Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সাক্ষ্যকলাপের অপব্যবহার

    সাক্ষ্যকলাপের দ্বারা ঈশ্বরের লোকদিগকে যে দীপ্তি দান করা হইয়াছে, তাহার অপব্যবহারের বিরুদ্ধে সাক্ষ্যকলাপের প্রথম সংখ্যাতেই এক সতর্কবাণী প্রকাশিত হইয়াছে । আমি সুস্পষ্টরূপে বলিয়াছি যে, কেহ কেহ যখন তাহাদের বিশ্বাসের বিষয় লইয়া অবিশ্বাসিগণের সহিত আলাপাদি করিতে যাইয়া প্রমাণার্থে বাইবেল ব্যবহার না করিয়া আমার লেখনী হইতে পাঠ করিয়াছে, তখন তাহারা অবিবেচনার কার্য্য করিয়াছে । আমাকে দর্শনে দেখান হইয়াছিল যে, এরূপ করা অসঙ্গত, কারণ এরূপ করিলে অবিশ্বাসিগণ সত্যের বিরুদ্ধে বিদ্বেষী হইয়া উঠিবে । সাক্ষ্যকলাপের তাৎপর্য যাহারা জানে না, তাহারা উহাদের মর্ম্মও বুঝে না । সুতরাং এইরূপ ক্ষেত্রে ঐগুলির উল্লেখ করাও উচিত নহে ।CCh 276.3

    সাক্ষ্যকলাপের ব্যবহার সম্বন্ধে নিম্নলিখিত অপরাধের সতর্কবাণীও দত্ত হইয়াছে :-CCh 277.1

    “কোন কোন প্রচারক বহু পশ্চাতে রহিয়াছেন । তাঁহারা প্রদত্ত সাক্ষ্যে বিশ্বাস করেন বলিয়া স্বীকার করেন ; আর তাঁহাদের মধ্যে কেহ কেহ সাক্ষ্যকলাপ সম্বন্ধে যাহাদের কোনই অভিজ্ঞতা নাই, তাহাদের পক্ষে ঐগুলিকে কঠোর নিয়মে প্রবর্ত্তিত করিয়া মহা অনিষ্ট সাধন করিয়া থাকেন ; কিন্ত তাঁহারা নিজেরা ঐগুলি পালন করেন না । পুনঃ পুনঃ সাক্ষ্যসমূহ প্রাপ্ত হইয়াও তাঁহারা সে সকল সম্পূর্ণরূপে অগ্রাহ্য করিয়াছেন । এইরূপ আচরণ কোন মতেই সঙ্গত নহে ।”CCh 277.2

    “আমি দেখিলাম যে, অন্যের পাপ ও দোষত্রুটী সম্বন্ধে ঈশ্বর আমাকে যাহা দেখাইয়াছেন, অনেকে তাহার সুযোগ লইয়াছে । দর্শনে যাহা দেখান হইয়াছে, তাহারা তাহার অর্থ অতি মন্দভাবে গ্রহণ করিয়াছে ; এবং ঈশ্বর যাহা দেখাইয়াছেন, তাহাতে অনেকের বিশ্বাসে যে পর্য্যন্ত না দুর্ব্বলতার ভাব আইসে এবং মণ্ডলীর হতাশ ও নিরাশ হইয়া পড়ে, তাবৎ প্রবল ভাবে কার্য্য করিয়াছে । 95T 669, 670;CCh 277.3