Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    প্রলােভন

    প্রধান প্রতারক, শয়তান দীপ্তিময় দূতের বেশ ধারণ করে, এবং তরুণ তরুণির কাছে আচমকা প্রলােভন নিয়ে আসে, এবং ধাপে ধাপে তাদের কাজের পথ থেকে জয় করে নিয়ে যায়। তাকে একজন অভিযােগকারী, একজন মিথ্যাবাদী, একজন যাতনাকারী, একজন উৎপীড়নকারী এবং একজন নরঘাতক বলে বর্ণনা করা হয়েছে। “যে পাপ করে সে দিয়াবল।” প্রত্যেকটি পাপকার্য আত্মাকে বিচারের দায়ে নিকে আসে, এবং স্বর্গীয় অসন্তোষকে উত্তেজিত করে । অন্তঃকরণের চিন্তা ঈশ্বর দেখেন। যখন অপবিত্র চিন্তা লালন করা হয়, তা বাক্য অথবা কাজ দ্বারা ব্যক্ত করে, পাপ কাজ সিদ্ধ করতে আত্মাকে দোষারােপ করার প্রয়ােজন হয় না। পবিত্রতা কলুষিত হয়, এবং পরীক্ষক বিজয়ী হয়।MYPBen 421.3

    প্রত্যেক ব্যক্তি প্রলােভিত হয়, যখন তার নিজের কামলালসার কারণে দূরে যায় এবং বিপথগামী হয় তখনই সে প্রলােভিত হয়। সে তার নিজের ইচ্ছা পথ অনুসরণ দ্বারা নৈতিক উৎকর্ষ এবং প্রকৃত উওমতা থেকে সরে পড়ে। যদি তরুণর নৈতিক ন্যায়পরায়ণতার অধিকারী হয় শক্তিশালী প্রলােভনসমূহ অনর্থক হয়ে পড়ে। তােমাকে প্রলােভন দেখানাে শয়তানের কাজ, কিন্তু প্রলােভিত হওয়া তােমার কাজ। পরীক্ষিত ব্যক্তিকে আজ্ঞালঙ্ঘনে প্রবৃত্ত করা। শয়তানের সমগ্র বাহিনীর শক্তি নয়। পাপের জন্য কোনাে অজুহাত নাই।MYPBen 422.1

    কোনাে কোনাে তরুণ এবং তরুণি যখন অসার এবং মুখতাপূর্ণ কাজে তাদের শক্তি নষ্ট করছে অন্যেরা তখন তাদের মন শৃঙ্খলে রাখছে, জ্ঞান অর্জন করছে, তাদের সংগ্রাম সজ্জা পরিধান করে জীবন যুদ্ধে নিয়ােজিত হবার জন্য, একটি কৃতকার্যতা লাভের জন্য দৃঢ়প্রতিজ্ঞা। কিন্তু তারা জীবনে কৃতকার্য হতে পারছে না, তারা যতই উচ্চে ওঠার চেষ্টা করুক না কেন, যে পর্যন্ত না তারা ঈশ্বরের প্রতি আসক্ত হয় তারা সফল হবে না। যদি তারা সর্বান্তঃকরণে প্রভুর কাছে ফিরে আসে, যারা সামান্য মাত্রায় সঠিক কাজটি করে তাদের উদ্দেশ্য দুর্বল করে, তাদের তােষামােদ করা বন্ধ করে তবে তারা ঈশ্বরের শক্তি এবং প্রত্যাশা লাভ করবে।MYPBen 422.2