Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    খ্ৰীষ্টিয় সামাজিকতা এবং সৌজন্যতা-১৩৭

    ঈশ্বরের প্রজাগণ খুব অল্পই খ্রীষ্টিয় সামাজিকতার অনুশীলন করে। শিক্ষার এই দিকটি সম্পর্কে আমাদের বিদ্যালয়সমূহে দৃষ্টিহারা হলে বা অবহেলা করলে চলবে নাMYPBen 397.1

    ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে হবে যে, তারা স্বাধীন পারমানবিক বােমা নয়, কিন্তু তারা প্রত্যেকে একটি সূতা যা একটি অন্যটির সঙ্গে সংযুক্ত হতে হবে একটি তৈরি বস্ত্রে পরিণত হবে। একমাত্র বিদ্যালয় ছাড়া কোনাে বিভাগে এই শিক্ষা ফলপ্রসূভাবে গ্রহণ করা যায় না। এখানে শিক্ষার্থীরা প্রতিদিন সুযােগ দ্বারা পরিবেষ্টিত, যে সুযােগের সদ্ব্যবহার করলে তাদের চরিত্রের সামাজিক বৈশিষ্ট্য উন্নয়নে বড় রকমের সহায়তা পাবে। এখানে তাদের নিজেদের শক্তির মধ্যে অবস্থিত তাদের সময় এবং সুযােগ তাদের চরিত্র গঠন করবে যা তাদের সুখী এবং সফল করে তুলবে। যারা আপনাদেরকে নিজেদের মধ্যে বদ্ধ রাখে, যারা অন্যদেরকে বন্ধু ভাবাপন্ন সংসর্গ পেয়েও অন্যদের কাছে যেতে অনিচ্ছুক, তারা অনেক আশীর্বাদ হারায়; কেননা পারস্পরিক আলাপ আলােচনার মাধ্যমে। মন মসৃণতা এবং বিশােধন লাভ করে, সামাজিক আদানপ্রদান এবং প্রত্যক্ষ পরিচয় সৃষ্টি হয় এবং বন্ধুত্ব চুক্তি যা হৃদয়ের ঐক্য এবং প্রেমের পারিপার্শ্বিক অবস্থা সৃষ্টি করে, তা স্বর্গের দৃষ্টিতে আনন্দদায়ক।MYPBen 397.2

    বিশেষ করে যারা খ্রীষ্টের প্রেম আস্বাদন করেছে, তারা তাদের সামাজিক ক্ষমতা বৃদ্ধি করে; কেননা, এভাবে তারা ত্রাণকর্তার জন্য আত্মাগণকে লাভ করতে পারে। খ্রীষ্টকে তাদের অন্তঃকরণে লুকিয়ে রাখা উচিৎ নয়, একটি সঞ্চিত ধনাগারে বদ্ধ রেখে তারা নিজেরাই উপভােগ করবে ; যারা কেবল তাদের কল্পনা শক্তিকে সন্তুষ্ট করে খ্রীষ্টের প্রেম তাদের কাছে। প্রকাশিত হবে না। যারা মারাত্মক অভাবের মধ্যে রয়েছে তারা তাদের ঘনিষ্ট বন্ধু-বান্ধব না হলেও তাদের প্রতি খ্রীষ্টিয় দয়া, সহানুভূতি ও সামাজিক সমর্থন প্রকাশের জন্য শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। সর্ব সময়ে এবং সর্ব স্থানে যীশু মানব পরিবারে একটি প্রেমপূর্ণ আগ্রহ প্রকাশ করেছেন, এবং তার চারপাশে একটি আনন্দপূর্ণ নেহের আলাে জ্বালিয়ে রেখেছেন। ছাত্রদের তার পদচিহ্ন অনুসরণ করতে শিক্ষা দিতে হবে। তাদের খ্রীষ্টিয় অনুরাগ, অনুকম্পা এবং তাদের তারুণ্যপূর্ণ বন্ধুত্ব প্রকাশ করতে হবে, এবং যীশুর কাছে আকর্ষণ করতে হবে, খ্রীষ্ট তাদের অন্তরে অবস্থান করবেন, অনন্ত জীবনের প্রবাহ উথলিয়া উঠবে যা তারা যে কোনাে ব্যক্তির সাক্ষাতে আসবে, তাদের সকলকে উজ্জীবিত করবে।MYPBen 397.3

    প্রয়ােজনের সময়ে অন্যের জন্য এই ইচ্ছাকৃত প্রেমের পরিচর্যা ঈশ্বরের কাছে বহুমূল্য বলে গণ্য হয়। এভাবে এমনকি বিদ্যালয়ে পড়য়া, ছাত্রগণ যদি তাদের পেশায় বিশ্বস্ত হয়, তবে ঈশ্বরের জন্য প্রেমিক মিশনারি হতে পারে। এসবে সময়ের প্রয়ােজন; তবে যে সময় লাভজনকভাবে ব্যয় করা হয় তা শিক্ষার্থীদের খ্রীষ্টকে কিভাবে জগতের কাছে তুলে ধরতে হয় তা শিক্ষা দেয়।MYPBen 398.1

    খ্রীষ্ট বন্ধুত্বপূর্ণ ভাবে অন্যের সঙ্গে মিশতে অস্বীকার করেননি। ফরীশী অথবা সদ্কীদের দ্বারা আমন্ত্রিত হলে, তিনি তা গ্রহণ করতেন। এমন ধরণের। অনুষ্ঠানে তার উচ্চারিত কথা ছিল তার শ্রোতাদের কাছে জীবন থেকে জীবনের সুগন্ধি স্বরূপ, কেননা তিনি আহারের সময় লােকদের অনেক মূল্যবান শিক্ষা সহভাগ করতেন। খ্রীষ্ট এভাবে তাঁর শিষ্যদের শিক্ষা দিতেন কিভাবে অধর্মীয় এবং ধর্মীয় লােকদের সঙ্গে আচরণ করতে হয়। -“ Testimonies for the Church. vol. 6. pp. 172-173.MYPBen 398.2