Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রভুর শক্তিতে

    যীশু জগতের জ্যোতি, এবং তােমার জীবন তাঁরই ন্যায় সাজাতে হবে । একটি শক্তিশালী, সুসামঞ্জস্য, মনােরম চরিত্র গঠনে তুমি খ্রীষ্টের সাহায্য পাবে । শয়তান এরূপ একটি চরিত্র থেকে বিকীর্ণ জ্যোতির কোনাে মাত্রা নিষ্প্রভ করতে পারে না। আমাদের প্রত্যেকের জন্য প্রভুর একটি কাজ রয়েছে। আমরা মানব প্রভাবিত প্রশংসা-আদর দ্বারা উন্নিত হব- এজন্য তিনি প্রতিপালন করেন না; তিনি চান যে, প্রতিটি আত্ম প্রভুর শক্তিতে সবল থাকবে। ঈশ্বর তার সর্বোৎকৃষ্ট দান প্রদান করেছেন, আমাদের তুলে ধরতে, আমাদের সমর্থ। করতে, আমাদের উপযুক্ত করে তুলতে, তার নিজের চরিত্রে বিশুদ্ধতা আমাদের উপর স্থাপন করে, তার রাজ্যে একটি আবাসস্থানের জন্য এমন কি তাঁর একজাত পুত্রকে আমাদের জন্য দিয়েছেন। যীশু আমাদের পৃথিবীতে এসে জীবন যাপন করলেন যে, তাঁর অনুসারীগণ তাঁরই ন্যায় জীবন যাপন করে। যদি আমরা আত্মবশীভূত হই, এবং ঈশ্বরের চমৎকার কাজে সহযােগিতা করার জন্য একান্ত চেষ্টা করতে আলসেমী করি, তবে আমরা ইহ জীবনে ক্ষতির সম্মুখীন হব, এরং ভাবী অমর জীবনে ক্ষতিগ্রস্থ হব।MYPBen 57.3

    ঈশ্বরের পরিকল্পনা এই, যেন আমরা কাজ করি, কিন্তু হতাশাপূর্ণ ভাবে। নয়, কিন্তু দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা সহকারে। যেমন আমরা যখন শাস্ত্র অন্বেষণ করি, আমরা আলােকিত হই, ঈশ্বরের চমৎকার সদয়তা লক্ষ্য করি যে, পিতা যীশুকে জগতে প্রদান করলেন, যেন যারা তাঁকে বিশ্বাস করে তারা বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়; আমাদের অব্যক্ত আনন্দ পূর্ণ করে গৌরব সহ আনন্দ করা উচিৎ। ঈশ্বর বলতে চান শিক্ষার মাধ্যমে যা কিছু অর্জন করা যায় তা যেন আমরা সত্য সম্প্রসারণে ব্যবহার করি। সত্য, প্রকৃত, জীবন্ত ধার্মিকতা- জীবন এবং চরিত্র থেকে প্রতিবিম্বিত হতে হবে যেন খ্রীষ্টের ক্রুশ জগতের সম্মুখে উচ্চিকৃত হতে পারে, এবং ক্রুশের আলোকে আত্মার মূল্য প্রকাশিত হতে পারে। শাস্ত্র বােঝার জন্য আমাদের মন উন্মুক্ত রাখতে হবে, যেন আমরা স্বর্গীয় খাদ্য গ্রহণের দ্বারা আত্মিক শক্তি লাভ করতে পারি। Review and Herald , April 8, 1890.MYPBen 58.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents