Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    খ্রীষ্টিয় শিক্ষার আবশ্যকতা- ৪৯

    ঈশ্বর মানসিক কর্মশক্তির প্রশিক্ষণ দাবি করেন। তার পরিকল্পনা হল, তাঁর দাসগণ এবং যারা উত্তমরূপে ওয়াকিবহালে কার্যকারী হবার জন্য অসতর্ক বা অদক্ষ, অত্যাধিক শ্রমবিমুখ ও বিষয়ী লােক অপেক্ষা আরও বুদ্ধিমত্তার অধিকারী হয়। প্রভু আমাদের আদেশ করছেন যেন আমরা তাঁকে সমস্ত অন্তঃকরণ, সমস্ত চিত্ত এবং সমস্ত শক্তি এবং সমস্ত মন দিয়ে ভালােবাসি। এটি আমাদের বিকশিত হবার পূর্ণ দক্ষতা, যেন আমরা সমস্ত মন দিয়ে আমাদের স্রষ্টাকে জানি এবং প্রেম করি।MYPBen 167.1

    তাঁর আত্মার নিয়ন্ত্রণাধীন থেকে যত অধিক পুঙ্খানুপুঙ্খরূপে বুদ্ধিমত্তা অনুশীলন করা হয় তত ফলপ্রসূভাবে এটি ঈশ্বরের সেবায় ব্যবহার করা যেতে পারে। অশিক্ষিত ব্যক্তি যে ঈশ্বরের নিকট নিবেদিত এবং যে ব্যক্তি অন্যদের আশীর্বাদ করার জন্য আকাঙ্খিত সে প্রভু কর্তৃক তার সেবায় ব্যবহৃত হতে পারে। কিন্তু যারা একই নিবেদিত আত্মায় পুঙ্খানুপুঙ্খ শিক্ষা লাভ করেছে, সে খ্রীষ্টের জন্য আরও ব্যাপকতর কাজ করতে পারে। তারা অনুকূল অবস্থানে। দণ্ডায়মান থাকে।MYPBen 167.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents