Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সঙ্গীদের প্রভাব

    যুবক-যুবতি যারা তাদের ঘর-ছাড়া হয়, এবং তারা আর তাদের পিতা-মাতার তত্ত্বাবধানে থাকে না, তারা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী সঙ্গী সাথী বেছে নেয়। তাদের মনে রাখতে হবে যে, তাদের স্বর্গস্থ পিতার চোখ তাদের ওপর আছে, এবং তাদের প্রতিটি প্রয়ােজন এবং তাদের প্রলােভনের প্রতি দৃষ্টি আছে। স্কুলে সর্বদা কিছু যুবক-যুবতি থাকবে যারা, তাদের কাজের দ্বারা প্রকাশ করে যে, তাদের মন নিকৃষ্টতর ছাঁচে তৈরি। শিশুবেলার সুবিবেচনা হীন প্রশিক্ষণের মাধ্যমে তারা একতরফা চরিত্র গঠন করেছে; আর যখন। এভাবে অনেক বছর গড়িয়ে যায়, তখন তাদের অভিজ্ঞতাকে নষ্ট করার জন্য এসব সমস্যা রয়ে যায়। ধর্মানুষ্ঠান এবং আদর্শের নৈতিক শক্তিতে যারা দুর্বল। সে সব আত্মা বিপদগামী হয়।MYPBen 158.1

    প্রিয় যুবক-যুবতি, সময় স্বর্ণময়। তােমাদের আত্মা যৌবন সুলভ আমােদ প্রমােদ দ্বারা বিপদগ্রস্ত করাে না। তােমরা অসতর্কতা অবলম্বন করে বন্ধুবান্ধব মনােনয়ন করতে পার না। অন্যদের আদর্শ চরিত্র নিয়ে চল, এবং দেখবে বৈশিষ্ট্যগুলাে নৈতিক শক্তি স্বরূপ হয়ে মন্দকে পরিহার করে উত্তমকে মনােনয়নে একটি নৈতিক শক্তি স্বরূপ হবে। তােমার লক্ষ্য উঠে স্থাপন কর । তােমার অভিভাবক এবং শিক্ষকগণ, ঈশ্বরকে প্রেম করে এবং ভয় করে, তারা দিন-রাত্রি তাদের প্রার্থনা সহকারে তােমাকে অনুসরণ করছে, তােমাকে সনির্বন্ধ অনুরােধ করছে এবং তােমাকে সতর্ক করে দিচ্ছে, কিন্তু যদি বেপরােয়া সঙ্গীসাথী মনােনয়ন কর, তবে এর সবই বৃথা হবে। যদি তুমি বাস্তব কোনাে বিপদMYPBen 158.2

    দেখ, এবং মনে কর তুমি সঠিক কাজটি করতে পার এবং ভুলও করতে পার, যেমন তুমি মনােনয় কর, তুমি দেখবে না যে, মন্দতার তাড়ি বিশ্বাস ঘাতকতাপূর্ণ ভাবে তােমার মনকে কলঙ্কিত এবং ভ্রষ্ট করছে।MYPBen 158.3