থল। এই ইচ্ছা, যা মানুষের চরিত্রে এত বড় গুরুত্বপূর্ণ বিষয় হবে, যা পতনের সময়ে শয়তানের নিয়ন্ত্রণে রাখা হয়েছিল; আর সে চিরদিন মানুষের মধ্যে কাজ করে আসছে তার নিজের আনন্দের জন্য, কিন্তু মানুষের ধ্বংস এবং দুঃখ কষ্টের জন্য।MYPBen 147.2

    কিন্তু ঈশ্বরের প্রিয়তম পুত্র যীশুকে প্রদান করায় ঈশ্বরের অসীম ত্যাগস্বীকার পাপের জন্য একটি আত্মত্যাগে পরিণত হল, যা তাঁর শাসন ব্যবস্থার একটি নীতিও অমান্য না করে তাকে বলতে সক্ষম করল যে, “তােমাকে আমার কাছে সমর্পণ কর, তােমার ইচ্ছা আমাকে দাও; শয়তানের নিয়ন্ত্রণ থেকে ছিনিয়ে নেও; এতে আমি তা অধিকার করে নেব; তাতে আমি। তােমার মধ্যে আমার সুবাসনা পূর্ণ করার জন্য কাজ করতে পারব।” যখন। তিনি তােমাকে খ্রীষ্টের মন দেন, তখন তােমার ইচ্ছা তাঁর ইচ্ছায় রূপ নেয়, আর তােমার চরিত্র খ্রীষ্টের চরিত্রে রূপান্তরিত হয় । ঈশ্বরের ইচ্ছা পরিপূর্ণ করাই কি তােমার উদ্দেশ্য? তমি কি শাস্ত্রের আজ্ঞাবহ হতে চাও? “যদি কেহ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদগামী হউক।”MYPBen 147.3

    খ্রীষ্টের অনুসরণ করার ন্যায় আর কিছুই নেই, যদি না তুমি বাসনা চরিতার্থ করা অস্বীকার করে ঈশ্বরের আজ্ঞাবহ হও। এটি তােমার অনুভূতি বা তােমার আবেগ নয় যা তােমাকে ঈশ্বরের একজন সন্তান তুল্য করে, কিন্তু এটি ঈশ্বরের ইচ্ছা পালন। যদি তােমার ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে তােমার সম্মুখে একটি কার্যকর জীবন রয়েছে। অতঃপর তুমি তােমার ঈশ্বর দত্ত মানবতায় উত্তম কাজের একটি দৃষ্টান্তস্বরূপ দাঁড়াতে পার। পরে তুমি ওগুলাে করার পরিবর্তে শৃঙ্খলার নিয়ম মত চলতে সাহায্য করবে। অতঃপর তুমি তুচ্ছ করার পরিবর্তে শখলা চালু রাখতে সাহায্য করবে এবং তােমার নিজের কাজের সময় দ্বারা জীবনের নিয়ম বহির্ভূত অবস্থাতে উদ্দীপিত করবে।MYPBen 148.1

    ঈশ্বর ভয়ে আমি তােমাকে বলি, আমি জানি, যদি তােমার ইচ্ছা ঈশ্বরের ইচ্ছার পাশে তুমি পারবে।MYPBen 148.2

    “আমরা ঈশ্বরের সহকার্যকারী।” তুমি তােমার কাজ দীর্ঘ এবং অনন্তকাল ধরে এমন ভাবে করতে পার, যাতে তা বিচারের পরীক্ষায় টিকে থাকে। তুমি কি চেষ্টা করবে? তুমি মােড় ঘুরে দাঁড়াবে? তুমি খ্রীষ্টের প্রেমের লক্ষ্য এবং মধ্যস্থতার বস্তু। তুমি কি এখন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবে এবং যারা তার কাজের স্বার্থ রক্ষায় প্রহরীরূপে কাজ করছে তাদের। সাহায্য করবে, না তার পরিবর্তে তাদের দুঃখ ও নিরুৎসাহের কারণ হবে? — Testimonies for the Church,” Vol. 5, pp. 513-516.MYPBen 148.3