Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    এমন কি মনোনীতদিগকে প্রতারিত করিতে চেষ্টা করা

    ঈশ্বর ও প্রকৃতি সম্পর্কে যে কুতর্ক পৃথিবীকে নাস্তিক্তায় প্লাবিত করিয়াছে, তাহা পতিত শত্রুরই প্রবর্ত্তনা, ফলতঃ সে নিজেই এক বাইবেল-ছাত্র ; যে সকল সত্য গ্রহণ করা লোকের পক্ষে আবশ্যক, সে সেই সকল সত্য জানে এবং সে সেগুলি উত্তমরূপে অধ্যয়ন করে, যেন জগতের উপরে যাহা কিছু আসিতেছ, তাহার জন্য প্রস্তুত হওনার্থে বাইবেলে যে সকল মহাসত্য লিখিত আছে, লোকদের মন তাহা হইতে বিপথে পরিচালিত করিতে পারে।CCh 628.1

    ১৮৪৪ সালের নির্দ্দিষ্ট সময় অতিবাহিত হইবার পর, আমাদের সর্ব্বপ্রকার ধর্ম্মোম্মত্ততার সম্মুখীন হইতে হইয়াছিল। আমাকে ভর্ৎসনার সাক্ষ্যসমূহ দেওয়া হইয়াছিল, যেন অধ্যাত্মবাদিগণের নিকট আমি সেগুলি প্রকাশ করি।CCh 628.2

    অধর্ম্ম-শিক্ষার পরিণামফল পাপাচারিতা বা অপবিত্র অভ্যাস ইহা মিথ্যার আদিপিতার প্রলোভনকারী টোপ, ইহার ফলে আত্ম-তৃপ্ত-পাপিগণের মধ্যে অনুতাপের সঞ্চার হয় না।CCh 628.3

    অতীতের অভিজ্ঞতা পুনঃদৃষ্ট হইবে। ভবিষ্যতের শয়তানের কুসংস্কারাদি নূতনরূপ ধারণ করিবে। চাটুবাদের সহিত প্রীতিকর ভাবে ভ্রান্তিসমূহ প্রদর্শন করা হইবে। দীপ্তির আবরণে আবৃত করিয়া ঈশ্বরের লোকদিগের নিকট মিথ্যা মতবাদ প্রকাশ করা হইবে। যদি সম্ভব হয়, এইরূপে শয়তান এমন কি মনোনীতদিগকেও ভুলাইতে চেষ্টা করিবে। সর্ব্বাপেক্ষা অধিক প্রলোভনকারী প্রভাব সকল খাটান হইবে, মনকে কৃত্রিম-নিদ্রায় অভিভূত করা হইবে।CCh 628.4

    জলপ্লাবনের পূর্ব্ববর্ত্তী লোকদের মধ্যে যেরূপ সর্ব্বপ্রকার ভ্রষ্টতা ছিল, মনকে বন্দি করিবার জন্য ঠিক্ সেইরূপ ভ্রষ্টতা দৃষ্ট হইবে। প্রকৃতি-কে ঈশ্বররূপে উন্নয়ন, মানবীয় ইচ্ছার অসংযত স্বাধীনতা, অধর্ম্মী লোকের পরামর্শ—কতকটা পরিণাম আনয়ন করিবার নিমিত্ত শয়তান এই সকলকে তাহার প্রতিনিধিরূপে ব্যবহার করে। তাহার অভিপ্রায় সিদ্ধির নিমিত্ত সে মনের শক্তিকে মনের উপরে নিযুক্ত করিবে। সর্ব্বাপেক্ষা দুঃখের বিষয় এই যে, ঈশ্বরের সহিত বাস্তব যোগাযোগ না রাখিয়া লোকেরা তাহার প্রতারণাপূণ অভিজ্ঞতার অধীনে ভক্তির রূপ রাখিবে। আদম ও হবা যেমন সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করিয়াছিলেন, অনেকে তমনি এমন কি এখনও ভ্রান্তির প্রতারণাপূর্ণ খাদ্যাংশ ভক্ষণ করিতেছে।CCh 628.5

    শয়তানের প্রতিনিধিগণ সুদৃশ্য পোষকে মিথ্যা মতবাদ সমূহ আবৃত করিয়া রাখিয়াছে; এমন কি এদন উদ্যানের সর্পের মাধ্যমে কথা বলিয়া শয়তান যেমন আমাদের আদি মাতাপিতার নিকট হইতে তাহার স্বরূপ লুকাইয়া রাখিয়াছিল, তেমনি শয়তানের প্রতিনিধিগণ সুদৃশ্য পোষাকে মিথ্যা মতবাদ সমূহ আবৃত করিয়া রাখিয়াছে। যাহা কিছু প্রকৃতই মারাত্মক ভুল, এই সকল প্রতিনিধি মানবের মনে তাহাই একটু একটু করিয়া ঢুকাইয়া দিতেছে। যাহারা ঈশ্বরের সরল বাক্য হইতে তুষ্টকর গল্পের দিকে ফিরে, তাহারা শয়তানের মোহ-নিদ্রার প্রভাবে পতিত হইবে।CCh 629.1

    যাহারা সর্ব্বাপেক্ষা অধিক জ্যোতি প্রাপ্ত হইয়াছে, শয়তান যত্ন ও পরিশ্রম সহকারে তাহাদিগকে ফাঁদে ফেলিতে চেষ্টা করে। সে জানে যে, সে যদি তাহাদিগকে প্রবঞ্চিত করিতে পারে, তাহা হইলে তাহারা তাহারই কর্ত্তৃত্বাধীনে পাপকে ধর্ম্মাচ্ছাদনে আচ্ছাদিত করিয়া বহুলোককে বিপথে পরিচালিত করিবে। আমি সকলকেই বলি :-- সতর্ক হউন; কারণ মণ্ডলীর সভ্যগণকে তাহার দলভুক্ত করিবার চেষ্টায় শয়তান দূতের বেশ ধারণ করিয়া প্রত্যেক মণ্ডলীতে ও খ্রীষ্টীয় কার্য্যকারিগণের প্রত্যেকটী সভায় ঘুরিয়া বেরাইতেছে। ঈশ্বরের লোকদিগকে চেতনা দান করিবার নিমিত্ত আমাকে বলা হইয়াছে, “তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না ” গালাতীয় ৬ : ৭। 38T 294, 295;CCh 629.2