Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মণ্ডলীর সম্পত্তি

    কোন সহরে কিংবা নগরে সত্যের প্রতি যখনই কোন অনুরাগ দেখা যায়, তখনই তাহার অনুশীলন করা কর্ত্তব্য । আধ্যাত্মিক অন্ধকারে দীপ্তিরুপে ও ঈশ্বরের পবিত্র বিশ্রামদিনের স্মৃতিচিহ্নরুপে যে পর্য্যন্ত না তথায় একটী ছোট খাট উপাসনা মন্দির নিম্মিত হয়, তাবৎ পুঙ্খানুপুঙ্খরুপে কার্য্য করা বিধেয় । এই সকল স্মৃতিচিহ্ন সত্যের সাক্ষীরুপে বহুস্থানে দণ্ডায়মান থাকা আবশ্যক ।116T 100;CCh 209.4

    মণ্ডলীর কোন ব্যাপারই অমীমাংসিত অবস্থায় ফেলিয়া রাখা কর্ত্তব্য নহে । মণ্ডলীর শ্রীবৃদ্ধিতে যেন বিঘ্ন না ঘটে, এবং ঈশ্বরের কার্য্যের জন্য লোকে যে অর্থদান করিতে চাহে, তাহা যেন শত্রুর কবলে পতিত না হয়, তজজন্য ঈশ্বরের কার্য্যের নিমিত্ত মণ্ডলীর সম্পত্তি থাকা প্রয়োজন ।CCh 210.1

    আমাকে দেখান হইয়াছিল যে, ঈশ্বরের লোকবৃন্দের বিজ্ঞতা সহকারে কার্য্য করিতে হইবে, এবং মণ্ডলীর ব্যাপার নিরাপদ রাখিবার নিমিত্ত তাহাদের পক্ষে যাহা করনিয়, তাহা সমস্তই করিতে হইবে, কিছুই অসমাপ্ত রাখা যাইবে না । তাহারা যাহা করিতে পারে, তাহা করিবার পর, —শয়তান যেন ঈশ্বরের অবশিষ্ট মণ্ডলীর লোকদের উপরে কোন আধিপত্য বিস্তার করিতে না পারে ও ঈশ্বর এই সকল সম্বন্ধে যাহা বিহিত বিবেচনা করেন, তাহাই যেন সাধন করেন, তজজন্য প্রভুর উপরে তাহাদের নির্ভর রাখিতে হইবে । শয়তানের কার্য্য করিবার সময় উপস্থিত । এক বিপদসঙ্কুল ভবিষ্যৎ আমাদের সম্মখে বিদমান । শয়তানের পরিকল্পনার সম্মখে নিরাপদে দাঁড়াইয়া থাকিবার নিমিত্ত মণ্ডলীর জাগ্রত হইয়া অগ্রসর হইতে হইবে । এখনই কিছু করিবার সময় । তাঁহার লোকেরা মণ্ডলীর ব্যাপার শিথিল ও অসংযত ভাবে রাখে, শত্রুকে সর্ব্বপ্রকার আধিপত্য করিতে ও তাহার শেচ্ছামত কার্য্য করিতে সুযোগ দেয়, ঈশ্বর ইহাতে সুখী হইতে পারেন না ।121T 210, 211;CCh 210.2