Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পর্দা সরানাে হল

    পর্দা সরানাে হলে আমাকে এই যুগের ভ্রষ্টতা দেখানাে হল, আমি হৃদয়ে পীড়িত হলাম, আমি আত্মায় প্রায় মূছা গেলাম। আমি লক্ষ করলাম, পৃথিবীর অধিবাসীরা তাদের পাপের পেয়ালা পূর্ণ করেছে। ঈশ্বরের ক্রোধ জ্বলে উঠল, আর যে পর্যন্ত না পাপীদের পৃথিবী থেকে ধ্বংস করা হবে, সে পর্যন্ত ঈশ্বরের ক্রোধ শান্ত হবে না।MYPBen 54.2

    শয়তান খ্রীষ্টের ব্যক্তিগত শত্রু। সে স্বর্গে ও পৃথিবীতে বিদ্রোহের প্রতিটি গােষ্ঠির স্রষ্টা এবং পরিচালক। তার ক্ষীপ্ততা বৃদ্ধি পায়, আর আমরা তার শক্তি উপলব্ধি করি না। যারা স্বাচ্ছন্দ্যে কাজ করছে এবং নিজেদেরকে নিরাপদ মনে করছে, তাদের নিয়ে পতীত দূতগণ কিভাবে কাজ করছে তা যদি আমরা চোখ মেলে দেখতে পারতাম, তবে আমরা নিরাপদ মনে করতাম না। মন্দ দূতগণ প্রতি মুহূর্তে আমাদের পিছে লেগে আছে। দুষ্ট লােকেরা শয়তানের পরামর্শ অনুসারে কাজ করছে; কিন্তু যখন আমরা শয়তানের অদৃশ্য কর্মীদের কাজের বিষয়ে অসতর্ক হব; তখনই তারা একটি নতুন ভূমি বেছে নেবে এবং আমাদের চোখের সামনে অলৌকিক কাজ করবে। আমরা কি তখন ঈশ্বরের বাক্যের মাধ্যমে প্রতিরােধ করতে প্রস্তুত, যা একমাত্র অস্ত্র যা আমরা কৃতকার্যতার সাথে ব্যবহার করতে পারি?MYPBen 54.3

    কোনাে কোনাে লােক প্রলােভিত হবে যে এসব আশ্চর্য কাজ ঈশ্বর থেকে হয়েছে! অসুস্থ লােকেরা আমাদের সামনেই আরােগ্য লাভ করবে । আমাদের চোখের সামনেই অলৌকিক কাজ করা হবে। যখন শয়তানের মিথ্যা অলৌকিক কাজ আরও পূর্ণরূপে করা হবে, আমরা কি সে সময়কার পরীক্ষার জন্য প্রস্তুত? বহু সংখ্যক আত্মা কি ফাঁদে পতীত হবে না? মিথ্যার অনুষ্ঠান, এবং ঈশ্বরের সহজ আজ্ঞা সকল থেকে সরে পড়া এবং শয়তানের এ সব ভ্রান্ত অলৌকিক কাজের প্রতি মনােনিবেশ করা হল শয়তানের এই আলৌকিক কাজের জন্য মনকে প্রস্তুত করা। আমাদের এখন সকলের আসন্ন প্রতিযােগিতার জন্য প্রস্তুত থাকতে হবে। ঈশ্বরের বাক্যে বিশ্বাস, প্রার্থনা সহকারে অধ্যয়ন এবং তা কাজে প্রয়ােগ হবে শয়তানের শক্তি থেকে আমাদের রক্ষার উপায়, আর এগুলােই খ্রীষ্টের রক্তের মাধ্যমে বিজয় আনয়ন করবে। - Review and Herald, February 18, 1862.MYPBen 55.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents