Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    একতা আনয়নের একটী দৃষ্টান্ত

    বহু বৎসর পূর্ব্বে খ্রীষ্টের সত্ত্বর আগমনে বিশ্বাসীদল যখন অতিক্ষুদ্র ছিল, তখন মেন প্রদেশের অন্তর্গত টপসম্ সহরের শাব্বাথপালনকারিগণ ব্রাদার ষ্টকব্রিজ হাউল্যান্ডের বাস গৃহের প্রশস্ত রন্ধনশালায় উপাসনার নিমিত্ত সমবেত হইতেন । একদিন বিশ্রামবার প্রাতে ব্রাদার হাউল্যান্ডের উপাসনার অনুপস্থিত দেখিয়া আমরা সকলেই বিস্ময়বিষ্ট হই, কারণ পূর্ব্বে সর্ব্বদাই তিনি যথা সময়ে উপস্থিত হইতেন । শীঘ্রই তিনি আসিয়া পড়িলেন, তাঁহার মুখমণ্ডল ঈশ্বরের গৌরবে উদ্ভাসিত ছিল । তিনি কহিলেন, “ভ্রাতৃগণ, আমি ইহা জানিতে পারিয়াছি । আমি জানিতে পারিয়াছি যে, আমরা এমন একটী কার্য্যের অনুসরণ করিতে পারি, যাহার সম্বন্ধে ঈশ্বরের বাক্য নিশ্চয় করিয়া বলিতেছে যে, ‘তোমরা কখনও পতিত হইবে না ।’ আমি এখন আপনাদিগকে এই বিষয় বলিতেছি ।”CCh 247.4

    পরে তিনি আমাদিগকে জানাইলেন যে, আমাদের এক ভ্রাতা, যিনি দরিদ্র মৎস্যজীবী, তিনি হৃদয়ে অনুভব করিয়া আসিতেছিলেন যে, তাঁহাকে যেরূপ উচ্চ সম্মান দেওয়া উচিত, যেরূপ দেওয়া হইতেছে না, অধিকন্ত ব্রাদার হাউল্যান্ড এবং অন্যেরা তাঁহা অপেক্ষা নিজেদিগকে শ্রেষ্ঠ জ্ঞান করেন। ইহা যদিও সত্য ছিল না, তথাপি তিনি মনে করিতেন, ইহা ধ্রুব সত্য ; তজজন্য কয়েক সপ্তাহ পর্য্যন্ত তিনি কোন সভায় যোগদান করেন নাই । এই নিমিত্ত ব্রাদার হাউল্যান্ড তাঁহার গৃহে গমন করিয়া তাঁহার সম্মুখে নতজানু হইয়া বলিয়াছিলেন, “হে আমার ভ্রাতঃ, আমাকে ক্ষমা করুন । আর আমাকে বলুন, আমি আপনার বিরুদ্ধে কি দোষ করিয়াছি ।” লোকটী ব্রাদার হাউল্যান্ডের বাহু ধরিয়া তাঁহাকে উঠাইতে চেষ্টা করিলেন । কিন্ত ব্রাদার হাউল্যান্ড কহিলেন, “না, আমার বিরুদ্ধে আপনার কি আছে তাহা বলুন ।” লোকটী কহিলেন, “আপনার বিরুদ্ধে আমার কিছু নাই ।” কিন্ত ব্রাদার হাউল্যান্ড কহিলেন, “নিশ্চয়ই, আমার বিরুদ্ধে আপনার কিছু আছে ।” কারণ একবার আমরা পরস্পরের সহিত আলাপ করিতে পারিতাম, কিন্ত এক্ষণে আপনি আমার সহিত মোটেই কথা বলেন না, তাই আমি জানিতে চাহি ইহার কারণ কি ।”CCh 248.1

    তিনি বলিলেন, “ব্রাদার হাউল্যান্ড, আপনি উঠুন ।” ব্রাদার হাউল্যান্ড কহিলেন, “না, আমি উঠিব না ।” লোকটী কহিলেন, “তাহা হইলে আমি নামিব ।” এই বলিয়া নতজানু হইয়া তিনি তাঁহার ছেলেমানুষি এবং ভ্রাতৃগণের বিরুদ্ধে তাঁহার কুসন্দেহাদি স্বীকার করিলেন । আর কহিলেন, “এক্ষণে আমি ইহার সকলই দূর করিয়া দিব ।”CCh 248.2

    এই কাহিনীটী বলিতে বলিতে ব্রাদার হাউল্যান্ডের মুখমণ্ডল সদাপ্রভুর প্রভায় সমুজ্জল হইয়া উঠিল । তাঁহার কথা শেষ হইতে না হইতেই, সেই মৎস্যধারী এবং তাঁহার পরিবারস্থ সকলে আসিয়া পড়িলেন, তাহাতে আমাদের সভাটী একটী সর্ব্বোৎকৃষ্ট সভায় পরিণত হইল ।CCh 249.1

    ধরুণ, যেন আমাদের মধ্যে কেহ কেহ ব্রাদার হাউল্যান্ডের নীতির অনুসরণ করিয়া আমাদের বিরুদ্ধে যখন আমাদের কোন ভ্রাতা কুসন্দেহ করে, তখন তাহার নিকটে যাইয়া যদি বলি, “আপনার ক্ষতি করিবার জন্য, আমি যদি কিছু করিয়া থাকি, তবে অনুগ্রহ করিয়া আমাকে ক্ষমা করিবেন,” ইহা করিলে আমরা শয়তানের মোহ ভাঙ্গিয়া আমাদের ভ্রাতাকে পরীক্ষা প্রলোভনের হস্ত হইতে মুক্ত করিতে পারিব । আপনার ও আপনার ভ্রাতৃগণের মধ্যে কোন কিছুই আসিতে দিবেন না । ত্যাগ— স্বীকারের দ্বারাও যদি সন্দেহের আবজর্জনা দূরীভূত করা যায়, তবে তাহাও করিবেন। ঈশ্বর চাহেন, যেন আমরা পরস্পরকে ভ্রাতার ন্যায় প্রেম করি এবং দয়ালু ও ভদ্র হই । তিনি চাহেন, যেন আমরা বিশ্বাস করিতে শিক্ষা করি যে, আমাদের ভ্রাতৃগণ আমাদিগকে প্রেম করেন ও খ্রীষ্টও আমাদিগকে প্রেম করেন । প্রেম প্রেমকে জন্ম দেয় ।CCh 249.2

    আমরা কি স্বর্গে আমাদের ভ্রাতৃগণের সহিত সাক্ষাৎ করিতে আশা করি ? আমরা যদি এখানে তাহাদের সহিত শান্তিতে ও ঐক্যে বসবাস করিতে পারি, তবে স্বর্গেও পারিব । কিন্ত এই জগতে তাহাদের সহিত অবিরত ঝগড়া বিবাদ না করিয়া থাকিতে না পারি, তবে স্বর্গে কি করিয়া থাকিতে পারিব ? ভ্রাতৃগণ হইতে বিযুক্ত থাকার মত কার্য্য করিয়া যাহারা ভ্রাতৃগণের মধ্যে অনৈক্য ও বিচ্ছেদ আনয়ন করে, তাহাদের সম্পূর্ণ পরিবর্ত্তনের প্রয়োজন । খ্রীষ্টের প্রেমে আমাদের হৃদয় বিগলিত ও বশীভূত হওয়া আবশ্যক । কালভেরীর ক্রুশে প্রাণত্যাগ করিয়া তিনি যে প্রেম প্রদর্শন করিয়াছিলেন, সেই প্রেম আমাদের হৃদয়েও পোষণ করা আবশ্যক । আমাদের ক্রমাগত ত্রাণকর্তার অধিকতর নিকটে যাওয়া আবশ্যক । আমাদের অধিক প্রার্থনা করা ও বিশ্বাস প্রদর্শন করা প্রয়োজন । আমাদের অধিকতর কোমল অন্তঃকরণ বিশিষ্ট, অধিকতর দয়ালু ও ভদ্র হওয়া আবশ্যক । কারণ আমরা মাত্র একবারই এই পৃথিবীতে কালযাপন করিব । আমরা যাহাদের সহিত মেলামেশা করি, তাহাদের উপরে কি খ্রীষ্টের চরিত্রের ছাপ রাখিয়া যাইবার জন্য আপ্রাণ চেষ্টা করিব না ?CCh 249.3

    আমাদের কঠিন হৃদয় ভগ্ন ও চূর্ণ হওয়া প্রয়োজন । আমাদের মধ্যে পূর্ণ ঐক্য থাকা প্রয়োজন এবং আমাদের হৃদয়ঙ্গম করা আবশ্যক যে, আমরা নাসারতের খ্রীষ্ট যীশুর রক্তে ক্রীত । আসুন, আমরা প্রত্যেক বলি যে, “তিনি তাঁহার জীবন আমার জন্য দিয়াছিলেন, এবং এই পৃথিবীতে আমার প্রবাস-কালে, তিনি চাহেন যেন, আমার জন্য প্রাণ দিয়া তিনি প্রেমের যে পরাকাষ্ঠা দেখাইয়াছেন,আমি সেই প্রেম অন্যের নিকটে প্রকাশ করি । ঈশ্বর যেন নিজে ধার্ম্মিক থাকেন এবং যে কেহ তাঁহাতে বিশ্বাস করে তাহকেও ধার্ম্মিক গণনা করেন, তজজন্য খ্রীষ্ট নিজ দেহে ক্রুশের উপরে আমাদের পাপসমূহ বহন করিয়া লইয়া গেলেন । এক্ষণে যে কেহ যীশুতে আত্মসমর্পণ করিবে, সে-ই জীবন লাভ করিবে ।49T 191-193;CCh 250.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents