Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সেবার নিমিত্ত প্রশিক্ষণ-৫৪

    ঈশ্বর যে আলাে দিয়েছেন তা বিবেচনা করলে মনে হয়, এটি বিস্ময়কর যে, তেমন উল্লেখযােগ্য সংখ্যক যুবক-যুবতি নেই যারা জিজ্ঞেস করছে, “প্রভু, আমি তােমার জন্য কি করব?” এটি কল্পনা করা বিপজ্জনক ভুল, একজন যুবক যতক্ষণ পরিচর্যা কার্যে আত্ম নিয়ােগ না করে, ততক্ষণ ঈশ্বরের কাজের জন্য কোনাে বিশেষ কর্ম প্রচেষ্টা উপযুক্ত নয়। তুমি যেকোনাে কাজের জন্য আহ্বান পাও না কেন, এটি অপরিহার্য যে, তুমি অধ্যবসায় সহকারে তােমার দক্ষতার অপেক্ষাকৃত উন্নয়ন ঘটাও।MYPBen 178.1

    তরুণ-তরুণীদের সনির্বন্ধ অনুরােধ করতে হবে যেন তারা স্বর্গ প্রেরিত সুবর্ণ সুযােগের আশীর্বাদ সমূহ ধন্যবাদের সহিত তারিফ করে যেন সু-শৃঙখল এবং জ্ঞান। সম্পন্ন হতে পারে। তাদের বিদ্যালয়গুলাের সুযােগ গ্রহণ করতে পারে যেগুলাে সর্বোত্তম জ্ঞান সহভাগের উদ্দেশে স্থাপিত হয়েছে। শিক্ষার্জনে অলস এবং অমনােযোগি হওয়া পাপ। সময় সংক্ষিপ্ত, সুতরাং যেহেতু পৃথিবীর ইতিহাসের যবনিকা রুদ্ধ করার জন্য প্রভু সত্বর আসছেন, তাই বর্তমান সুযােগ সুবিধার উন্নতি সাধনের একান্ত আবশ্যকতা রয়েছে।MYPBen 178.2