Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    আধ্যাত্মিকতার ঘাটতি প্রকাশিত

    এমন উৎসাহ এবং অনুপ্রেরণা স্বর্গীয় আদর্শে সৃষ্ট হয়নি। ওগুলাে সম্পূর্ণরূপে এই পৃথিবীর। দুঃখ পূর্ণ ভাবে স্বর্গীয় দূতগণ, খ্রীষ্ট যাদের জন্য এতই করেছেন তাদের জন্য তাদের দিকে চেয়ে দেখেন। যারা কেবল আত্মতুষ্টির জন্য জীবিত ছিল, খুব বিলম্বে তারা দেখে যে, তাদের প্রদীপে তেল নেই এবং তারা সম্পূর্ণভাবে তাদের জীবন ইতিহাস সমাপ্ত করার জন্য অনুপযুক্ত।MYPBen 379.3

    আলাপ আলােচনার তাৎপর্য অনেক সামাজিক সম্মেলনেও দেখা যায়; যেখানে তাদের মনের ইচ্ছা প্রকাশ পায়। বাজে কথা, তামাশা, যা হাসানাের জন্য বলা হয়; এ সব যথার্থভাবে খ্রীষ্টকে উপস্থাপন করে না। যারা ওসব কথা উচ্চারণ করে তারা তাদের কথার একটি লিখিত প্রমাণ তালিকা দেখতে ইচ্ছা করবে না। শ্রোতাদের ওপর ভুল প্রভাব বিস্তারিত হবে, এবং খ্রীষ্টের ওপর অপমান সূচক ছাপ পড়বে । ও, তাহলে যুবক যুবতিদের সাবধান হয়ে কথা বলতে হবে! কেননা হয় তারা নির্দোষ অথবা দোষী বলে বিবেচিত হবে। মনে রাখতে হবে, তুমি যেখানেই যাও না কেন, যীশু তােমার পাশে আছেন। তােমার কাজের প্রতি লক্ষ রাখছেন, এবং তােমার বাক্য শুনছেন তুমি কি তােমার প্রতি তার কথিত বাক্য, এবং তিনি তােমার আলাপ শুনছেন তা শুনে। লজ্জিত হবে?...MYPBen 379.4

    একজন অকপট খ্রীষ্টিয়ান যে জাগতিক আমােদ প্রমােদে অংশ গ্রহণ করে সে বিপজ্জনক স্থানে অবস্থান করছে। সে স্বর্গের সজীব বায়ুমণ্ডল দ্বারা ব্যপৃত অঞ্চল ছেড়ে ঘনকুয়াশার মধ্যে ঝাপ দিয়েছে। অনেক ক্ষেত্রে আমােদ প্রিয় দলবল আমােদ আহ্লাদের উদ্দেশ্যে একত্রিত হয় তারা খ্রীষ্ট ধর্মের প্রতি গ্লানিকর।MYPBen 380.1

    যে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে তার যােগাযোগ রক্ষা করে সে অন্তর দিয়ে ঐ দলের মধ্যে অংশ গ্রহণ করতে পারে না। সে যে কথাগুলাে শােনে তা তার কাছে সমরুচি সম্পন্ন নয়; কেননা ঐ সকল কনানের ভাষা নয়। বক্তাগণ প্রমাণ দেন না যে ঐ উচ্চারিত শব্দ তাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি মধুর স্বর ।MYPBen 380.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents