Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    মুখবন্ধ

    প্রাচীনকালে, যিরূশালেম নির্মিত হবার সময় ভাববাদী, দর্শনে শুনতে পেলেন _ একজন স্বর্গীয় বার্তাবাহক অন্য একজনকে বলছেন, “শীঘ্র কর, এ যুবকটিকে বল।” সুতরাং, এই কালের অ্যাভেন্টিস্ট আন্দোলনের যুবকযুবতিদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেয়া হয়েছে যেন তারা পৃথিবীর ইতিহাসের অন্তিম নাটকে কাজ করে ।MYPBen 4.1

    “প্রভু যুবক-যুবতিদের তার সাহায্যকারী হাত হিসেবে নিযুক্ত করেছেন।”- “Testimonies for the Church, vol. VII, p. 64.MYPBen 4.2

    “আমাদের এমন প্রশিক্ষিত এক যুব সৈনিকদল, কত তাড়াতাড়িই না একজন ক্রুশাহত পুনরুত্থিত এবং সত্ত্বর আগমনকারী ত্রাণকর্তার বার্তা বিশ্বের সব জায়গায় বহন করতে পারবে!”- Education”, p. 271.MYPBen 4.3

    আমাদের কাজের সূচনা লগ্ন থেকেই, ভাববাণীর আত্মার মাধ্যমে এমন বইগুলাে এই আন্দোলনকারী যুবক-যুবতিদের কাছে আসছে। এই দান তুলে ধরার জন্য প্রভুর মনােনীত হাতিয়ার মিসেস ঈলেন জি, হােয়াইট, যখন তার বয়স মাত্র সতের বৎসর তখন তিনি তার কাজ আরম্ভ করেন । তিনি শৈশব। এবং যৌবনকালে অন্ধকারের শক্তির সঙ্গে তার সংগ্রামের কথা জানতেন এবং খ্রীষ্টে বিজয় লাভের জীবন সম্পর্কেও তিনি জানতেন। শিক্ষা, আদেশ এবং অনুজ্ঞা সম্পর্কিত অনেক বার্তা, সহানুভূতি, অনুযােগ এবং উৎসাহের বার্তা তার লিখনে আর এই বার্তা প্রকাশ পেয়েছে, যা সরাসরি যুবক-যুবতিদের উদ্দেশ্যে লেখা হয়েছে। সরাসরি যুবক-যুবতিদের মনকে খ্রীষ্ট এবং তার বাক্যের প্রতি নির্দেশ করা হয়েছে যা আদর্শ খ্রীষ্টিয় নর-নারীরূপে গড়ে তােলার একমাত্র উৎস, যা আত্মোৎসর্গের আত্মা লালন করতে অনেক কিছু করেছে, যা আমাদের বহু সংখ্যক যুবক-যুবতিকে চিহ্নিত করেছে।MYPBen 4.4

    ১৮৯২ এবং ১৮৯৩ খ্রীষ্টাব্দে এই পরামর্শ দিয়ে বার্তাসমূহ প্রদান করা হয়েছিল যে, আমাদের যুবক-যুবতিদের খ্রীষ্টের কাজের জন্য দল এবং সমিতিরূপে সংগঠিত হতে হবে। এই পরামর্শগুলাে থেকে —Young people ‘s society of Missionary Volunteers, গঠিত হয়েছে, যা সারা বিশ্বের অ্যাভেন্টিস্ট যুবক-যুবতিদের জীবনে অনুপ্রেরণা দানকারী ও ধারণকারী শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে।MYPBen 4.5

    ভগিনী হােয়াইট আমাদের যুবক-যুবতিদের জন্য যা কিছু লিখেছেন, তার অধিকাংশই তার বইগুলােতে প্রকাশিত হয়েছে, অনেক প্রবন্ধ যা Youth Instructor—এ এবং অন্যান্য স্থানে দেখা যায়, কিন্তু সেগুলাে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়নি। এই নির্দেশমালা উত্তরাধীকারসূত্রে প্রাপ্ত অতীব মূল্যবান সম্পদ, যা বর্তমান সময়ের সমুদয় যুবক-যুবতিদের হাতে থাকা বাঞ্ছনীয়। তার কাজের শুরু থেকেই যুব সমাজ ও যুব সমাজের সমস্যা সম্বন্ধে তিনি আমাদের পত্রিকাগুলােতে যা কিছু লিখেছেন, জেনারেল কনফারেন্সের মিশনারি ভলান্টিয়ার ডিপার্টমেন্ট তা অনুসরণ করে আসছে। যেহেতু সমুদয় প্রবন্ধ সংরক্ষণ করা সম্ভব হয় নি, তাই সতর্ক দৃষ্টি রাখা হয়েছে যাতে নির্বাচিত প্রবন্ধ পরিষ্কারভাবে বিষয়বস্তুর ওপরে লেখিকার ধ্যান ধারণা দিতে পারে। নির্দেশাবলির একটি সুষম পুস্তক তৈরি করার জন্য আমরা ইতােমধ্যে অনেক বিষয়-বস্তু পুস্তকে অন্তর্ভুক্ত করেছি, তবে যুবক-যুবতিদের কাছে ব্যাপক ভাবে বিতরণ করা হয় নি।MYPBen 5.1

    প্রবন্ধগুলাে সংগ্রহ এবং বিন্যাস করার কাজ যা এই পুস্তকে অন্তর্ভুক্ত করা হয়, তা হলেন জি, হােয়াইটের প্রকাশনা অছি এবং মিশনারি ভলান্টিয়ার ডিপার্টমেন্টের সচিব কর্তৃক সংযুক্ত ভাবে তালিকা ভুক্ত করা হয়েছিল। যদিও সাউদার্ন পাব্লিশিং এ্যাসােসিয়েসনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আকর্ষণীয় অবয়বটির মধ্যে এই পরামর্শ প্রেরণ করা হয়। আশা করা হয় যে, এই পুস্তকের মাধ্যমে আমাদের যুবক-যুবতিদের আগ্রহ তাদেরকে সমগ্র বার্তার প্রতি সতর্কতামূলক অধ্যয়নের দিকে পরিচালিত করবে যা ভাববাণীর মাধ্যমে অবশিষ্ট মণ্ডলীতে এসেছে। MYPBen 5.2

    আমাদের একান্ত প্রার্থনা “এই যুগে সমগ্র বিশ্বে অ্যাডুভেন্টিস্ট বার্তা” যেন অ্যান্ড্রভেন্টিস্ট আন্দোলনে খ্রীষ্টিয়ানদের চরিত্র শুদ্ধিকরণে এবং মহৎ কাজ সম্পাদনের জন্য নতুন উদ্যম প্রদানে সমগ্র বিশ্বের যুবক-যুবতিদের প্রতি মহা শক্তি স্বরূপ হতে পারে। M. E. KERN, Secretary General Conference Ministry Volunteer Departmant.MYPBen 5.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents